Connect with us

টালিউড

কাজল কালো চোখে মোহনীয় জয়া

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আরেকবার রূপের জাদুতে মুগ্ধ করলেন দুই বাংলার নন্দিত তারকা জয়া আহসান। এবার ঘন কাজল কালো চোখে ভক্ত-অনুসারীদের নজর কেড়েছেন তিনি। আজ (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় নতুন চারটি ছবি শেয়ার করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজের নতুন নতুন ছবি শেয়ার করে সাড়া ফেলেন জয়া আহসান। এবার কাজল চোখে কালো-গাঢ় বাদামি পোশাকে হাজির হয়েছেন তিনি।

জয়ার কাজল চোখের চারটি ছবির পোস্টে লাইক পড়েছে ৮৯ হাজারের বেশি। মন্তব্য ছাড়িয়েছে ১৮ হাজারের ঘর। ১ হাজার ৪০০ বার এটি শেয়ার হয়েছে।

জয়া আহসানের নতুন ছবিগুলো তুলেছেন সোমনাথ রয়। তাকে সাজিয়েছেন অভিজিৎ পাল। আর স্টাইলিস্ট হিসেবে কাজ করেছেন তানভি শাহ। তিনজনই কলকাতার মানুষ।

ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম এবং টুইটারে ছবিগুলো শেয়ার করেছেন জয়া। সবখানেই সাদা ও কালো রঙের একটি করে হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। এছাড়া আর কিছুই লেখেননি।

জয়া আহসান

জয়া এখন ভারতে বেশ ব্যস্ত। বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে নাম চূড়ান্ত না হওয়া একটি হিন্দি সিনেমার শুটিং করছেন। এছাড়া কলকাতার বাংলা সিনেমা ‘ওসিডি’র প্রচারণায় ২৮তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন তিনি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ