কান ফিল্ম ফেস্টিভ্যাল
এবারের কান উৎসবের এসব বিষয় জানেন কী?
কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৬তম আসর শুরু হলো। গতকাল (১৬ মে) দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভ্যাল ভবনে উৎসবটির পর্দা উঠেছে। সিনেমার এই অলিম্পিকতুল্য আসর চলবে ১২ দিন। চলুন জেনে নেওয়া যাক এবারের কিছু টুকিটাকি তথ্য।
৫০ বছর পর
মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের সভাপতি দুইবারের স্বর্ণপাম জয়ী সুইডিশ পরিচালক রুবেন অস্টলান্ড। কান উৎসবে ৫০ বছর পর আবার সুইডেনের কোনো নির্মাতা জুরি প্রেসিডেন্ট হলেন। সর্বশেষ ১৯৭৩ সালে কানে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রয়াত সুইডিশ অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যান।
রেকর্ডসংখ্যক নারী
এবারের মূল প্রতিযোগিতা শাখায় রয়েছে কানের ইতিহাসে রেকর্ডসংখ্যক সাত নারী পরিচালকের কাজ। এগুলো হলো অস্ট্রিয়ার জেসিকা হাউজনার পরিচালিত ‘ক্লাব জিরো’, ইতালির আলিস রোরওয়াকারের ‘লা কিমেরা’, তিউনিসিয়ার কাউতার বেন হানিয়ার ‘ফোর ডটারস’, ফ্রান্সের জাস্টিন ত্রিয়েত পরিচালিত ‘অ্যানাটমি অব অ্যা ফল’ ও ক্যাথেরিন ব্রেইয়াতের ‘লাস্ট সামার’, ইতালির ক্যাথরিন কোরসিনির ‘হোমকামিং’ এবং সেনেগালের বংশোদ্ভুত ফরাসি তরুণী রামাতা তুলাই সি’র প্রথম সিনেমা ‘ব্যানেল অ্যান্ড অ্যাদামা’।
স্বর্ণপামের লড়াইয়ে প্রথম
ছয় পরিচালক প্রথমবার স্বর্ণপামের জন্য লড়াই করার জায়গা পেলেন। তারা হলেন ট্র্যান আন হাং (দ্য প্যাশন অব দুদা বুফ্যঁ, ভিয়েতনাম/ফ্রান্স), রামাতা তুলাই সি (ব্যানেল অ্যান্ড অ্যাদামা, সেনেগাল/ফ্রান্স) এবং কারি আইনুজ (ফায়ারব্র্যান্ড, ব্রাজিল)।
দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী
বিশ্ব সিনেমার অন্যতম অভিজাত ক্লাবে নাম লেখাতে যাচ্ছেন রামাতা তুলাই সি। আগামী ২০ মে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের সিঁড়িতে পা রাখার সঙ্গে ইতিহাস গড়বেন তিনি। ওইদিন মূল প্রতিযোগিতা শাখায় তার পরিচালিত ‘ব্যানেল অ্যান্ড অ্যাদামা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। কানের ৭৬ বছরের ইতিহাসে স্বর্ণপামের লড়াইয়ে যুক্ত হওয়া তিনি দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী। চার বছর আগে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এই রেকর্ড গড়েন আরেক সেনেগালের বংশোদ্ভূত ফরাসি পরিচালক মাতি দিওপ।
সুদানের ইতিহাস
আঁ সেঁর্তা রিগা শাখায় নির্বাচিত ১৭টি সিনেমার মধ্যে রয়েছে মোহাম্মদ করদোফানি পরিচালিত প্রথম সিনেমা ‘গুডবাই জুলিয়া’। কানের অফিসিয়াল সিলেকশনে এবারই প্রথম উত্তর আফ্রিকার দেশটির কোনো সিনেমা জায়গা পেলো। ২০১১ সালে সুদান দুটি দেশে বিভক্ত হওয়ার আগে রাজধানী খার্তুমে এর শুটিং হয়েছে। এতে প্রথমবার বড় পর্দার জন্য অভিনয় করেছেন সুপারমডেল সিরান রিয়াক। এছাড়া আছেন ঈমান ইউসুফ, নাজার গোমা, জির দুয়ানি।
প্রামাণ্যচিত্রের মেলা
এবারের আসরে মূল প্রতিযোগিতায় ২০টি পূর্ণদৈর্ঘ্য সিনেমার পাশাপাশি আছে ১টি প্রামাণ্যচিত্র। এটি হলো চীনের ওয়াং বিং পরিচালিত ‘ইয়ুথ (স্প্রিং)’। এতে দেখা যাবে, গ্রামাঞ্চল থেকে সাংহাই যাওয়ার পর একদল তরুণ চীনা নববর্ষ উদযাপন করতে বাড়ির পথে রওনা দেয়।
কানের ইতিহাসে সর্বশেষ ২০০৪ সালে স্বর্ণপামের লড়াইয়ে ছিলো প্রামাণ্যচিত্র। সেই বছর মাইকেল মুর পরিচালিত ‘ফারেনহাইট নাইন/ইলেভেন’ পুরস্কারটি জিতে নেয়। এছাড়া ২০০৮ সালে মূল প্রতিযোগিতা শাখায় স্থান পায় ইসরায়েলের আরি ফোলম্যান পরিচালিত অ্যানিমেটেড প্রামাণ্যচিত্র ‘ওয়াল্টজ অ্যান্ড বশির’।
এবারের অফিসিয়াল সিলেকশনে আরো কয়েকটি প্রামাণ্যচিত্র জায়গা পেয়েছে। চীনের ওয়াং বিং পরিচালিত ‘ম্যান ইন ব্ল্যাক’ দেখানো হবে স্পেশাল সেশনসে। একই শাখায় রয়েছে জার্মান চিত্রশিল্পী আনজেল্ম কিফারের ওপর ত্রিমাত্রিক প্রযুক্তিতে নির্মিত ‘আনজেল্ম’ স্পেশাল সেশনসে দেখানো হবে। এর পরিচালক জার্মান নির্মাতা উইম ওয়েন্ডার্সের ‘পারফেক্ট ডেজ’ লড়বে মূল প্রতিযোগিতায়। একই পরিচালকের একাধিক কাজ কান ফিল্ম ফেস্টিভ্যালে গত কয়েক আসরে দেখা যায়নি। এবার সেই ব্যতিক্রম ঘটনা ঘটেছে। দুই নির্মাতার দুটি করে সিনেমা রয়েছে অফিসিয়াল সিলেকশনে।
স্পেশাল সেশনস বিভাগে রয়েছে আরেকটি প্রামাণ্যচিত্র। এর নাম ‘অকিউপাইড সিটি’। এটি পরিচালনা করেছেন ব্রিটিশ নির্মাতা স্টিভ ম্যাককুইন।
প্রযোজনায় ফ্যাশন হাউস
বিখ্যাত ফরাসি ফ্যাশন হাউস ইভ সাঁ লোরন সিনেমা প্রযোজনায় যুক্ত হলো। তাদের প্রযোজিত শর্টফিল্ম ‘স্ট্রেঞ্জ ওয়ে অব লাইফ’ থাকছে স্পেশাল সেশনসে। এটি পরিচালনা করেছেন পেড্রো আলমোদোভার। এটি ইংরেজি ভাষায় স্প্যানিশ এই নির্মাতার দ্বিতীয় শর্টফিল্ম। ২০২০ সালে তিনি ইংরেজি ভাষায় পরিচালনা করেন ‘দ্য হিউম্যান ভয়েস’।
‘স্ট্রেঞ্জ ওয়ে অব লাইফ’ শর্টফিল্মে অভিনয় করেছেন ইথান হক ও পেড্রো পাসকাল। এতে তাদের দেখা যাবে মধ্যবয়সী দুই ব্যক্তির ভূমিকায়, দীর্ঘ ২৫ বছর পর যাদের দেখা হয়। শেরিফ জ্যাক ও সিলভা একসময় ভাড়াটে বন্দুকধারী হিসেবে একসঙ্গে কাজ করতো। ২৫ বছর পর একদিন পুরনো বন্ধুর বাড়িতে যায় সিলভা। তবে জ্যাককে সে জানায়, পুরনো স্মৃতি রোমন্থনের জন্য ফিরে আসেনি সে। তার আসল উদ্দেশ্য অন্যকিছু।
১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় ইভ সাঁ লোরন। ফ্যাশন দুনিয়ায় এর সুনাম ব্যাপক। হলিউডের অনেক তারকার প্রিয় ব্র্যান্ড এটি। ডেভিড ক্রোনেনবার্গ ও পাওলো সরেন্তিনোর নতুন সিনেমা দুটি প্রযোজনা করছে এই প্রতিষ্ঠান।
আরব বসন্ত
আরব অঞ্চলের (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা) পরিচালকদের মধ্যে মূল প্রতিযোগিতায় রয়েছে আলজেরিয়ান-ব্রাজিলিয়ান নির্মাতা কারি আইনুজের ‘ফায়ারব্র্যান্ড’, তিউনিসিয়ার কাওতার বেন হানিয়ার ‘ফোর ডটারস’ এবং সেনেগালিজ-ফরাসি পরিচালক রামাতা-তুলাই সি’র ‘ব্যানেল অ্যান্ড অ্যাদামা’।
ফরাসি-আলজেরিয়ান নির্মাতা এলায়েস বেলকেদারের ‘ওমর দ্য স্ট্রবেরি’ দেখানো হবে মিডনাইট সেশনসে। আঁ সেঁর্তা রিগায় স্থান পেয়েছে মরক্কোর আসমা এল মুদিরের ‘দ্য মাদার অব অল লাইস’, ইরানের আলি আসগরি ও আলি রেজা খাতামির ‘টেরেস্ট্রিয়াল ভার্সেস’, সুদানের মোহাম্মদ করদোফানির প্রথম সিনেমা ‘গুডবাই জুলিয়া’ এবং মরক্কোর কামাল লাজরাকের প্রথম সিনেমা ‘হাউন্ডস’।
প্রথমবার মরক্কোর ফিল্ম স্কুল
লা সিনেফে প্রথমবার জায়গা করে নিয়েছে মরক্কোর ফিল্ম স্কুলের সিনেমা। এটি হলো জিনেব ওয়াকরিম পরিচালিত ‘মুন’ (১৩ মিনিট)। তিনি মারাকেশের স্কুল অব ভিজ্যুয়াল আর্টসের (ইএসএভি) শিক্ষার্থী।
লাতিন আমেরিকা হাতেগোনা
৭৬তম কানের অফিসিয়াল সিলেকশনে লাতিন আমেরিকান দেশের সংখ্যা হাতেগোনা। মূল প্রতিযোগিতায় আছে ব্রাজিলিয়ান নির্মাতা কারি আইনুজের ইংরেজি সিনেমা ‘ফায়ারব্র্যান্ড’। কান প্রিমিয়ারে দেখানো হবে মেক্সিকোর আমাত এসকালান্তে পরিচালিত ‘লস্ট ইন দ্য নাইট’। আঁ সেঁর্তা রিগায় রয়েছে পর্তুগালের জোয়াও সালাভিৎসা ও ব্রাজিলের রেনে নাদের মেসোরার ‘দি বুরিটি ফ্লাওয়ার’, আর্জেন্টিনার রদ্রিগো মোরেনোর ‘দি ডেলিনকোয়েন্টস’ এবং চিলির ফেলিপে গালভেজের প্রথম সিনেমা ‘দ্য সেটেলার্স’।
প্রথমবার কোরিয়ান নারী ব্যান্ড
১৯৯৭ সাল থেকে কান উৎসবের অফিসিয়াল স্পন্সর হিসেবে আছে শপার্ড। সুইস এই ব্র্যান্ডের দূতিয়ালি করেন বিশ্বের বিভিন্ন দেশের তারকারা। এ তালিকায় আছে দক্ষিণ কোরিয়ার মেয়েদের ব্যান্ড অ্যাসপা। তারাই প্রথম কোরিয়ান পপ গানের দল হিসেবে কানের লালগালিচায় পা রাখবে।
কোরিয়ান আরেক নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য জেনি কানের লালগালিচায় হাজির হবেন। স্যাম লেভিনসন পরিচালিত এইচবিও সিরিজ ‘দ্য আইডল’-এর প্রচার করতে কানসৈকতে যাবেন তিনি।
৫৫ বছরের পুরনো ছবি দিয়ে পোস্টার
ভূমধ্যসাগরের তটভূমি। ১ জুন, ১৯৬৮। দক্ষিণ-পূর্ব ফ্রান্সের উপকূলীয় শহর সাঁ-ত্রপে’র কাছে পঁম্পেলন সৈকতে দাঁড়িয়ে ক্যাথেরিন দ্যুনোভ। আলা কাভালিয়ের পরিচালিত ‘লা শামাদ’ সিনেমার শুটিং করছিলেন এই ফরাসি অভিনেত্রী। এতে লুসিল চরিত্রে অভিনয় করেন তিনি। তখন তোলা একটি সাদাকালো ছবি দিয়ে সাজানো হয়েছে এবারের অফিসিয়াল পোস্টার।
নেটফ্লিক্সকে ‘না’
২০১৭ সালে কান উৎসব কর্তৃপক্ষ নীতি চালু করে, মূল প্রতিযোগিতা শাখায় জায়গা পেতে হলে যেকোনো সিনেমা ফ্রান্সের সিনেমা হলে মুক্তি দিতে হবে। কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এই শর্ত মেনে নেয়নি। এ কারণে প্রতিষ্ঠানটির সিনেমা স্বর্ণপামের লড়াইয়ে যুক্ত হয়নি কখনো। এবারও এর ব্যতিক্রম ঘটেনি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস