ঢালিউড
পূজা প্রসঙ্গে শাকিবের ক্ষোভ, ‘দেখতে চাই কোথায় কীসের প্রমাণ?’

শাকিব খান (ছবি: ফেসবুক)
ফেসবুকে শাকিব লিখেছেন, ‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিজীবন নিয়ে এতো বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউ পাওয়ার আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু বানিয়ে যাচ্ছে। এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে।’
শাকিবের প্রশ্ন, ‘পূজা চেরি তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে, এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেনো এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?’
ক্ষোভের সুরে শাকিব বলেন, ‘এসব যারা করছে সেসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কীসের প্রমাণ?’
হতাশ শাকিবের কথায়, ‘ভুয়া বিষয়কে ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের বক্তব্য ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়।’
শাকিব উল্লেখ করেন, ‘যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছে।’

শাকিব খান ও পূজা চেরি (ছবি: ফেসবুক)
গত ১১ অক্টোবর পূজা সোশ্যাল মিডিয়ায় শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, ‘এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই, যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই পেশাদার সম্পর্ক। কোনো রকম সত্য-মিথ্যা যাচাই-বাছাই এবং আমার বক্তব্য ছাড়াই আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো।’
শাকিব খান ও পূজা চেরি ‘গলুই’ সিনেমায় জুটি বেঁধেছেন। ‘মায়া’ নামের একটি সিনেমায় তাদের আবার একসঙ্গে অভিনয়ের কথা রয়েছে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস