Connect with us

শুভেচ্ছা

‘একই পোশাকে একই মানুষের সঙ্গে আবার বিয়ে হোক’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: কৌশিক ইকবাল)

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবনের ১৩ বছর পূর্ণ হলো। ২০১০ সালের ১৫ জুলাই যে পোশাক পরে বিয়ে করেছিলেন তারা, বিশেষ দিনে সেসব পরেই ফটোশুট করেছেন দু’জনে। আরও মজার বিষয় হলো– যেখানে তিশাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ফারুকী, সেই বাড়ির মালিকের হিজল তমাল পিকনিক স্পটে ১৩তম বিয়েবার্ষিকী উদযাপন করলেন তারা।

গতকাল (১৫ জুলাই) সোশ্যাল মিডিয়ায় বিয়ের পোশাক পরে তোলা নতুন কয়েকটি ছবি শেয়ার করেন ফারুকী ও তিশা। এরমধ্যে কয়েকটিতে তাদের মেয়ে ইলহামকে দেখা গেছে।

মোস্তফা সরয়ার ফারুকীর কোলে ইলহাম, পাশে নুসরাত ইমরোজ তিশা (ছবি: কৌশিক ইকবাল)

বিয়ের পোশাক পরে নতুন ফটোশুট করার পরিকল্পনা তিশার। সেই তথ্য জানিয়ে ফারুকী ফেসবুকে লিখেছেন, “জীবন কখনো কখনো নিজের মতো করেই স্ক্রিপ্ট লেখে। আমাদের বিয়ের তেরো বছর পূর্তিতে তিশা পরিকল্পনা করলো– আমরা বিয়েতে যে পোশাক পরেছিলাম সেসব পরেই তেরো বছর পূর্তি উপলক্ষে একটি ফটোশুট করবো। সেই একই মানুষ, একই পোশাক। শুধু সময়টা এগিয়ে গেছে। আর আমাদের জীবনে এসেছে ইলহাম। সেই অনুযায়ী আমরা ভাবছিলাম কোথায় যাওয়া যায়! ঢাকার কাছেই হিজল তমাল নামে একটি পিকনিক স্পট আছে। ওখানেই গেলাম। গিয়েই খেয়াল হলো– এর মালিকের বাড়িতেই ‘নিখোঁজ সংবাদ’ নাটকের শুটিং হয়েছিলো। আর সেই স্পটেই তিশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। তেরো বছর পর সেখানেই আসা মহাজাগতিক এক পরিকল্পনাই বটে।”

নুসরাত ইমরোজ তিশা (ছবি: কৌশিক ইকবাল)

তিশাকে উদ্দেশ করে ফারুকী বলেন, ‘তেরো বছরে আমরা অনেক চড়াই-উতরাই পার হয়েছি। বাচ্চা নেওয়া নিয়ে অনেক কিছুর মুখোমুখি হয়েছি। কিন্তু নিঃসন্দেহে এই জার্নিটা ছিলো অসাধারণ। তোমার কাছে কৃতজ্ঞতার তালিকাটা অনেক বড়। কত বড় বড় বিষয় থেকে শুরু করে তুচ্ছ বিষয়ে তোমার ওপর নির্ভর করি। তোমাকে ছাড়া বিদেশে গেলে এখনো রাতের বেলা বাতি নেভাতে পারি না, ভয় পাই। ভাবি একা একা যাবো কিভাবে এই দুনিয়া থেকে? অথচ কী আশ্চর্য, আমরা একা একাই বড় হয়েছিলাম এই দুনিয়ায়! আরো কত কিছু বলতে মন চায়। তার চেয়ে বরং বলি, লাভ ইউ তিশা। শুভ বিবাহবার্ষিকী।’

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা (ছবি: কৌশিক ইকবাল)

তিশা তার ফেসবুক পেজে লিখেছেন, ‘২০১০-এর এই দিনটিতে আমাদের বিয়ে হয়। আজ ২০২৩। দেখতে দেখতে তেরোটা বছর একসঙ্গে কাটিয়ে দিলাম। তাই ভাবলাম, একই পোশাকে একই মানুষের সঙ্গে আবার বিয়ে হোক। জীবনে যোগ হয়েছে শুধু ইলহাম। আর বিয়োগ হয়েছে সময়। বাকি সবকিছু আগের মতোই আছে।’

মোস্তফা সরয়ার ফারুকীর কোলে ইলহাম, পাশে নুসরাত ইমরোজ তিশা (ছবি: কৌশিক ইকবাল)

ফারুকীর উদ্দেশে তিশা বলেন, ‘ধন্যবাদ তোমাকে, এত বছর আমাকে সহ্য করার জন্য। আলহামদুলিল্লাহ। তোমাকে অনেক ভালোবাসি। শুভ বিবাহবার্ষিকী।’

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ