Connect with us

টালিউড

একই দিনে জয়ার ২ সিনেমা, ‘পেয়ারার সুবাস’ এপারে, ‘ভূতপরী’ ওপারে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

জয়া আহসান (ছবি: ফেসবুক)

নন্দিত অভিনেত্রী জয়া আহসানের দুটি নতুন সিনেমা মুক্তি পেলো দুই বাংলায়। আজ (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশের ২৭টি সিনেমাহলে এসেছে নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’। অন্যদিকে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’। এরমধ্যে ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে গিয়ে হৃদরোগে মারা গেছেন তার সহশিল্পী আহমেদ রুবেল। এটি তাকেই উৎসর্গ করা হয়েছে।

বাংলাদেশে জয়ার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’। ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। সেই হিসাবে প্রায় দেড় বছর পর নিজের দেশের সিনেমাহলে এলেন তিনি। তবে এই ১৫ মাসে ভারতে ‘কড়ক সিং’, ‘অর্ধাঙ্গিনী’সহ তার কয়েকটি সিনেমা দাপিয়ে বেড়িয়েছে।

‘পেয়ারার সুবাস’ সিনেমার পোস্টার (ছবি: চরকি)

‘পেয়ারার সুবাস’ সিনেমার শুটিং শুরু হয় ২০১৬ সালে। ২০২০ সালে এর শুটিং শেষ হয়। পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ হতে লেগে যায় আরো তিন বছর। সব মিলিয়ে সাত বছরের বিভিন্ন জটিলতা পেরিয়ে ২০২৩ সালের নভেম্বরে এটি সেন্সর সার্টিফিকেট পায়।

‘পেয়ারার সুবাস’ সিনেমায় জয়া আহসান (ছবি: চরকি)

৪৫তম মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে মূল প্রতিযোগিতা শাখায় দেখানো হয় ‘পেয়ারার সুবাস’। উৎসবে অংশ নিয়েছেন পরিচালক নূরুল আলম আতিক ও অভিনেতা তারিক আনাম খান। সরকারি অনুদানের এই সিনেমায় আরো অভিনয় করেছেন সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম প্রমুখ।শাহরিয়ার শাকিলের আলফা-আই স্টুডিওস প্রযোজিত এই সিনেমার সহ-প্রযোজক ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

‘ভূতপরী’র দৃশ্যে জয়া আহসান (ছবি: সুরিন্দর ফিল্মস)

এদিকে কলকাতার ‘ভূতপরী’ ভৌতিক ঘরানার সিনেমা। এর গল্পে দেখা যাবে, একটি মেয়ে ১৯৪৭ সালে মারা যায়। ২০১৯ সালে সেই নারীর অতৃপ্ত আত্মার সঙ্গে পরিচয় হয় এক শিশুর। শিশুর হাত ধরে মেয়েটি তার মৃত্যুর কারণ অনুসন্ধান করে। একসময় অতৃপ্ত আত্মা আবিষ্কার করে যে, তার মৃত্যু অস্বাভাবিক ছিল এবং তাকে খুন করা হয়েছিল।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ