Connect with us

ওটিটি

ওটিটিতে লাইমলাইটে তিন তরুণী

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ওটিটি প্ল্যাটফর্মে নির্মাতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছেন নবীন অভিনয়শিল্পীরা। তাদের মধ্যে আলাদাভাবে নজর কেড়েছেন তিনজন। তারা হলেন তানজিম সাইয়ারা তটিনী, আইশা খান ও সাদিয়া আয়মান। অল্প সময়ে বেশ কিছু প্রশংসিত কাজ করেছেন তারা। ২০২২ সালে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে দর্শকদের বিনোদন দিয়ে লাইমলাইটে এসেছেন এই তিন তারকা। দর্শকরা তাদের ভালোভাবে গ্রহণ করেছে। ফলে তাদের নিয়ে প্রত্যাশা বেড়েছে। বলা যায়, ওটিটিতে কাজের সুবাদে ক্যারিয়ারের নতুন মোহনায় তিন নবীন।

তানজিম সাইয়ারা তটিনী (ছবি: ফেসবুক)

তানজিম সাইয়ারা তটিনী
বরিশালের মেয়ে তটিনী এসএসসি ও এইচএসসি পাসের পর ঢাকায় এসে শখ থেকে বিজ্ঞাপনচিত্রে মডেল হন। একে একে করে ফেলেছেন ৩০টির বেশি বিজ্ঞাপন। সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত হইচই-এর ‘তাকদীর’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন তিনি। এতে শিক্ষানবীশ সাংবাদিকের ভূমিকায় দেখা গেছে তাকে।

তানজিম সাইয়ারা তটিনী (ছবি: ফেসবুক)

গত বছর চরকির সংকলিত সিরিজ ‘এই মুহূর্তে’র ‘কল্পনা’ গল্পে পিপলু আর খানের পরিচালনায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। প্রথিতযশা অভিনয়শিল্পী সারা যাকের ও জাহিদ হাসান ছিলেন তাঁর সহশিল্পী। একই পরিচালকের ‘জয়া আর শারমিন’ সিনেমায় কাজ করেছেন তটিনী। এতে তিনি ছাড়াও আছেন জয়া আহসান ও শারমিন।

তানজিম সাইয়ারা তটিনী (ছবি: ফেসবুক)

গত বছর ঈদুল আজহায় মিজানুর রহমান আরিয়ানের ‘সুহাসিনী’ (ফারহান আহমেদ জোভান) ও ভিকি জাহেদের ‘বাঁচিবার হলো তার সাধ’ (আফরান নিশো) নাটকে দারুণ অভিনয় করে নজর কাড়েন তিনি। এর আগে এনটিভিতে ‘হাউস নং ৯৬’ ধারাবাহিক নাটকে রাফা চরিত্রের সুবাদে পরিচিতি পেতে থাকেন। সাবলীল অভিনয়ের পাশাপাশি তার নজরকাড়া হাসি দর্শকদের মন জয় করেছে।

তানজিম সাইয়ারা তটিনী (ছবি: ফেসবুক)

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) পড়াশোনা করা তটিনীর ওয়েব ফিকশন ‘নিউমার্কেট’ প্রশংসা পেয়েছে। এতে হাওয়া চরিত্রে অভিনয় করেছেন তটিনী। তার বিপরীতে ছিলেন সুদীপ বিশ্বাস দীপ। একটি বাস্তব ঘটনায় অনুপ্রাণিত ‘নিউমার্কেট’ পরিচালনা করেছেন রুবেল আনুশ।

আইশা খান (ছবি: ফেসবুক)

আইশা খান
২০২১ সালে জিফাইভের ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেন আইশা খান। এতে উমা চরিত্রে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন তিনি। একই বছর নজরুল ইসলাম রাজুর পরিচালনায় জিফাইভের ‘এ এমন পরিচয়’ সিরিজে নয়ন মেহের চরিত্রে শ্যামল মওলার বিপরীতে নজর কেড়েছেন এই তরুণী।

আইশা খান

আইশা খান (ছবি: ফেসবুক)

গত বছর তানিম নূর পরিচালিত হইচই-এর আলোচিত ওয়েব সিরিজ ‘কাইজার’ (সাবা) এবং সঞ্জয় সমদ্দারের পরিচালনায় চরকির ‘দাগ’ (ইরা) ওয়েব ফিল্মে অভিনয় করে প্রশংসা কুড়ান আইশা খান। এগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হয়েছে। এগুলোতে তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও আফরান নিশো।

আইশা খান (ছবি: ফেসবুক)

নতুন বছরে চরকির ‘ক্যাফে ডিজায়ার’ ওয়েব ফিল্মের সুবাদে আলোচিত হচ্ছেন আইশা খান। এতে ইন্তেখাব দিনারের বিপরীতে শিরিন চরিত্রে দেখা গেছে তাকে।

আইশা খান

আইশা খান (ছবি: ফেসবুক)

শোবিজে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করেন আইশা খান। ২০১১ সালে শিশুতোষ নাটক ‘সাড়ে ৭২ ঘণ্টা’য় দেখা গেছে তাকে। বিশ্ববিদ্যালয়ে ওঠার পর ‘আহত ফুলের গল্প’ সিনেমায় কাজ করেন। মাঝে বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। ২০১৭ সালে মাছরাঙা টেলিভিশনের ‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠানটি উপস্থাপনায় যুক্ত হন। ২০২০ সালে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’র নাটকে অভিনয় করেন। একই বছর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মাসি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। এছাড়া অন্ত আজাদের পরিচালনায় ‘আহত ফুলের গল্প’ নামে একটি সিনেমায় দেখা গেছে তাকে।

সাদিয়া আয়মান (ছবি: ফেসবুক)

সাদিয়া আয়মান
বিজ্ঞাপনচিত্রে এবং মিজানুর রহমান আরিয়ানের ‘ফুলের নামে নাম’সহ কয়েকটি নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সাদিয়া আয়মান। গত বছর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পেয়েছে তার প্রথম ওয়েব ফিল্ম ‘মায়া শালিক’। শিহাব শাহীনের পরিচালনায় এতে সারাহ চরিত্রে দেখা গেছে তাকে। মেয়েটি বেশ চঞ্চল, বাকপটু আর হাসিখুশি। তার সহশিল্পী ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব।

সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান (ছবি: ফেসবুক)

চরকির ‘হ্যাশট্যাগ’, বায়োস্কোপের ‘কাবাডি’ সিরিজ এবং গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমার শুটিং শেষ করেছেন সাদিয়া আয়মান।

সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান (ছবি: ফেসবুক)

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ছেন সাদিয়া আয়মান। ফেসবুকে পরিচয়ের রেশ ধরে ২০১৯ সালে ইমরাউল রাফাতের ‘টু বি ওয়াইফ’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর বেশকিছু বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ