কান ফিল্ম ফেস্টিভ্যাল
কানসৈকতে বেবি ট্যাক্সি, চাবুক মারা তারকার জন্য সারপ্রাইজ স্বর্ণপাম
ভূমধ্যসাগরের তীরে একটি বেবি ট্যাক্সি। বহুল প্রতীক্ষিত ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’তে ব্যবহৃত হয়েছে এটি। কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৬তম আসরের তৃতীয় দিনে (১৮ মে) সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এ উপলক্ষে কানসৈকতে আনা হয়েছে এই বাহন। রোদ ঝলমলে দিনে এর সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন হলিউড তারকা হ্যারিসন ফোর্ড। তার সঙ্গে ছিলেন ব্রিটিশ অভিনেত্রী ফিবি ওয়ালার ব্রিজ, ডেনিশ অভিনেতা ম্যাডস মিকেলসেন, আমেরিকান অভিনেতা বয়েড হলব্রুক, ফরাসি অভিনেতা এথান ইসিডোর এবং আমেরিকান পরিচালক জেমস ম্যানগোল্ড।
ওয়ার্ল্ড প্রিমিয়ারের আগে উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের সামনে লালগালিচায় ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’র কলাকুশলীদের নেতৃত্ব দিয়েছেন যথারীতি হ্যারিসন ফোর্ড। তার সঙ্গে আরো ছিলেন স্ত্রী ক্যালিস্টা ফ্লকহার্ট। তখন ‘ইন্ডিয়ানা জোন্স’ তারকার নাম ধরে চিৎকার করছিলো হাজার হাজার ভক্ত। সবার অভিবাদনে হাত নেড়ে সাড়া দেন তিনি। ১৫ বছর আগে ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য সর্বশেষ কানে এসেছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। পর্দায় আবার চেনা টুপি ও চাবুক হাতে দেখা গেলো তাকে।
লুমিয়ের থিয়েটারে হ্যারিসন ফোর্ড পা রাখতেই আমন্ত্রিত দর্শকরা তাকে করতালিতে সিক্ত করেন। এরপর প্রদর্শনী শুরুর আগে ৮০ বছর বয়সী এই আমেরিকান অভিনেতার হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে তাকে চমকে দেন কান ফিল্ম ফেস্টিভ্যালের সভাপতি ইরিস নোব্লোক। তখন মঞ্চে ছিলেন উৎসবটির পরিচালক থিয়েরি ফ্রেমো। বিনোদন দুনিয়ায় দীর্ঘ ও সফল ক্যারিয়ারের জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হলো। অনুষ্ঠানে ‘স্টার ওয়ারস’ থেকে শুরু করে ‘ব্লেড রানার ২০৪৯’, ‘উইটনেস’, ‘দ্য ফিউজিটিভ’সহ তার অভিনীত বিভিন্ন সিনেমার অংশবিশেষ দিয়ে সাজানো একটি ভিডিও প্রদর্শন করেছে আয়োজকরা।
গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ২ হাজার ৩০০ আসনে উপস্থিত সবাই দাঁড়িয়ে অভিবাদন জানান হ্যারিসন ফোর্ডকে। স্বর্ণপাম গ্রহণের পর আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, ‘আমাকে খুব নাড়া দিয়েছে এই সম্মান। আমি অনেক গর্বিত। অনেকে বলে, মৃত্যুর সময় ঘনিয়ে এলে মানুষ নিজের চোখের সামনে জীবনকে দেখতে পায়। মাত্রই চোখের সামনে আমার জীবন দেখেছি। এটি আমার জীবনের একটা বড় অংশ, তবে আমার জীবনের পুরোটা নয়। আমার চমৎকার স্ত্রী আমার আবেগ ও স্বপ্নকে সমর্থন দিয়ে জীবনটা সচল রেখেছে। এজন্য আমি কৃতজ্ঞ।’
এরপর দর্শকদের উদ্দেশে হ্যারিসন ফোর্ড বলেন, ‘আপনাদেরও আমি ভালোবাসি। আপনারাই আমার লক্ষ্য এনে দিয়েছেন এবং জীবনকে অর্থবহ করেছেন। সেজন্য আমি কৃতজ্ঞ।’
বিশ্ব সিনেমার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজের মধ্যে অ্যাকশন-অ্যাডভেঞ্চারধর্মী ‘ইন্ডিয়ানা জোন্স’ অন্যতম। এর পঞ্চম ও শেষ পর্ব ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’ দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। তাই প্রদর্শনী শেষে লুমিয়ের থিয়েটারে টানা পাঁচ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানান তারা। তখন আনন্দে থেমে থেমে চোখ ভিজে উঠছিলো হ্যারিসন ফোর্ডের। ইন্ডিয়ানা জোন্স চরিত্রে এটাই যে তার শেষ অভিনয়! সিনেমাটির দুই প্রযোজনা প্রতিষ্ঠান দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির সিইও বব ইগার এবং লুকাসফিল্মের সভাপতি ক্যাথলিন কেনেডি হাজির ছিলেন প্রদর্শনীতে। ২০১৩ সালে প্যারামাউন্ট পিকচার্সের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজটির পরিবেশনা স্বত্ব কিনে নেওয়ার পর এটাই ডিজনির প্রথম ‘ইন্ডিয়ানা জোন্স’ সিনেমা।
উৎসবের চতুর্থ দিন (১৯ মে) দুপুরে হ্যারিসন ফোর্ডের সঙ্গে ফটোকলে অংশ নেন ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’র কলাকুশলীরা। এরপর তারা হাজির হন সংবাদ সম্মেলনে। বেপরোয়া অভিযাত্রী ইন্ডিয়ানা জোন্স চরিত্র থেকে অবসর নেওয়া প্রসঙ্গে রসিকতার সুরে হ্যারিসন ফোর্ড বলেন, ‘এটা কি স্পষ্ট নয়? আমাকে থামতে হবে এবং একটু বিশ্রাম নিতে হবে। আমি তার (ইন্ডিয়ানা জোন্স) ওপর জীবনের গুরুত্ব এবং তার মধ্যে প্রয়োজনীয় নতুনত্ব দেখতে চেয়েছি। এটা ভাষায় প্রকাশ করা যাবে না। বয়ে চলা জীবনের অবশিষ্টাংশ দেখতে পারা অসাধারণ ব্যাপার। আমার প্রতি কান উৎসবের উষ্ণতা এবং এখানকার মানুষের অনুভূতিসহ বরণ করার ঘটনা অকল্পনীয়। এসব আমার খুব ভালো লাগছে। কাজ করতে আমার ভালো লাগে এবং এই চরিত্রটিকে আমি ভালোবাসি। এটি আমার জীবনে যা এনে দিয়েছে সেসব ভালো লেগেছে।’
সমালোচকদের মন জয় করেছে সিনেমাটি। তাদের চোখে, এবারের পর্ব নস্টালজিক। এতে পুরনো দিনের অনুভূতি জাগে। গল্পের প্রয়োজনে পুরনো ফুটেজ ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় তরুণ বয়সে ফিরে যান হ্যারিসন ফোর্ড। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি ফটোশপের জাদু নয়। ৩৫ বছর আগে আমাকে দেখতে এমনই লাগতো। এটি শুধু একটি কসরত। আমি মনে করি, খুব দক্ষতার সঙ্গে কাজটি করা হয়েছে। আমি এটা নিয়ে খুব খুশি।’
নতুন প্রযুক্তির সুবাদে কি তাহলে হ্যারিসন ফোর্ড ভবিষ্যতে ইন্ডিয়ানা জোন্স চরিত্রে আবার হাজির হতে পারেন? সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠলে লুকাসফিল্মের সভাপতি ক্যাথলিন কেনেডি সাফ জানিয়ে দেন, ‘না।’
৮০ বছর বয়সেও হ্যারিসন ফোর্ডকে খুব আবেদনময় হিসেবে খুঁজে পেয়েছেন একজন নারী সাংবাদিক! নতুন সিনেমায় তার শার্ট খুলে ফেলার একটি দৃশ্য বেশ উপভোগ্য লেগেছে তার। তখন ফোর্ড বলেন, ‘এই শরীর নিয়ে আমি ধন্য। লক্ষ্য করার জন্য ধন্যবাদ।’
চার দশকেরও বেশি সময় আগে ১৯৮১ সালে মুক্তি পায় ‘ইন্ডিয়ানা জোন্স’ সিরিজের প্রথম সিনেমা ‘রেইডার্স অব দ্য লস্ট আর্ক’। এটি ছাড়াও বিশ্ব-ভ্রমণকারী প্রত্নতত্ত্ববিদ ইন্ডিয়ানা জোন্স চরিত্রে আরো তিনটি সিনেমায় অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড। এগুলো হলো ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’ (১৯৮৪), ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ (১৯৮৯) এবং ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’ (২০০৮)। বক্স অফিসে এগুলোর সম্মিলিত আয়ের পরিমাণ ২০০ কোটি মার্কিন ডলার।
‘ইন্ডিয়ানা জোন্স’ ফ্র্যাঞ্চাইজ সৃষ্টি করেছেন জর্জ লুকাস। তিনিই আগের চারটি সিনেমার গল্প ও চিত্রনাট্য লেখায় যুক্ত ছিলেন। এবার আর সেই দায়িত্ব পালন করেননি। তবে নির্বাহী প্রযোজক হিসেবে আছেন কিংবদন্তি দুই পরিচালক স্টিভেন স্পিলবার্গ ও জর্জ লুকাস।
‘ইন্ডিয়ানা জোন্স’ সিরিজের আগের চারটি সিনেমা পরিচালনা করেন স্টিভেন স্পিলবার্গ। এবারেরটি বানিয়েছেন জেমস ম্যানগোল্ড। তার ঝুলিতে আছে ‘দ্য উলভারিন’ (২০১৩) এবং ‘ফোর্ড ভার্সেস ফেরারি’র (২০১৯) মতো সিনেমা। কানে অবশ্য ৫৯ বছর বয়সী এই আমেরিকান নির্মাতা নতুন নন। ১৯৯৫ সালে উৎসবটির সমান্তরাল বিভাগ ডিরেক্টরস’ ফোর্টনাইটে ছিলো তার পরিচালিত প্রথম সিনেমা ‘হেভি’। ২৮ বছর পর আবার কানসৈকতে ফিরলেন তিনি।
২ ঘণ্টা ২২ মিনিট দৈর্ঘ্যের ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’র গল্প ১৯৬৯ সালের প্রেক্ষাপটে মহাকাশে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিযোগিতাকে কেন্দ্র করে। ইতিহাসের গতিপথ পরিবর্তন করার ক্ষমতা রাখে এমন একটি নিদর্শন পুনরুদ্ধারের অভিযানে বের হয় ইন্ডিয়ানা জোন্স। তার সঙ্গী ধর্মের মেয়ে হেলেনা শো। তাদের সামনে বাধা মহাকাশ গবেষণা সংস্থা নাসায় কর্মরত একজন সাবেক নাৎসি।
ফ্রান্সে আগামী ২৮ জুন এবং যুক্তরাষ্ট্রে আগামী ৩০ জুন মুক্তি পাবে সিনেমাটি। এতে আরো অভিনয় করেছেন টোবি জোন্স, আন্তোনিও ব্যান্ডেরাস, শোনেট রেনে উইলসন।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা12 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস