কান ফিল্ম ফেস্টিভ্যাল
কান ২০২৩: অফিসিয়াল সিলেকশনে জায়গা পেলো যেসব সিনেমা
কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৬তম আসরের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ৫২টি সিনেমা। উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় রয়েছে ১৯টি সিনেমা। এছাড়া আঁ সাঁর্তা রিগা শাখায় ১৭টি, প্রতিযোগিতার বাইরে ৫টি, মিডনাইট সেশনসে ৩টি, কান প্রিমিয়ারে ৪টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে ৪টি সিনেমা।
গতকাল (১৩ এপ্রিল) সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) ফ্রান্সের রাজধানী প্যারিসে সংবাদ সম্মেলনে অফিসিয়াল সিলেকশন নিয়ে কথা বলেছেন কান ফিল্ম ফেস্টিভ্যালের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো। তার পাশে ছিলেন উৎসবটির নতুন সভাপতি ইরিস নোব্লোক। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবের সর্বোচ্চ পদে এবারই প্রথম কোনো নারীকে দেখা গেলো। গত বছরের ১ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন।
কানের অফিসিয়াল টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেলে সরাসরি দেখানো হয়েছে সংবাদ সম্মেলন।
আগামী ১৬ মে শুরু হবে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৬তম আসর। উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছে ফ্রান্সের মাই ওয়েন পরিচালিত ও জনি ডেপ অভিনীত ‘জান দ্যু ব্যারি’। দক্ষিণ ফরাসি উপকূলীয় শহরে এবারের উৎসব চলবে ২৭ মে পর্যন্ত।
তবে অফিসিয়াল সিলেকশনে আরো কয়েকটি সিনেমা যুক্ত হবে। মূল প্রতিযোগিতা শাখায় বিচারকদের প্রধান থাকছেন সুইডিশ নির্মাতা রুবেন অস্টলান্ড। গত বছর তার পরিচালিত ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ স্বর্ণপাম জিতেছে।
মূল প্রতিযোগিতা
* ক্লাব জিরো
পরিচালনা: জেসিকা হাউজনার (অস্ট্রিয়া)
* দ্য জোন অব ইন্টারেস্ট
পরিচালনা: জনাথন গ্লেজার (যুক্তরাজ্য)
* ফলেন লিভস
পরিচালনা: আকি কাউরিসমাকি (ফিনল্যান্ড)
* ফোর ডটারস
পরিচালনা: কাউতার বেন হানিয়া (তিউনিসিয়া)
* অ্যাস্টেরয়েড সিটি
পরিচালনা: ওয়েস অ্যান্ডারসন (যুক্তরাষ্ট্র)
* অ্যানাটমি অব অ্যা ফল
পরিচালনা: জাস্টিন ত্রিয়েত (ফ্রান্স)
* মনস্টার
পরিচালনা: কোরি-এদা হিরোকাজু (জাপান)
* অ্যা ব্রাইটার টুমরো
পরিচালনা: নান্নি মোরেত্তি (ইতালি)
* লাস্ট সামার
পরিচালনা: ক্যাথেরিন ব্রেইয়াত (ফ্রান্স)
* অ্যাবাউট ড্রাই গ্রাসেস
পরিচালনা: নুরি বিলগে জেলান (তুরস্ক)
* লা কিমেরা
পরিচালনা: আলিস রোরওয়াকার (ইতালি)
* দ্য পত-অঁ-ফু
পরিচালনা: ট্র্যান আন হাং (ভিয়েতনাম/ফ্রান্স)
* কিডন্যাপড
পরিচালনা: মার্কো বেলোকিও (ইতালি)
* মে ডিসেম্বর
পরিচালনা: টড হেইন্স (যুক্তরাষ্ট্র)
* ইয়ুথ (স্প্রিং) প্রামাণ্যচিত্র
পরিচালনা: ওয়াং বিং (চীন)
* দ্য ওল্ড ওক
পরিচালনা: কেন লোচ (যুক্তরাজ্য)
* ব্যানেল অ্যান্ড অ্যাদামা
পরিচালনা: রামাতা তুলাই সি (প্রথম সিনেমা, সেনেগাল/ফ্রান্স)
* পারফেক্ট ডেজ
পরিচালনা: ভিম ভেন্ডার্স (জার্মানি)
* ফায়ারব্র্যান্ড
পরিচালনা: কারি আইনুজ
আঁ সাঁর্তা রিগা
* দ্য অ্যানিমেল কিংডম (উদ্বোধনী সিনেমা)
পরিচালনা: তমা কাইয়ে (ফ্রান্স)
* দ্য ডেলিনকোয়েন্টস
পরিচালনা: রদ্রিগো মোরেনো (আর্জেন্টিনা)
* হাউ টু হ্যাভ সেক্স
পরিচালনা: মলি ম্যানিং ওয়াকার (প্রথম সিনেমা, যুক্তরাজ্য)
* গুডবাই জুলিয়া
পরিচালনা: মোহাম্মদ কোর্দোফানি (প্রথম সিনেমা, সুদান)
* দ্য মাদার অব অল লাইস
পরিচালনা: আসমা এল মুদির (মরক্কো)
* সিম্পল অ্যাজ সিলভান
পরিচালনা: মনিয়া শোকরি (কানাডা)
* দ্য বুরিটি ফ্লাওয়ার
পরিচালনা: জোয়াও সালাভিৎসা (পর্তুগাল), রেনে নাদের মেসোরা (ব্রাজিল)
* দ্য সেটেলার্স
পরিচালনা: ফেলিপে গালভেজ (প্রথম সিনেমা, চিলি)
* অমেন
পরিচালনা: বালোজি শিয়ানি (প্রথম সিনেমা, বেলজিয়াম)
* দ্য ব্রেকিং আইস
পরিচালনা: অ্যান্টনি চেন (সিঙ্গাপুর)
* রোজালি
পরিচালনা: স্টেফানি ডি জুস্তো (ফ্রান্স)
* দ্য নিউ বয়
পরিচালনা: ওয়ারউইক থর্নটন (অস্ট্রেলিয়া)
* ইফ অনলি আই কুড হাইবারনেট
পরিচালনা: জলজারাল পুরেভড্যাশ (প্রথম সিনেমা, মঙ্গোলিয়া)
* হোপলেস
পরিচালনা: কিম চ্যাং-হুন (প্রথম সিনেমা, দক্ষিণ কোরিয়া)
* টেরেস্ট্রিয়াল ভার্সেস
পরিচালনা: আলি আসগরি, আলি রেজা খাতামি (ইরান)
* নাথিং টু লুজ
পরিচালনা: দেলফিন দ্যুলোগেত (প্রথম সিনেমা, ফ্রান্স)
* হাউন্ডস
পরিচালনা: কামাল লাজরাক (প্রথম সিনেমা, মরক্কো)
প্রতিযোগিতার বাইরে
* জান দ্যু ব্যারি (উদ্বোধনী সিনেমা)
পরিচালনা: মাই ওয়েন (ফ্রান্স)
* কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন
পরিচালনা: মার্টিন স্করসেসি (যুক্তরাষ্ট্র)
* ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি
পরিচালনা: জেমস ম্যানগোল্ড (যুক্তরাষ্ট্র)
* কবওয়েব
পরিচালনা: কিম জি-উন (দক্ষিণ কোরিয়া)
* দ্য আইডল (টিভি সিরিজ, এইচবিও)
পরিচালনা: স্যাম লেভিনসন (যুক্তরাষ্ট্র)
মিডনাইট সেশনস
* কেনেডি
পরিচালনা: অনুরাগ কাশ্যাপ (ভারত)
* ওমর দ্য স্ট্রবেরি
পরিচালনা: এলায়েস বেলকেদার (ফ্রান্স)
* এসিড
পরিচালনা: জাস্ট ফিলিপো (ফ্রান্স)
কান প্রিমিয়ার
* কুবি
পরিচালনা: তাকেশি কিতানো (জাপান)
* দ্য টাইম টু লাভ
পরিচালনা: কাতেল কিলিভেরে (ফ্রান্স)
* বোনার, পিয়ের অ্যান্ড মার্থ
পরিচালনা: মার্তা প্রোভো (ফ্রান্স)
* ক্লোজ ইউর আইস
পরিচালনা: ভিক্টর এরিসে (স্পেন)
স্পেশাল সেশনস
* ম্যান ইন ব্ল্যাক (প্রামাণ্যচিত্র)
পরিচালনা: ওয়াং বিং (চীন)
* অকিউপাইড সিটি (প্রামাণ্যচিত্র)
পরিচালনা: স্টিভ ম্যাককুইন (যুক্তরাজ্য)
* দ্য সাউন্ড অব টাইম, আনজেল্ম কিফার (প্রামাণ্যচিত্র)
পরিচালনা: ভিন ভেন্ডার্স (জার্মানি)
* গোস্ট পোর্ট্রেটস
পরিচালনা: ক্লেবার মেনডোনসা ফিলো (ব্রাজিল)
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস