Connect with us

গান বাজনা

ইউটিউবে বছর জুড়ে ‘পুষ্পা’র গানের আধিপত্য, শীর্ষ দশে ‘কাঁচা বাদাম’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা (ছবি: টুইটার)

স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব প্রতিবছর বিভিন্ন দেশে যেসব মিউজিক ভিডিও সবচেয়ে বেশি দেখা হয় সেগুলোর তালিকা প্রকাশ করে। ২০২২ সালে ভারতের শীর্ষ ১০ মিউজিক ভিডিওর মধ্যে আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার গান আধিপত্য বজায় রেখেছে। গত বছর সিনেমাটি অভাবনীয় সাফল্য পেয়ে বক্স অফিসে রাজত্ব করেছে। এক্ষেত্রে গানের জনপ্রিয়তার ভূমিকা ছিলো ব্যাপক।

শীর্ষে আছে ‘শ্রীভাল্লি’। ইউটিউবে এটি দেখা হয়েছে ৫৪ কোটি ৪৪ লাখের বেশি। গানটি গেয়েছেন জাভেদ আলি। এর কথা লিখেছেন রাকিব আলম। সিনেমার সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ।

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি গত ১ ডিসেম্বর রাশিয়ার মস্কোতে ও ৩ ডিসেম্বর সেন্ট পিটার্সবার্গে মুক্তি পেয়েছে। এর প্রচারণায় সেখানে গিয়েছিলেন আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা। ভারতে ফিরে তারা ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার শুটিং শুরু করবেন।

গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে ইউটিউবে ভক্তদের প্রিয় মিউজিক ভিডিওর তালিকায় অন্যতম ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার গান ‘শ্রীভাল্লি’, ‘সামি সামি’, ‘ও আন্তাভা মাওয়া’। এছাড়া ভাইরাল হওয়া ‘কাঁচা বাদাম’ গানের মিউজিক ভিডিও স্থান করে নিয়েছে তালিকায়।

একনজরে শীর্ষ ১০ মিউজিক ভিডিও
১. শ্রীভাল্লি (পুষ্পা: দ্য রাইজ)
২. অ্যারাবিক কুথু-হালামিথি হাবিবো (বিস্ট, লিরিক্যাল ভিডিও)
৩. সামি সামি (পুষ্পা: দ্য রাইজ, হিন্দি সংস্করণ)
৪. কাঁচা বাদাম সং (ভুবন বাদ্যকর)
৫. লে লে আয়ি কোকা কোলা (খেসারি লাল যাদব)
৬. ও বোলেগা ইয়া ও ও বোলেগা (পুষ্পা: দ্য রাইজ)
৭. ও আন্তাভা মাওয়া ও ও আন্তাভা (পুষ্পা: দ্য রাইজ)
৮. পাসুরি (আলি সেথি ও শেই গিল)
৯. অ্যারাবিক কুথু-হালামিথি হাবিবো (বিস্ট)
১০. নাথুনিয়া (খেসারি লাল যাদব)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ