বলিউড
কলকাতায় রণবীর-আলিয়ার ‘বাঙালি বিয়ে’

জলজ্যান্ত নয়, রণবীর কাপুর ও আলিয়া ভাটের উচ্চতার সমান দুটি পুতুলের মধ্যে বিয়ে দেওয়া হয়েছে। কলকাতার এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।
গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রায় পালি হিলে ‘বাস্তু’ আবাসনে রণবীরের অ্যাপার্টমেন্টে পাঞ্জাবি রীতিতে আলিয়ার সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। একই সময় কলকাতায় বাঙালি রীতিতে বসেছিল তাদের বিয়ের আসর!
বিয়েতে রণবীর-আলিয়া সাদা ও সোনালী রঙা পোশাকে সেজেছিলেন। তবে কলকাতায় আলিয়ার পুতুলকে সাজানো হয়েছিলো লাল বেনারসিতে। রণবীরের পুতুলের গায়ে দেখা গেছে ক্রিম রঙের কুর্তা ও মেরুন ধুতি।

কলকাতার ঐতিহ্যবাহী হাতে টানা রিকশায় চড়ে মণ্ডপে পৌঁছায় রণবীর ও আলিয়ার প্রতিকৃতি সংবলিত পুতুল (ছবি: টুইটার)
বালিগঞ্জ ২১ পল্লী সাংস্কৃতিক ক্লাবে রণবীর-আলিয়ার সুখী দাম্পত্য জীবন কামনা করে ছিল এই আয়োজন। রণবীর-আলিয়ার বিয়ে যেহেতু বাংলা নববর্ষের দিন পড়েছে, তাই একটু ভিন্নতা রাখার চেষ্টা করেছে আয়োজকরা।
কলকাতার ঐতিহ্যবাহী হাতে টানা রিকশায় চড়ে মণ্ডপে পৌঁছায় রণবীর ও আলিয়ার ছবি সংবলিত পুতুল। বাঙালি রীতি অনুযায়ী উলু ও শঙ্খ বাজিয়ে তাদের স্বাগত জানানো হয়।

কলকাতার ঐতিহ্যবাহী হাতে টানা রিকশায় চড়ে মণ্ডপে পৌঁছায় রণবীর ও আলিয়ার প্রতিকৃতি সংবলিত পুতুল (ছবি: টুইটার)
বিয়েতে মন্ত্র পড়ানোর জন্য আয়োজকরা সত্যিকারের পুরোহিত ডেকে আনে। তখন কাপুর পরিবারের বয়োজ্যেষ্ঠদের ছবি প্রদর্শন করা হয়। বিয়ের সময় বর-কনের পাশে ছিলেন দুই জন নারী। তাদের একজনের উত্তরীয়তে রণবীরের চাচাতো বোন কারিনা কাপুর খানের নাম এবং অপর জনের উত্তরীয়তে লেখা ছিলো কারিশমা কাপুরের নাম।
বালিগঞ্জ ২১ পল্লীর সভাপতি সুরেশ শেঠিয়ার ভাষ্য, “আমরা বাঙালিরা উৎসব ও উদযাপনের জন্য পরিচিত। রণবীর ও আলিয়ার বিয়ে আমাদের আনন্দ করার উপলক্ষ এনে দিয়েছে। আমরা নিজেদের পাড়ায় ছোট পরিসরে তাদের (পুতুল) বিয়ের আয়োজন করেছি।”

‘বেলাশুরু’ সিনেমার অভিনেত্রী ইন্দ্রানী দত্ত ‘নবদম্পতি পুতুল’কে আশীর্বাদ করেন (ছবি: টুইটার)
আয়োজকদের মধ্যে অন্যতম টিউটোপিয়া লার্নিং অ্যাপের পরিচালক অনুরাগ চিরিমার জানান, অনুষ্ঠানটির মাধ্যমে নবদম্পতিকে আশীর্বাদ জানিয়েছেন তারা।
অনুষ্ঠানে নেচেছেন স্থানীয় নৃত্যশিল্পীরা। এতে অংশ নেন মুক্তি প্রতীক্ষিত ‘বেলাশুরু’ সিনেমার কলাকুশলীরা। সিনেমাটির পরিচালক শিবোপ্রসাদ মুখোপাধ্যায়, অভিনেত্রী ইন্দ্রানী দত্ত ও দেবলিনা কুমার ‘নবদম্পতি পুতুল’কে আশীর্বাদ করেন।

‘বেলাশুরু’ সিনেমার অভিনেত্রী ইন্দ্রানী দত্ত ও দেবলিনা কুমার ‘নবদম্পতি পুতুল’কে আশীর্বাদ করেন (ছবি: টুইটার)
বলিউড তারকারা বিয়ে করলে ভক্তদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সেই উন্মাদনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই ধারাবাহিকতায় নবদম্পতি রণবীর-আলিয়ার বিয়ে উদযাপনে মেতেছে ভক্তরা। তাদের মধ্যে কলকাতার ভক্তরা অন্যমাত্রায় নিয়ে গেলেন দুই তারকার প্রতি তাদের ভালোবাসা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস