Connect with us

কান ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২৩: আঁ সাঁর্তা রিগার পুরস্কার ঘোষণা, বিজয়ী পরিচালক তখনো বিমানবন্দরে!

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

আঁ সাঁর্তা রিগা শাখার বিচারকদের সঙ্গে বিজয়ীরা (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৬তম আসরে আঁ সেঁর্তা রিগা শাখার সর্বোচ্চ পুরস্কার জিতলো মলি ম্যানিং ওয়াকার পরিচালিত ‘হাউ টু হ্যাভ সেক্স’। এটি এই ব্রিটিশ নারীর প্রথম সিনেমা।

গতকাল (২৬ মে) কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের বুনুয়েল থিয়েটারে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হয় আঁ সেঁর্তা রিগা শাখার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। কিন্তু বিজয়ী ঘোষণার সময় ফ্লাইট বিলম্বের কারণে মলি ম্যানিং ওয়াকার মিলনায়তনে ছিলেন না। পাঁচ মিনিট পর অবশ্য তিনি ছুটে এসেছেন। বিমানবন্দর থেকে সরাসরি ভেন্যুতে এসে নিয়ন-সবুজ রঙের টি-শার্ট ও অ্যাডিডাস শর্টস পরেই মঞ্চে ওঠেন এই পরিচালক।

আমেরিকান অভিনেতা জন সি. রাইলি এবারের আঁ সাঁর্তা রিগা শাখার বিচারকদের সভাপতি হিসেবে কাজ করেছেন। মলি ম্যানিং ওয়াকারের জন্য অপেক্ষার সময় দর্শকদের আনন্দ দিতে দুটি আমেরিকান গান গেয়ে শুনিয়েছেন।

গ্রিসের ক্রিট দ্বীপে ছুটি কাটাতে যাওয়া ব্রিটিশ তিন কিশোরীকে কেন্দ্র করে ‘হাউ টু হ্যাভ সেক্স’ সিনেমার গল্প। ঘুরে বেড়ানোর সময় যৌনতার ব্যাপারে অনেক কিছু শেখে তারা।

মরক্কোর দুই নির্মাতার হাতে উঠেছে একটি করে পুরস্কার। তাদের মধ্যে কামাল লাজরাকের প্রথম সিনেমা ‘হাউন্ডস’ জিতেছে জুরি প্রাইজ। এর গল্পে দেখা যায়, ক্যাসাব্লাঙ্কার সড়কে একজন বাবা ও তার ছেলে একটি অপহরণমূলক ঘটনা মোকাবিলা করছে।

মরোক্কান নারী সাংবাদিক আসমা এল মুদির সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন। ‘দ্য মাদার অব অল লাইস’ প্রামাণ্যচিত্রটি তাকে এনে দিয়েছে এই সম্মান। এর মাধ্যমে ১৯৮১ সালে মরক্কোর ক্যাসাব্ল্যাঙ্কায় শুরু হওয়া ক্ষুধা বিদ্রোহের আয়নায় নিজের দেশের জাতীয় ও পারিবারিক ইতিহাস দেখিয়েছেন তিনি।

সুদানের মোহাম্মদ কোর্দোফানির প্রথম সিনেমা ‘গুডবাই জুলিয়া’ পেয়েছে বিশেষভাবে প্রদান করা ফ্রিডম প্রাইজ। কানের অফিসিয়াল সিলেকশনে এটাই সুদানের প্রথম অন্তর্ভুক্তি। ভিন্ন দুটি শ্রেণির দুই নারীর মাধ্যমে দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতাকে তুলে ধরা হয়েছে এতে।

বেলজিয়ান-কঙ্গোর র‌্যাপার-ফিল্মমেকার বালোজি পরিচালিত প্রথম সিনেমা ‘অমেন’কে দেওয়া হয়েছে নিউ ভয়েস অ্যাওয়ার্ড। সমকালীন আফ্রিকায় জাদুকরী বিচার ব্যবস্থা নিয়ে নিরীক্ষা করেছেন তিনি। বিচারকদের দৃষ্টিতে– সিনেমা, ইমেজ ও গল্প বলার নতুন পথ দেখিয়ে আমাদের চোখ খুলে দিয়েছেন বালোজি।

পর্তুগালের জোয়াও সালাভিৎসা ও ব্রাজিলের রেনে নাদের মেসোরা পরিচালিত ‘দ্য বুরিটি ফ্লাওয়ার’ সিনেমাটি সেরা অভিনয়শিল্পী ও কলাকুশলীর সম্মিলন স্বীকৃতি পেয়েছে। ব্রাজিলের বিপন্ন আদিবাসী ক্রাহো গোষ্ঠীর সত্যি ঘটনা তুলে ধরা হয়েছে এতে।

জন সি. রাইলির নেতৃত্বে আঁ সাঁর্তা রিগা শাখায় বিচারক ছিলেন ফরাসি পরিচালক-চিত্রনাট্যকার অ্যালিস উইনোকোর, জার্মান অভিনেত্রী পলা বিয়ার, ফরাসি-কম্বোডিয়ান পরিচালক-প্রযোজক ডেভি শু এবং বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যুকেন।

আঁ সাঁর্তা রিগা শাখার উদ্বোধনী সিনেমা ছিলো ফ্রান্সের তমা কাইয়ে পরিচালিত ‘দ্য অ্যানিমেল কিংডম’। সমাপনী সিনেমা হিসেবে প্রতিযোগিতার বাইরে দেখানো হয় ফ্রান্সের অ্যালেক্স লুৎজ পরিচালিত ‘অ্যা নাইট’।

আগামী ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসের আরল্যুকাঁ থিয়েটারে আঁ সেঁর্তা রিগা শাখায় নির্বাচিত সিনেমাগুলোর প্রদর্শনী হবে।

কান উৎসবের মূল প্রতিযোগিতার পরেই সবচেয়ে সম্মাজনক শাখা আঁ সাঁর্তা রিগা। এবারের আসরে এতে জায়গা পায় ২০টি সিনেমা। এরমধ্যে নবাগত পরিচালকদের কাজ ৮টি। এগুলো ক্যামেরা দ’র পুরস্কারের জন্য বিবেচিত হচ্ছে। এর পাশাপাশি অফিসিয়াল সিলেকশন ও প্যারালাল শাখায় (ডিরেক্টরস’ ফোর্টনাইট ও ইন্টারন্যাশনাল ক্রিটিকস’ উইক) নির্বাচিত সিনেমার মধ্যে সেরা নবাগত পরিচালক নির্বাচন করবেন ফরাসি অভিনেত্রী আনাইস দ্যুমোস্তিয়ের। তার নেতৃত্বে বিচারক হিসেবে আছেন ফরাসি অভিনেতা রাফায়েল পেরসোনাজ, পরিচালক মিকাল বুঁহ, ফ্রান্সের সিনেমাটোগ্রাফিক ফটোগ্রাফি পরিচালক সমিতির ফটোগ্রাফি পরিচালক নাতালি দ্যুরোঁ, ফরাসি ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান তিত্রাফিল্মের সিইও সোফি ফিলে এবং ফরাসি সাংবাদিক নিকোলা মারকাদে। আজ (২৭ মে) সমাপনী দিনে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

এবারের আঁ সাঁর্তা রিগা শাখার বিজয়ী তালিকা
সেরা সিনেমা (আঁ সাঁর্তা রিগা অ্যাওয়ার্ড)
হাউ টু হ্যাভ সেক্স
পরিচালনা: মলি ম্যানিং ওয়াকার (প্রথম সিনেমা, যুক্তরাজ্য)

জুরি প্রাইজ
হাউন্ডস
পরিচালনা: কামাল লাজরাক (প্রথম সিনেমা, মরক্কো)

সেরা অভিনয়শিল্পী ও কলাকুশলীর সম্মিলন
দ্য বুরিটি ফ্লাওয়ার
পরিচালনা: জোয়াও সালাভিৎসা (পর্তুগাল), রেনে নাদের মেসোরা (ব্রাজিল)

সেরা পরিচালক
আসমা এল মুদির
প্রামাণ্যচিত্র: দ্য মাদার অব অল লাইস (মরক্কো)

ফ্রিডম প্রাইজ
গুডবাই জুলিয়া
পরিচালনা: মোহাম্মদ করদোফানি (প্রথম সিনেমা, সুদান)

নিউ ভয়েস অ্যাওয়ার্ড
অমেন
পরিচালনা: বালোজি (প্রথম সিনেমা, বেলজিয়াম-কঙ্গো)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ