বলিউড
আলিয়ার পোশাকে ১ লাখ সাদা মুক্তা
ফ্যাশন দুনিয়ার অস্কারতুল্য মেট গালায় প্রথমবার অংশ নিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। প্রবাল গুরুঙের ডিজাইন করা হাতাকাটা গাউনে নজর কেড়েছেন তিনি। এতে রয়েছে ১ লাখ সাদা মুক্তা! ১৯৯২ সালে জার্মান সুপারমডেল ক্লাউডিয়া শিফারের পরা নববধূর উপযোগী শানেলের একটি সাদা গাউনে অনুপ্রাণিত এর নকশা।
স্কার্ট ঢঙের পোশাকের পাশাপাশি দামি পাথর বসানো কানের দুল ও সাদা দস্তানা পরে নিজের চাকচিক্য বাড়িয়েছেন আলিয়া। তার চুলের গিঁটেও দেখা গেছে মুক্তা। ৩০ বছর বয়সী এই তারকার সাজগোজ দেখে মনে হচ্ছিলো বুঝি রূপকথার কোনো অপরূপা সুন্দরী!
শুধু আয়োজকরাই নয়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভক্তরা শুভেচ্ছায় সিক্ত করেছেন আলিয়াকে। অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় শত শত ভক্ত তাকে একনজর দেখতে ভিড় জমায়। তাদের মধ্যে একজন বলে বসেন, ‘আই লাভ ইউ আলিয়া!’ সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
হলিউডে টম হারপার পরিচালিত ‘হার্ট অব স্টোন’ সিনেমায় অভিনয়ের সুবাদে পশ্চিমা শোবিজ ও ফ্যাশন অঙ্গনে পরিচিতি পেয়েছেন আলিয়া। এর অংশ হিসেবেই মেট গালায় হাজির হওয়ার সুযোগ পেলেন। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া মেট গালার নিয়মিত মুখ। এবারও স্বামী নিক জোনাসের সঙ্গে দেখা গেছে তাকে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের কল্যাণে তহবিল সংগ্রহের বার্ষিক আয়োজন মেট গালা। প্রতিবছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এটি। ফ্যাশন ক্যালেন্ডারের অন্যতম মর্যাদাপূর্ণ ও তারকাখচিত আয়োজন ধরা হয়ে থাকে এটি। এতে অত্যাধুনিক ফ্যাশন ও অভিনব পোশাকের মেলা বসে।
মেট গালায় আমেরিকাসহ বিভিন্ন দেশের তারকা, ফ্যাশন ইন্ডাস্ট্রির পেশাদার ব্যক্তিবর্গ এবং সাংস্কৃতিক আইকনরা অংশ নিয়ে থাকে। প্রতিবছর কস্টিউম ইনস্টিটিউট নির্বাচিত একটি নির্দিষ্ট থিম অনুযায়ী পোশাক পরেন তারা। অনুষ্ঠানের থাকে লালগালিচা অভ্যর্থনা, ককটেল আড্ডা, নৈশভোজ ও একটি পারফরম্যান্স কিংবা বিশেষ প্রদর্শনী।
এ বছরের আয়োজনে প্রয়াত ফ্যাশন ডিজাইনার কার্ল লাগারফেল্ডের প্রতি সম্মান জানানো হয়েছে। জীবদ্দশায় নিজের নামের ব্র্যান্ড, শানেল, ফেন্ডির মতো ব্র্যান্ড তত্ত্বাবধান করতেন তিনি। এবারের থিম ছিলো ‘কার্ল লাগারফেল্ড: অ্যা লাইন অব বিউটি’।
আলিয়া এখন নিজের প্রথম সন্তান রাহাকে সময় দিচ্ছেন। এর ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেও শুটিং থেকে বিরতিতে আছেন তিনি। চলতি বছর হলিউড ও বলিউডে তার নতুন সিনেমা মুক্তি পাবে। এরমধ্যে ‘ওয়ান্ডার ওম্যান’ তারকা গল গ্যাডটের সঙ্গে ‘হার্ট অব স্টোন’ নেটফ্লিক্সে আসবে ১১ আগস্ট। অন্যদিকে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমা হলে মুক্তি পাবে ২৮ জুলাই।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস