Connect with us

ওটিটি

এবার ওয়েব সিরিজে মাহফুজ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মাহফুজ আহমেদ (ছবি: ফেসবুক)

ঈদুল আজহায় ‘প্রহেলিকা’ সিনেমার মাধ্যমে আট বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। দীর্ঘদিন টেলিভিশন অঙ্গনে রাজত্ব করেছেন তিনি। সিনেমায় প্রতিবারই দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। এবার ওটিটিতে নাম লেখালেন এই তারকা।

‘অদৃশ্য’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন মাহফুজ। বেশ কিছুদিন ধরে এর শুটিং চলছে। ওটিটি প্ল্যাটফর্মের জন্য এটাই তার প্রথম কাজ।

মাহফুজের সঙ্গে ‘অদৃশ্য’তে থাকছেন অপি করিম। টিভিতে একসঙ্গে অনেক কাজ করেছেন তারা। দীর্ঘদিন পর তাদের একফ্রেমে দেখা যাবে।

‘অদৃশ্য’ ওয়েব সিরিজটি পরিচালনা করছেন সাফায়েত মনসুর রানা। আগামী ২২ সেপ্টেম্বর ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে এটি।

অপি করিম ২০১৯ সালে হইচইয়ের ‘ঢাকা মেট্রো’তে অভিনয় করেন। এটি ছিলো অমিতাভ রেজার প্রথম ওয়েব সিরিজ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ