Connect with us

কান ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২৩: উদ্বোধনী আয়োজনে সৌদি আরবের টাকায় বানানো জনি ডেপের সিনেমা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

মাইওয়েন, জনি ডেপ ও পিয়ের রিশার (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৬তম আসরের পর্দা উঠলো। উদ্বোধনী সিনেমা হিসেবে প্রতিযোগিতার বাইরে দেখানো হয়েছে ফ্রান্সের মাইওয়েন পরিচালিত ‘জান দ্যু ব্যারি’। ফরাসি ভাষায় নির্মিত এই সিনেমা গতকালই ফ্রান্সের সিনেমা হলে মুক্তি পেয়েছে। এর মাধ্যমে তিন বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করলেন হলিউড সুপারস্টার জনি ডেপ। সর্বশেষ ২০২০ সালে ‘মিনামাটা’ সিনেমায় দেখা গেছে তাকে।

সাগরপাড়ের শহর কানে ফুরফুরে মেজাজে দেখা গেছে জনি ডেপকে। লালগালিচায় পা রাখার আগে সড়ক বিভাজকে অপেক্ষমাণ ভক্তদের সানন্দে অটোগ্রাফ দিয়েছেন, ছবি তুলেছেন। ভক্তদের কারও হাতে রাখা কাগজে লেখা ছিলো, ‘অভিনন্দন, জনি।’ কেউবা কাগজে হৃদয় আকৃতি এঁকে লিখে এনেছিলেন, ‘আমরা দুঃখিত।’

জনি ডেপ (ছবি: টুইটার)

প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানি মামলায় লড়াইয়ের পর এবারই প্রথম কোনো সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে এলেন ৫৯ বছর বয়সী এই তারকা। এতে রাজা পঞ্চদশ লুই চরিত্রে অভিনয় করেছেন তিনি। রাজার প্রেমিকা জান ভোবেরনিয়ারের জীবন ও উত্থান-পতন দেখা গেছে ‘জান দ্যু ব্যারি’তে। দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে রাজা পঞ্চদশ লুইয়ের বৃত্তে পৌঁছে যায় মেয়েটি। প্রথম দেখায় একে অপরের প্রেমে পড়েন তারা। জানের ভালোবাসা পেয়ে জীবনকে নতুনভাবে আবিষ্কার করেন রাজা। তাই মেয়েটিকে ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেন না তিনি। কিন্তু রাজসভায় কেউই মেয়েটিকে চায় না।

জনি ডেপ (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

৩৫ মিলিমিটার ফিল্মে ধারণকৃত ‘জান দ্যু ব্যারি’র বেশিরভাগ শুটিং হয়েছে প্যালেস অব ভার্সাইয়ে। সোমবারে এটি সাপ্তাহিক বন্ধ, সপ্তাহের সেদিনই কাজ করেছেন জনি ডেপ-মাইওয়েন জুটি। সিনেমাটির বাজেট ২৪০ কোটি ৬০ লাখ টাকা। এরমধ্যে বড় অঙ্ক ফান্ড হিসেবে দিয়েছে সৌদি আরবের রেড সি ফিল্ম ফাউন্ডেশন।

জনি ডেপ (ছবি: টুইটার)

জনি ডেপের সিনেমাকে উদ্বোধনী আয়োজনের জন্য বেছে নেওয়ায় বিতর্কিত হচ্ছে কান কর্তৃপক্ষ। যদিও কান ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক থিয়েরি ফ্রেমো মন্তব্য করেন, অভিনয় থেকে তো আর নিষিদ্ধ হননি জনি। ফলে তার সিনেমা অফিসিয়াল সিলেকশনে না রাখার কোনো কারণ নেই।

মাইওয়েন ও জনি ডেপ (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

জনি ডেপের নতুন সিনেমার পরিচালক মাইওয়েনের বিরুদ্ধে সম্প্রতি মামলা হয়। প্যারিসের একটি রেস্তোরাঁয় একজন সাংবাদিকের মাথা ঝাঁকিয়ে ও তার মুখে থুথু ছিটানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ‘জান দ্যু ব্যারি’ তার পরিচালিত ষষ্ঠ সিনেমা। এতে নাম ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি। ৪৬ বছর বয়সী এই তারকা একাধারে পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেত্রী ও প্রযোজক। ২০১১ সালে প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ‘পোলিস’-এর মাধ্যমে কানের অফিসিয়াল সিলেকশনে প্রথমবার জায়গা পান তিনি। এটি জুরি প্রাইজ জেতে। ২০১৫ সালে অফিসিয়াল সিলেকশনে স্থান করে নেয় তার পরিচালিত ‘মাই কিং’।

জনি ডেপ (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

উদ্বোধনী অনুষ্ঠানের পর ছাড়াও গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে গতকাল রাত ১১টা ৩০ মিনিটে আবার দেখানো হয় ‘জান দ্যু ব্যারি’। এর আগে রাত ৯টা ৩০ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের বাজিন থিয়েটারে সিনেমাটি প্রদর্শিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান
গতকাল (১৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অনুষ্ঠানের মাস্টার অব সিরিমনি (সঞ্চালক) ছিলেন অভিনেত্রী কিয়ারা মাস্ত্রোইয়ান্নি। তিনি একে একে স্বাগত জানান মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের। তারা হলেন জুরি প্রেসিডেন্ট রুবেন অস্টলান্ড, মরিয়ম টুজানি, দঁনি মিনোশেঁ, রুঙ্গানো নিয়োনি, ব্রি লারসন, পল ড্যানো, আতিক রহিমি, দামিয়ান সিফ্রন ও জুলিয়া দুকুরনো।

মাইকেল ডগলাস (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

এরপর সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হয় সম্মানিত অতিথি আমেরিকান অভিনেতা মাইকেল ডগলাসকে। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে শত শত ফিল্ম ফেস্টিভ্যাল, কিন্তু কান একটাই। এটি ৭৬ বছরের পুরনো। আমি এই উৎসবের চেয়েও বুড়ো!’

(বাঁ থেকে) মাইকেল ডগলাস, ক্যাথেরিন দ্যুনোভ ও উমা থারম্যান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

মাইকেল ডগলাসের হাতে পুরস্কার তুলে দেন আমেরিকান অভিনেত্রী উমা থারম্যান। তখন মঞ্চে ছিলেন ফরাসি অভিনেত্রী ক্যাথেরিন দ্যুনোভ। অনুষ্ঠানে তাকে স্বাগত জানান তার মেয়ে কিয়ারা। এবারের কান উৎসবের অফিসিয়াল পোস্টারকন্যা ইউক্রেনের প্রতি সম্মান জানান। কবি লেসিয়া ওক্রাইঙ্কার লেখা পঙক্তি উচ্চারণ করেন তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে এবারের আসর ঘোষণা করেন।

(বাঁ থেকে) মাইকেল ডগলাস ও ক্যাথেরিন দ্যুনোভ (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

বিশ্বের বিভিন্ন দেশের সংবাদকর্মীদের সুবিধার্থে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারের পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়। ফ্রান্স টু টেলিভিশন চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্রুট সরাসরি সম্প্রচার করেছে এই আয়োজন।

‘ম্যাড লাভ’ (১৯৬৯) সিনেমার দৃশ্য (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

কান ক্ল্যাসিকস
কানের ধ্রুপদি সিনেমার শাখা কান ক্ল্যাসিকসে দেখানো হয়েছে প্রয়াত ফরাসি ফিল্মমেকার জ্যাক রিভেতের ‘ম্যাড লাভ’ (১৯৬৯)। পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে দুপুর ২টায় শুরু হয় এর প্রদর্শনী। সিনেমাটির দৈর্ঘ্য চার ঘণ্টারও বেশি। ৫৪ বছর আগে সিনেমা হলে মুক্তি পায় এটি। এর গল্প ফিল্মমেকার সেবাস্তিয়ান ও অভিনেত্রী ক্লেয়ারের দাম্পত্য জীবনের টানাপোড়েনকে কেন্দ্র করে।

সিনেমা দ্যু লা প্লাজ
কালজয়ী সিনেমার পুনরুদ্ধার করা প্রিন্ট এবং সাম্প্রতিক সময়ে চিরবিদায় নেওয়া মাস্টার ফিল্মমেকারদের প্রতি সম্মান প্রদর্শন করা হয় কানের সিনেমা দ্যু লা প্লাজে (বিচ সিনেমা)। সাগরপাড়ে সিনেমা দেখানোর এই আয়োজনে গতকাল ছিলো ১৯৯৫ সালে কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জয়ী এমির কুস্টুরিকার ‘আন্ডারগ্রাউন্ড’। এর ব্যাপ্তি ২ ঘণ্টা ৪৭ মিনিট। ম্যাসি সৈকতে রাত ৯টা ৩০ মিনিটে অনেক দর্শক বিনামূল্যে এটি উপভোগ করেছেন।

ফটোকল ও সংবাদ সম্মেলন
উদ্বোধনী দিন সকালে সংবাদ সম্মেলন করেন কান ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক থিয়েরি ফ্রেমো। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলনে হাজির হন মূল প্রতিযোগিতা শাখার ৯ বিচারক। এর আগে ফটোকলে অংশ নেন তারা। এছাড়া ফটোকলে এসেছিলেন মাইকেল ডগলাস।

কান ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২৪: কোন বিভাগে পুরস্কার পেলো কোন সিনেমা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরের বিজয়ী ও বিচারকরা (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরের সমাপনী হলো। দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভ্যালে গত ১৪ মে এর পর্দা ওঠে। গতকাল (২৫ মে) পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ১২ দিনের এই আয়োজন সমাপ্ত হলো। একনজরে এবারের পুরো বিজয়ী তালিকা দেখে নিন।

মূল প্রতিযোগিতা
স্বর্ণপাম: আনোরা (শন বেকার, যুক্তরাষ্ট্র)
গ্রাঁ প্রিঁ: অল উই ইমাজিন অ্যাজ লাইট (পায়েল কাপাডিয়া, ভারত)
জুরি প্রাইজ: এমিলিয়া পেরেস (জ্যাক অদিয়াঁর, ফ্রান্স)
স্পেশাল জুরি প্রাইজ: দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ, ইরান)
সেরা অভিনেতা: জেসি প্লেমন্স (কাইন্ডস অব কাইন্ডনেস, যুক্তরাষ্ট্র)
সেরা অভিনেত্রী: সেলেনা গোমেজ, জোয়ি স্যালডানা, আদ্রিয়ানা পাজ, কার্লা সোফিয়া গাসকোন (এমিলিয়া পেরেস)
সেরা পরিচালক: মিগেল গোমেজ (গ্র্যান্ড ট্যুর, পর্তুগাল)
সেরা চিত্রনাট্যকার: কোরালি ফারগাঁ (দ্য সাবস্ট্যান্স, ফ্রান্স)

কারিগরি পুরস্কার
সিএসটি আর্টিস্ট-টেকনিশিয়ান অ্যাওয়ার্ড (শব্দ): দারিয়া দা’ন্তোনিও (চিত্রগ্রহণ, পার্থেনোপে; ইতালি)
সিএসটি ইয়াং ফিল্ম টেকনিশিয়ান অ্যাওয়ার্ড (শিল্প নির্দেশনা): এভেনিয়া আলেকজান্দ্রোভা (দ্য ব্যালকোনেটস, গ্রিস)

আঁ সাঁর্তে রিগা
সেরা চলচ্চিত্র: ব্ল্যাক ডগ (গুয়ান হু, চীন)
জুরি প্রাইজ: দ্য স্টোরি অব সুলেমান (বরিস লোজকাইন, ফ্রান্স)
সেরা অভিনেতা: আবু সনগারে (দ্য স্টোরি অব সুলেমান, ফ্রান্স)
সেরা অভিনেত্রী: অনসূয়া সেনগুপ্ত (দ্য শেমলেস)
সেরা পরিচালক: রবার্তো মিনারভিনি (ছবি: দ্য ড্যামড, ইতালি), রুঙ্গানো নিয়োনি (ছবি: অন বিকামিং অ্যা গিনি ফাউল, জাম্বিয়া/ওয়েলশ)
ইয়ুথ অ্যাওয়ার্ড: হলি কাউ (লুইস কুরভয়জিয়ের, ফ্রান্স; প্রথম চলচ্চিত্র)
স্পেশাল মেনশন: নোরা (তৌফিক আল জায়দি, সৌদি আরব; প্রথম চলচ্চিত্র)

সম্মানসূচক স্বর্ণপাম
সম্মানসূচক স্বর্ণপাম: মেরিল স্ট্রিপ, স্টুডিও জিবলি, জর্জ লুকাস

গোল্ডেন ক্যামেরা
ক্যামেরা দ’র: হল্ফদান উলমন তন্দেল (আরমান্ড, নরওয়ে; আঁ সাঁর্তে রিগা)
স্পেশাল মেনশন: মংগ্রেল (চাং ওয়ে লিয়েং, ইউ চাও ইন, তাইওয়ান)

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
স্বর্ণপাম: দ্য ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট (নেবোজা স্লিজেপসেভিক, ক্রোয়েশিয়া)
স্পেশাল মেনশন: ব্যাড ফর অ্যা মোমেন্ট (দানিয়েল সোয়ারিস, পর্তুগাল)

লা সিনেফ
প্রথম পুরস্কার: সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো (চিদানন্দ এস নায়েক, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া-এফটিআইআই; ভারত)
দ্বিতীয় পুরস্কার: আউট দ্য উইন্ডো থ্রো দ্য ওয়াল (আচিয়া সেগালোভিচ, কলাম্বিয়া ইউনিভার্সিটি; যুক্তরাষ্ট্র), দ্য কেওস শি লেফট বিহাইন্ড (নিকোস কোলিয়োকোস, অ্যারিস্টোটল ইউনিভার্সিটি অব থেসালোনিকি; গ্রিস)
তৃতীয় পুরস্কার: বানিহুড (মানসী মহেশ্বরী, ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্কুল-এনএফটিএস; যুক্তরাজ্য)

সেরা ইমারসিভ পুরস্কার
কালার্ড (তানিয়া দ্যু মনতেইন, স্টেফানে ফোনকিনোস, পিয়েরে-আঁলা জিরু; ফ্রান্স)

মুক্ত পুরস্কার
ফিপরেসি
মূল প্রতিযোগিতা: দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ, ইরান)
আঁ সাঁর্তে রিগা: দ্য স্টোরি অব সুলেমান (বরিস লোজকাইন, ফ্রান্স)
প্যারালাল শাখা (ডিরেক্টরস’ ফোর্টনাইট): ডেজার্ট অব নামিবিয়া (ইয়োকো ইয়ামানাকা, জাপান)

ইকুমেনিকাল প্রাইজ
জুরি প্রাইজ: দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ, ইরান)

ক্রিটিকস’ উইক
গ্র্যান্ড প্রাইজ: সায়মন অব দ্য মাউন্টেন (ফেদেরিকো লুইস, আর্জেন্টিনা)
ফ্রেঞ্চ টাচ জুরি প্রাইজ: ব্লু সান প্যালেস (কনস্ট্যান্স সাং, যুক্তরাষ্ট্র)
রাইজিং স্টার অ্যাওয়ার্ড (লুই রোদ্যুরের ফাউন্ডেশন): রিকার্দো তেওদোরো (ছবি: বেবি, ব্রাজিল)
লাইৎজ সিনে ডিসকোভারি প্রাইজ (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): মন্টসুরিস পার্ক (গিল সেলা, ফ্রান্স)
গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ফর ডিস্ট্রিবিউশন: জুলি কিপস কোয়ায়েট (লিওনার্দো ফন ডেইল, বেলজিয়াম)
এসএসিডি অ্যাওয়ার্ড: লিওনার্দো ফন ডেইল ও রুথ বেকার্ট (ছবি: জুলি কিপস কোয়ায়েট, বেলজিয়াম)
ক্যানাল প্লাস অ্যাওয়ার্ড (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): অ্যাবসেন্ট (জেম দেমিরার, তুরস্ক)

ডিরেক্টরস’ ফোর্টনাইট
সেরা ইউরোপিয়ান সিনেমা (ইউরোপা সিনেমাস লেবেল অ্যাওয়ার্ড): দ্য আদার ওয়ে অ্যারাউন্ড (হোনাস ত্রুয়েবা)
সেরা ফরাসি ভাষার সিনেমা (এসএসিডি অ্যাওয়ার্ড): দিস লাইফ অব মাইন (সোফি ফিলিয়ের, ফ্রান্স)
অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড: ইউনিভার্সেল ল্যাঙ্গুয়েজ (ম্যাথু র‍্যানকিন, কানাডা)
ক্যারোস দ’র: আন্ড্রেয়া আর্নল্ড

লই দ’র (সেরা প্রামাণ্যচিত্র)
গোল্ডেন আই: আরনেস্ট কোল: লস্ট অ্যান্ড ফাউন্ড (রাউল পেক), দ্য ব্রিঙ্ক অব ড্রিমস (নাদা রিয়াদ, আইমান এল আমির)

আর্টহাউস সিনেমাস প্রাইজ
এএফসিএই আর্টহাউস সিনেমা অ্যাওয়ার্ড: দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ, ইরান)
স্পেশাল মেনশন: অল উই ইমাজিন অ্যাজ লাইট (পায়েল কাপাডিয়া, ভারত)

পাম ডগ (সেরা কুকুর অভিনয়শিল্পী)
পাম ডগ অ্যাওয়ার্ড: কোডি (ডগ অন ট্রায়াল)
গ্র্যান্ড জুরি প্রাইজ: জিন (ব্ল্যাক ডগ)
মাট মোমেন্ট: বার্ড, কাইন্ডস অব কাইন্ডনেস, মেগালোপলিস

কুইয়ার পাম (সমকামী সিনেমা)
সেরা সিনেমা: থ্রি কিলোমিটারস টু দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড
সেরা শর্টফিল্ম: সাউদার্ন ব্রাইডস (এলেনা লোপেজ রিয়েরা)

ট্রফি শপার্ড
শপার্ড ট্রফি: মাইক ফেইস্ট, সোফি ওয়াইল্ড

পড়া চালিয়ে যান

কান ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২৪: ভারতের পায়েল জিতলেন গ্রাঁ প্রিঁ

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

গ্রাঁ প্রিঁ পুরস্কার হাতে পায়েল কাপাডিয়া ও তার সিনেমার তিন অভিনেত্রী (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ইতিহাস গড়লো। কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতেছে এই সিনেমা। গতকাল (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

পায়েল কাপাডিয়ার হাতে পুরস্কার তুলে দেন আমেরিকান অভিনেত্রী ভায়োলা ডেভিস। মঞ্চে তখন ছিলেন কম্পিটিশন শাখার ৯ বিচারক এবং সঞ্চালক ফরাসি কমেডিয়ান ক্যামিল কোঁতা।

গত ২৩ মে কান উৎসবে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এর মাধ্যমে দীর্ঘ ৩০ বছর পর কানের কম্পিটিশন শাখায় দেখা গেলো ভারতীয় সিনেমা। সর্বশেষ ১৯৯৪ সালে ভারতীয় চলচ্চিত্র হিসেবে শাজি এন করুণের ‘সোয়াহাম’ কানের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নেয়।

‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর গল্প কেরালার দুই নার্স প্রভা ও অণুকে কেন্দ্র করে। মুম্বাইয়ের একটি হাসপাতালে চাকরি করে তারা। দুই জন থাকে একই ঘরে। সাগরপাড়ের শহরে একসঙ্গে বেড়াতে যাওয়ার পর তাদের জীবনে পরিবর্তন আসতে শুরু করে। সিনেমাটিতে অভিনয় করেছেন কানি কুসরুতি, দিব্যা প্রভা ও ছায়া কদম।

২০১৭ সালে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এফটিটিআই) শিক্ষার্থী হিসেবে পায়েল কাপাডিয়ার শর্টফিল্ম ‘আফটারনুন ক্লাউডস’ কান উৎসবের শিক্ষার্থী নির্মাতাদের শাখা সিনেফঁদাসোতে নির্বাচিত হয়। এরপর ২০২১ সালে কানের প্যারালাল শাখা ডিরেক্টর’স ফোর্টনাইটে নির্বাচিত হয় পায়েলের ডকুমেন্টারি ‘অ্যা নাইট অব নোয়িং নাথিং’। এটি সেরা ডকুমেন্টারি হিসেবে গোল্ডেন আই পুরস্কার জিতে নেয়। এবার তার প্রাপ্তির খাতায় যুক্ত হলো আরও বড় স্বীকৃতি।

পড়া চালিয়ে যান

কান ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২৪: স্বর্ণপাম জিতলো আমেরিকান সিনেমা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতলো আমেরিকান সিনেমা ‘আনোরা’। এটি পরিচালনা করেছেন ৫৩ বছর বয়সী শন বেকার। গতকাল (২৫ মে) দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে তার হাতে স্বর্ণপাম তুলে দেন আমেরিকান পরিচালক জর্জ লুকাস।

‘আনোরা’ সিনেমায় মিকি ম্যাডিসন (ছবি: সিআরই ফিল্মস)

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি নাইটক্লাবের একজন নৃত্যশিল্পীকে ঘিরে ‘আনোরা’র গল্প। এতে অভিনয় করেছেন আমেরিকান তারকা মিকি ম্যাডিসন।

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ