Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডসে সেরা পাকিস্তানের ‘জয়ল্যান্ড’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘জয়ল্যান্ড’ সিনেমার দৃশ্য (ছবি: টুইটার)

ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক সিনেমার পুরস্কার জিতলো পাকিস্তানের ‘জয়ল্যান্ড’। এটি সায়েম সাদিক পরিচালিত প্রথম সিনেমা। পাকিস্তানের লাহোরে শ্রমিক শ্রেণির একজন বিবাহিত পুরুষ ও একজন উচ্চাকাঙ্ক্ষী ট্রান্সজেন্ডার নৃত্যশিল্পীর মধ্যে সম্পর্ক গড়ে ওঠাকে কেন্দ্র করে ছবিটির গল্প।

গত বছর কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে পাকিস্তানের প্রথম সিনেমা হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়ে ‘জয়ল্যান্ড’। আঁ সার্তে রিগা শাখার জুরি প্রাইজ জিতে নেয় এটি।

‘জয়ল্যান্ড’ সিনেমার দৃশ্য (ছবি: টুইটার)

৩৮তম ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক সিনেমা শাখায় মনোনীত অন্য সিনেমাগুলো হলো অস্ট্রিয়ার মারি ক্রুয়েৎজার পরিচালিত ‘করসাজ’, ফিলিপাইনের ‘লিওনর উইল নেভার ডাই’, দক্ষিণ কোরিয়ার ‘রিটার্ন টু সিউল’ এবং ফ্রান্সের ‘সেন্ট ওমের’।

এবারের ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডসে সেরা সিনেমাসহ সামনের সারির প্রায় সব পুরস্কার জিতেছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডসের ইতিহাসে প্রথমবারের মতো সেরা অভিনয়শিল্পী শাখাগুলোতে লিঙ্গ ভেদাভেদ রাখা হয়নি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান্টা মনিকা বিচে শনিবার (বাংলাদেশ সময় রবিবার সকাল) পুরস্কার বিতরণ করা হয়।

‘জয়ল্যান্ড’ সিনেমার দৃশ্য (ছবি: টুইটার)

ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা সিনেমা
এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

সেরা প্রধান অভিনয়শিল্পী
মিশেল ইও (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা পার্শ্ব অভিনয়শিল্পী
কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা ব্রেকথ্রো পারফরম্যান্স
স্টেফানি সু (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা পরিচালক
ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা চিত্রনাট্য
ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা প্রামাণ্যচিত্র
অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড

সেরা আন্তর্জাতিক সিনেমা
জয়ল্যান্ড (পাকিস্তান)

সেরা প্রথম সিনেমা
আফটারসান

সেরা প্রথম চিত্রনাট্য
জন প্যাটন ফোর্ড (এমিলি দ্য ক্রিমিনাল)

সেরা চিত্রগ্রহণ
ফ্লোরিয়ান হফমেইস্টার (টার)

সেরা সম্পাদনা
পল রজার্স (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

রবার্ট অল্টম্যান অ্যাওয়ার্ড
উইমেন টকিং

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ