Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

‘কবির সিং’ পরিচালকের নতুন সিনেমায় আল্লু অর্জুন

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

আল্লু অর্জুন (ছবি: টুইটার)

‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর অভাবনীয় সাফল্যে ‘পুষ্পা: দ্য রুল’ নিয়ে ব্যস্ত ভারতের দক্ষিণী তারকা আল্লু অর্জুন নতুন সিনেমা হাতে নিলেন। এটি পরিচালনা করবেন ‘কবির সিং’ খ্যাত সন্দীপ রেড্ডি বাঙ্গা। তবে এর নাম চূড়ান্ত হয়নি।

সম্প্রতি আল্লু অর্জুন ও সন্দীপ রেড্ডি বাঙ্গা অনেকক্ষণ আলোচনা করে সব ছক সাজিয়েছেন। সিনেমাটি প্রযোজনা করবেন ভূষণ কুমার ও প্রণয় রেড্ডি বাঙ্গা।

(বাঁ থেকে) সন্দীপ রেড্ডি বাঙ্গা, ভূষণ কুমার ও আল্লু অর্জুন (ছবি: টুইটার)

সন্দীপ রেড্ডি বাঙ্গা এখন প্রভাসকে নিয়ে ‘স্পিরিট’ পরিচালনা করছেন। এর কাজ শেষ হলেই আল্লু অর্জুনকে নিয়ে নতুন সিনেমার শুটিংয়ে চলে যাবেন তিনি।

এদিকে সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ মুক্তি পাবে আগামী আগস্টে। এতে অভিনয় করেছেন রণবীর কাপুর, রাশমিকা মান্দানা ও অনিল কাপুর।

আল্লু অর্জুন (ছবি: টুইটার)

অন্যদিকে আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তি পাবে ২০২৪ সালে। সন্দীপ রেড্ডি বাঙ্গার পরিচালনায় হতে যাচ্ছে ৪০ বছর বয়সী এই অভিনেতার ক্যারিয়ারের ২৩তম সিনেমা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ