Connect with us

ওটিটি

এবার বাংলাদেশের ওয়েব সিরিজে বাঁধন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আজমেরী হক বাঁধন

‘গুটি’ সিরিজে সুলতানার ভূমিকায় আজমেরী হক বাঁধন (ছবি: চরকি)

দেশের বাইরের ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং হইচই’য়ের জন্য কাজ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার বাংলাদেশের ওয়েব সিরিজে দেখা যাবে তাকে।

চরকির ‘গুটি’ সিরিজের প্রধান চরিত্র সুলতানার ভূমিকায় থাকছেন বাঁধন। সে একজন ড্রাগ ডিলার। শিগগিরই এর শুটিং শুরু হতে যাচ্ছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চট্টগ্রাম, কুমিল্লাসহ ঢাকার বিভিন্ন স্থানে শুটিং হবে।

‘রেহানা মরিয়ম নূর’ তারকা বাঁধন বলেন, ‘কাজটি আমার জন্য কতোটা চ্যালেঞ্জিং দর্শক দেখলেই বুঝতে পারবেন।’

আজমেরী হক বাঁধন

‘গুটি’ সিরিজে সুলতানার ভূমিকায় আজমেরী হক বাঁধন (ছবি: চরকি)

‘গুটি’র গল্প কেমন? বাঁধনের উত্তর, ‘একেবারে ভিন্ন ধরনের একটি গল্প দারুণভাবে সাজিয়েছেন শঙ্খ দাসগুপ্ত। তিনি খুব মেধাবী একজন নির্মাতা। সুলতানা চরিত্রটি নিয়ে তার সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা করেছি। আমি এই চরিত্রটি অনেকদিন ধরে নিজের মধ্যে ধারণ করছি। এমনকি নিজের লুক টেস্টের জন্য ওড়নাসহ পুরো পোশাক পরিকল্পনা করেছি আমি। কী রঙের কাপড় পরলে সুলতানা চরিত্রের জন্য জুতসই হবে সেসব নিয়ে পরিচালকের সঙ্গে বিস্তর আলোচনা হয়েছে আমার।’

আজমেরী হক বাঁধন

‘গুটি’ সিরিজে সুলতানার ভূমিকায় আজমেরী হক বাঁধন (ছবি: চরকি)

চরকি নারীপ্রধান সিরিজ প্রযোজনা করায় খুশি বাঁধন। তার মন্তব্য, ‘বাংলাদেশে নারীকেন্দ্রিক কাজ চলে না কথাটা আর শুনতে চাই না। এমন কথা শুনে ভীষণ মর্মাহত হয়েছি। আমার বিশ্বাস, দুই-এক বছরের মধ্যে এই ধারণার পরিবর্তন হবে। আমরা কাজ দিয়েই সেই চিন্তায় পরিবর্তন আনতে পারবো। ফলে দর্শকও নতুন কিছু পাবেন।’

বাঁধন উল্লেখ করেন, সিরিজটির অন্য অভিনয়শিল্পীরা চমৎকার। তারা সবাই নিয়মিত একসঙ্গে মহড়া করছেন। কারণ মহড়া যথাযথ হলে শুটিং করা সহজ হয়ে যায়।

আজমেরী হক বাঁধন

‘গুটি’ সিরিজে সুলতানার ভূমিকায় আজমেরী হক বাঁধন (ছবি: চরকি)

সিরিজটি পরিচালনা করবেন শঙ্খ দাসগুপ্ত। তিনি জানান, এখন পর্যন্ত স্ক্রিপ্টের সাত নম্বর ড্রাফট হয়েছে। এখন অভিনয়শিল্পীদের নিয়ে প্রতিদিন রিডিং অনুশীলন চলছে।

এদিকে নেটফ্লিক্সে কিছুদিনের মধ্যে মুক্তি পাবে বাঁধনের নতুন সিনেমা ‘খুফিয়া’। সম্প্রতি এর ট্রেলারে তার একঝলক দেখা গেছে। বিশাল ভরদ্বাজের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন টাবু, আলি ফজলসহ অনেকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ