Connect with us

কান ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২২: উদ্বোধনী অনুষ্ঠানে কী হলো

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৫তম আসরের উদ্বোধন হলো। দক্ষিণ ফ্রান্সে কান শহরের পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে মঙ্গলবার (১৭ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় এই আয়োজন। এছাড়া ছিলো লালগালিচার চাকচিক্য। ছবিতে দেখে নিন কেমন ছিলো অনুষ্ঠানটি।

গ্রে স্টুডিও

৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন

উদ্বোধনী মঞ্চে মূল প্রতিযোগিতা শাখার ৯ বিচারক, সঞ্চালক ও অতিথি। (বাঁ থেকে) জাসমিন ত্রিঙ্কা, দীপিকা পাড়ুকোন, ইওয়াকিম ত্রিয়ের, লাজ লি, ভার্জিনি এফিরা, জুলিয়ান মুর, ভাসোঁ লাদোঁ, রেবেকা হল, জেফ নিকোলস, নুমি রাপাস ও আসগর ফারহাদি (ছবি: কান উৎসব)

৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন

অনুষ্ঠানে স্যাটেলাইটের মাধ্যমে যুক্ত হয়ে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনের সাবেক এই অভিনেতা বিশ্বজুড়ে সবার সমর্থন পেতে আবেদন জানিয়েছেন। মঞ্চে বড় পর্দায় ভিডিওতে তিনি হাজির হলে সবাই দাঁড়িয়ে সম্মান জানান (ছবি: কান উৎসব)

৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন

আজীবন সম্মাননা হিসেবে সম্মানসূচক স্বর্ণপাম পেয়েছেন আমেরিকান অভিনেতা-প্রযোজক ফরেস্ট হুইটেকার। তাকে এই স্বীকৃতি তুলে দেন কান চলচ্চিত্র উৎসবের বিদায়ী সভাপতি পিয়েরে লেসকিউর (ছবি: কান উৎসব)

৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন

মূল প্রতিযোগিতা শাখার ৯ বিচারক। (বাঁ থেকে) ইওয়াকিম ত্রিয়ের, রেবেকা হল, ভাসোঁ লাদোঁ, জেফ নিকোলস, জাসমিন ত্রিঙ্কা, নুমি রাপাস, দীপিকা পাড়ুকোন, আসগর ফারহাদি ও লাজ লি (ছবি: কান উৎসব)

৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন

২ হাজার ৩০০ আসনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের মঞ্চে মিস্ট্রেস অব সিরিমনি (সঞ্চালক) বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনি এফিরা অনুষ্ঠানে গানও গেয়েছেন। পিয়ানোতে সুর তুলেছেন ফরাসি সংগীতশিল্পী ভাসোঁ দ্যুলেম (ছবি: কান উৎসব)

৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন

সবশেষে মঞ্চে আসেন আমেরিকান অভিনেত্রী জুলিয়ান মুর। স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে তিনি ফরাসি ভাষায় ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। তখন মঞ্চে ছিলেন মিস্ট্রেস অব সিরিমনি (সঞ্চালক) বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনি এফিরা (ছবি: কান উৎসব)

৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে ছিলো লালগালিচার জৌলুস। (বাঁ থেকে) ফরাসি পরিচালক লাজ লি, ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ইরানি পরিচালক আসগর ফারহাদি, যুক্তরাজ্যের অভিনেত্রী রেবেকা হল, ফরাসি অভিনেতা ভাসোঁ লাদোঁ, সুইডেনের অভিনেত্রী নুমি রাপাস, নরওয়ের পরিচালক ইওয়াকিম ত্রিয়ের, ইতালির অভিনেত্রী জাজমিন ত্রিঙ্কা এবং যুক্তরাষ্ট্রের পরিচালক জেফ নিকোলস (ছবি: কান উৎসব)

৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে লালগালিচায় মূল প্রতিযোগিতা শাখার বিচারকরা (ছবি: কান উৎসব)

৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন

৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী সিনেমা ‘ফাইনাল কাট’-এর তারকারা। (বাঁ থেকে) ফরাসি-ব্রিটিশ অভিনেতা ফিনেগান ওল্ডফিল্ড, ফরাসি-আর্জেন্টাইন অভিনেত্রী বেরেনিস বেজো, ফরাসি পরিচালক ও প্রযোজক মিশেল আজানাভিসুস এবং ফরাসি অভিনেতা রোমা দ্যুরিস এবং ইতালিয়ান অভিনেত্রী মাটিল্ডা আনা ইনগ্রিড লুৎজ (ছবি: কান উৎসব)

৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন

লালগালিচায় হাস্যোজ্জ্বল ৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী সিনেমা ‘ফাইনাল কাট’ তারকা ফরাসি-আর্জেন্টাইন অভিনেত্রী বেরেনিস বেজো (ছবি: কান উৎসব)

৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন

লালগালিচায় আলো ছড়িয়েছেন আমেরিকান অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া (ছবি: কান উৎসব)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ