Connect with us

কান ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২৩: ‘মা’, লুঙ্গি-গামছা-পতাকা এবং বাংলাদেশের শূন্য স্টল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

কানে লুঙ্গি পরে ‘মা’ সিনেমার প্রচারণায় অরণ্য আনোয়ার (ছবি: ফেসবুক)

কানে ‘মা’ সিনেমার প্রচারণায় বিভিন্ন দেশের ফিল্ম প্রফেশনালদের সঙ্গে অরণ্য আনোয়ার (ছবি: ফেসবুক)

কান ফিল্ম ফেস্টিভ্যালের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রযোজক-পরিবেশকরা অংশ নেন। ফলে আন্তর্জাতিক বাজারে যেকোনও সিনেমার ব্যাপারে তাদের মধ্যে আগ্রহ তৈরির গুরুত্বপূর্ণ মাধ্যম এটি।

কান উৎসবের ৭৬তম আসরের মার্শে দ্যু ফিল্ম শাখায় প্রথমবারের মতো স্টল বরাদ্দ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)। তবে সংশ্লিষ্ট কর্তারা কেউ না যাওয়ায় এটি শূন্য পড়ে আছে! সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ করেছে অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’। গত ২০ মে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মার্শে দ্যু ফিল্ম শাখায় এর প্রিমিয়ার হয়। উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে ছিলো এই প্রদর্শনী।

‘মা’ সিনেমার প্রদর্শনীর পর বিদেশি দর্শকদের সঙ্গে অরণ্য আনোয়ার (ছবি: ফেসবুক)

‘মা’ সিনেমার প্রদর্শনীর পর বিদেশি দর্শকদের সঙ্গে অরণ্য আনোয়ার (ছবি: ফেসবুক)

দেশি-বিদেশি আমন্ত্রিত দর্শকরা ‘মা’ দেখে মুগ্ধতা প্রকাশ করেন। বাংলাদেশি সংবাদকর্মী-অতিথি ছাড়াও ছিলেন আমেরিকান, ফরাসি, চীনা, ব্রাজিলিয়ান ও ইরানের ফিল্ম প্রফেশনালরা ছিলেন এই প্রদর্শনীতে।

কান শহরে অরণ্য আনোয়ার (ছবি: ফেসবুক)

সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতিতে অরণ্য আনোয়ার বলেন, ‘আমি আবেগে ভাসছি, আনন্দে ভাসছি। কী এক মোহময়তায় ভাসছি। অভিনয়শিল্পী সবার প্রশংসা শুনে কী বলবো!’

কানে লুঙ্গি-গামছা পরে পতাকা হাতে ‘মা’ সিনেমার অন্যতম প্রযোজক পুলক কান্তি বড়ুয়া (ছবি: ফেসবুক)

কানে লুঙ্গি পরে ‘মা’ সিনেমার প্রচারণায় অরণ্য আনোয়ার (ছবি: ফেসবুক)

এদিকে কানে অরণ্য আনোয়ার লুঙ্গি ও নিজের সিনেমার লোগো খচিত পাঞ্জাবি পরে আলোচিত হয়েছেন। ‘মা’-এর অন্যতম প্রযোজক পুলক কান্তি বড়ুয়া সাগরপাড়ের শহরে লুঙ্গির সঙ্গে টি-শার্ট পরে মাথায় জাতীয় পতাকা বেঁধে ঘুরেছেন।

‘মা’ সিনেমার প্রদর্শনীর পর বিদেশি দর্শকরা (ছবি: ফেসবুক)

কানে ‘মা’ সিনেমার প্রচারণায় অরণ্য আনোয়ার (ছবি: ফেসবুক)

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘মা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। আগামী ২৬ মে বাংলাদেশে মুক্তি পাবে এটি। এতে আরো আছেন আজাদ আবুল কালাম, সাজু খাদেম, ফারজানা ছবি, শাহাদৎ হোসেন, রোবেনা রেজা জুঁই, লাবণ্য চৌধুরীসহ অনেকে।

কান উৎসবের মার্শে দ্যু ফিল্মে বরাদ্দ নেওয়া বিএফডিসির স্টল (ছবি: ফেসবুক)

আজ (২২ মে) উৎসবের সপ্তম দিনেও মার্শে দ্যু ফিল্মে চোখে পড়েনি বিএফডিসি কর্তাদের। ফাঁকা পড়ে আছে তাদের বরাদ্দ নেওয়া স্টল। প্রশ্ন উঠেছে, কেউ যদি না-ই যাবে, তাহলে স্টল বরাদ্দ নেওয়া হলো কেনো?

সিনেমাওয়ালা প্রচ্ছদ