Connect with us

ঢালিউড

ঈদে আসবে না ‘জংলি’, পেছানোর কারণ কী?

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘জংলি’র শুটিংয়ে সিয়াম আহমেদ (ছবি: ফেসবুক)

চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী জুটির ‘জংলি’ আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু সিনেমাটি পিছিয়ে গেছে। প্রশ্ন উঠেছে, ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’-এর সঙ্গে পেরে না ওঠার শঙ্কাই কি এর কারণ?

গত ২৯ মার্চ নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ‘জংলি’র প্রচারণামূলক একটি পোস্টার শেয়ার দেন সিয়াম। এতে তাকে নতুন রূপে পাওয়া গেছে। পোস্টারে ঈদুল আজহায় মুক্তির প্রসঙ্গ উল্লেখ ছিলো। সিয়ামও সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘দেখা হবে কোরবানির ঈদে!’

‘জংলি’র ফার্স্টলুকে সিয়াম আহমেদ (ছবি: টাইগার মিডিয়া)

‘জংলি’ পরিচালনা করছেন এম রাহিম। তিনি বলেন, ‘সময়স্বল্পতার কারণে আমাদের পিছিয়ে যেতে হলো। দর্শকদের যে মানের সিনেমা উপহার দিতে চাই আমরা, ঈদে মুক্তি দিতে গেলে সেটি সম্ভব হবে না। আর এ ধরনের সিনেমার মানের সঙ্গে আপস করা ঠিক হবে না।’

আউটডোর শুটিংয়ে প্রচণ্ড গরম ও ঘূর্ণিঝড় রিমালের নেতিবাচক প্রভাবকে ঈদে মুক্তি থেকে পিছিয়ে যাওয়ার আরেকটি কারণ হিসেবে জানিয়েছেন পরিচালক। এরমধ্যেও ভারতে পোস্ট-প্রোডাকশনের কাজ এগিয়ে নেওয়া হয়েছে। আর ঢাকায় শুটিংয়ের পাশাপাশি ডাবিং অব্যাহত ছিলো।

এম রাহিম (ছবি: ফেসবুক)

রায়হান রাফী পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার কারণে কি ‘জংলি’ পিছিয়ে গেলো? এম রাহিম উত্তরে বলেন, “দুটি একই ঘরানার সিনেমা নয়। সেজন্য ‘তুফান’ আসবে জেনেই আমরা ঈদে মুক্তির ঘোষণা দিয়েছিলাম। আমাদের বিশ্বাস, দর্শকরা ‘জংলি’ দেখতে সিনেমাহলে আসবে। তাদের প্রতিশ্রুতি দিচ্ছি, ঈদের আমেজ থাকতে থাকতেই ভালো মানের একটি সিনেমা নিয়ে হাজির হবো আমরা।”

‘জংলি’ সিনেমায় শবনম বুবলী ও সিয়াম আহমেদ (ছবি: ফিলম্যান প্রোডাকশন হাউস)

এম রাহিম পরিচালিত প্রথম সিনেমা ‘শান’ মুক্তি পায় ২০২২ সালে। এতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন সিয়াম আহমেদ। তার বিপরীতে ছিলেন পূজা চেরি। ‘জংলি’তে সিয়াম ও শবনম বুবলী জুটি বেঁধেছেন। রায়হান রাফীর ‘টান’ ওয়েব ফিল্মে তাদের রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের।

‘জংলি’তে আরো অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু। সিনেমাটির সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ