Connect with us

টেলিভিশন

ঈদের নাটকে তাসনিয়া ফারিণের নতুন নায়ক

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘নীতুর জন্য’ নাটকে তাসনিয়া ফারিণ ও শাশ্বত দত্ত (ছবি: সিনেমাওয়ালা)

ঈদে নতুন রূপে দর্শকদের সামনে আসছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘নীতুর জন্য’ নামের একটি নাটকে চরিত্রের প্রয়োজনে শ্যামল বরণ মেকআপ নিয়েছেন তিনি। এতে নীতু চরিত্রে দেখা যাবে তাকে।

নাটকটিতে তাসনিয়া ফারিণের সহশিল্পী শাশ্বত দত্ত। গত ফেব্রুয়ারিতে ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’তে অভিনয় করে নজর কেড়েছেন এই তরুণ।

বুধবার (৫ এপ্রিল) থেকে রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছে। চলবে তিন দিন।

‘নীতুর জন্য’ নাটকে তাসনিয়া ফারিণ ও শাশ্বত দত্ত (ছবি: সিনেমাওয়ালা)

‘নীতুর জন্য’ পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘নীতু মেয়েটির গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে আমার বিশ্বাস। এর বেশি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলবো, ফারিণকে নতুনভাবে দেখা যাবে। আর শাশ্বতকে আমার সম্ভাবনাময় মনে হয়েছে।’

নাটকটি লিখেছেন আসাদ জামান। এতে আরও অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী ও ফখরুল বাশার। চিত্রগ্রহণ করছেন রাজু রাজ। আবহ সংগীত করবেন এপি শুভ। আসন্ন ঈদে চ্যানেল আইতে প্রচার হবে এটি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ