Connect with us

ওটিটি

‘কাছের মানুষ দূরে থুইয়া’র গল্পের সঙ্গে ফারিণের জীবনের অনেকখানি মিল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘কাছের মানুষ দূরে থুইয়া’র দৃশ্যে তাসনিয়া ফারিণ (ছবি: চরকি)

অভিনেত্রী তাসনিয়া ফারিণ দীর্ঘ সাড়ে আট বছর প্রেমের পর ঘর বেঁধেছেন। তার স্বামী শেখ রেজওয়ান অনেকদিন ধরে বিদেশে কর্মরত। ফলে তাদের সম্পর্কে ভৌগলিক দূরত্ব ছিলো। তবে সেটি কোনো টানাপোড়েন সৃষ্টি করেনি। যদিও কিছু সম্পর্কে দূরত্বের কারণে মাঝে মধ্যে তৈরি হয় অনিশ্চয়তা, সন্দেহ ও ক্ষোভ। এমন একটি সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ফিল্মে অভিনয় করেছেন সদ্য বিবাহিতা ফারিণ। তার বিপরীতে আছেন সংগীতশিল্পী প্রীতম হাসান।

তাসনিয়া ফারিণের চরিত্রের নাম শারমিন। তিনি বলেন, ‘গল্পটি আমার জীবনের সঙ্গে অনেকখানি মিলে যায়। আমার ও শেখ রেজওয়ানের লং ডিসটেন্স রিলেশন ছিলো। তাই শারমিন চরিত্রটির সঙ্গে সহজে সম্পৃক্ত হতে পেরেছি। সে অতীতের সম্পর্ক নিয়ে ঝামেলায় পড়ে। তবে ফারহানের সঙ্গে দেখা হওয়ার পর দারুণ কিছু হয়।’

‘কাছের মানুষ দূরে থুইয়া’র দৃশ্যে তাসনিয়া ফারিণ ও প্রীতম হাসান (ছবি: চরকি)

প্রীতম হাসান বলেন, ‘আমার চরিত্রের নাম ফারহান। সে রাজশাহী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্র। মানসিক আঘাত ও অসচ্ছল শৈশব নিয়ে বড় হয়েছে ছেলেটি। ফারহান বেশ রূক্ষ। অনেক কিছু নিয়ে তার জানাশোনা নেই। তবে প্রথমবার প্রেমে পড়ে অনেক কিছুই বদলে যেতে থাকে তার জীবনে। খুব সুন্দর গল্প এটি। চিত্রনাট্য পড়ার পর কাজটি করতে সম্মতি জানিয়েছি।’

‘কাছের মানুষ দূরে থুইয়া’র দৃশ্যে তাসনিয়া ফারিণ ও প্রীতম হাসান (ছবি: চরকি)

ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘কাছের মানুষ দূরে থুইয়া’ পরিচালনা করেছেন শিহাব শাহীন। তিনি বলেন, ‘দূরত্ব ভালোবাসার ওপর কীভাবে চাপ ফেলে, কীভাবে সম্পর্কের টানাপোড়েন তৈরি করে, সেসবই দেখা যাবে এতে। যারা প্রবাসে থাকেন তারা এটি ভালো ধরতে পারবেন। এটি একটি স্পর্শের গল্প। ক্যারিয়ারে অনেক প্রেমের গল্প বানিয়েছি। কিন্তু এবারের প্রেমের গল্প বলতে গিয়ে নতুন কিছু অনুভূতি হয়েছে। এটি একেবারে নতুন গল্প। যদিও প্রতিটি কাজেই নতুন কিছু অভিজ্ঞতা হয়।’

‘কাছের মানুষ দূরে থুইয়া’র শুটিংয়ে তাসনিয়া ফারিণ ও শিহাব শাহীন (ছবি: চরকি)

‘কাছের মানুষ দূরে থুইয়া’র শুটিং হয়েছে রাজশাহী ও অস্ট্রেলিয়ায়। দেশের বাইরে পুরো ইউনিট নিয়ে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘অস্ট্রেলিয়ার শুটিংয়ে যুক্ত থাকা সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের ছাড়া আমাদের কাজ করা কঠিন হতো। আমরা রাজশাহীতেও শুটিং করেছি। সেখানকার সবাই ভালোবেসে আমাদের সহযোগিতা করেছেন। রাজশাহী ও অস্ট্রেলিয়ার দুই জায়গাতেই প্রেমের গল্প বলার মতো দারুণ জায়গা পেয়েছি।’

‘কাছের মানুষ দূরে থুইয়া’র দৃশ্যে তাসনিয়া ফারিণ (ছবি: চরকি)

‘কাছের মানুষ দূরে থুইয়া’র শুটিংয়ে তাসনিয়া ফারিণ (ছবি: চরকি)

চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের একটি অংশ ‘কাছের মানুষ দূরে থুইয়া’। গত ৩ আগস্ট জমকালো অনুষ্ঠানে ১২ জন নির্মাতা ১২টি ভালোবাসার গল্প বলার শপথ গ্রহণ করেন। সবই মুক্তি পাবে চরকিতে। পুরো প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে থাকছেন পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী। তিনি ইতোমধ্যে ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ফিল্মের শুটিং শেষ করেছেন। এছাড়া ‘অটোবায়োগ্রাফি’ (সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি) নামের আরেকটি ফিল্ম পরিচালনা করবেন এই নির্মাতা।

‘কাছের মানুষ দূরে থুইয়া’র দৃশ্যে প্রীতম হাসান (ছবি: চরকি)

‘কাছের মানুষ দূরে থুইয়া’র দৃশ্যে প্রীতম হাসান (ছবি: চরকি)

‘কাছের মানুষ দূরে থুইয়া’ প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘শিহাব শাহীন রোমান্টিক ঘরানার গল্প বলার ক্ষেত্রে বেশ পটু। তার সুখ্যাতির কথা আমরা সবাই জানি। আমি নিশ্চিত, এবারের কাজেও শিহাব ভাই প্রেমের সহজ অনুভূতি, দূরত্বের বেদনাদায়ক অনুভূতি, কাছে আসার আনন্দদায়ক অনুভূতি তুলে ধরতে পারবেন। এ সিনেমায় ফারিণ-প্রীতমের কাস্টিংটা দারুণ হয়েছে। কাজটি দেখতে মুখিয়ে আছি।’

‘কাছের মানুষ দূরে থুইয়া’র দৃশ্যে প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ (ছবি: চরকি)

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “শিহাব শাহীন চরকির জন্য এখন পর্যন্ত বিভিন্ন ঘরানার কয়েকটি কনটেন্ট নির্মাণ করেছেন। তবে এবারই প্রথম তিনি চরকির জন্য রোমান্টিক ধাঁচের ফিল্ম পরিচালনা করছেন। রোমান্টিক ধাঁচের কনটেন্টের ক্ষেত্রে দর্শকমহলে তার আলাদা গ্রহণযোগ্যতা আছে। আশা করছি, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ দিয়ে শিহাব শাহীন আবার দর্শকদের মন ছুঁয়ে দেবেন।”

সিনেমাওয়ালা প্রচ্ছদ