Connect with us

নাটক

কাশফুলের সৌন্দর্যে অপরূপা মেহজাবীন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আবহমান বাংলার নয়নাভিরাম স্নিগ্ধ শুভ্র মায়াবী কাশফুল শরতের চিরায়ত অলঙ্কার। শরতের রূপমাধুর্যের প্রতীক কাশফুলের সমারোহে বিমোহিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কাশবনে স্নিগ্ধ বিকেলে প্রকৃতি উপভোগের সময় ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। কাশবনে মনমাতানো মৃদু হাওয়ায় দোলা দিয়েছে তাকে।

মেহজাবীন চৌধুরী

শরতে মনোরম শ্বেতশুভ্র স্নিগ্ধ কাশফুলের নান্দনিক সৌন্দর্যে মেহজাবীন চৌধুরী (ছবি: আদর ফটোগ্রাফি)

মেহজাবীন চৌধুরী

কাশবনের অপরূপ শোভা রঙিন করে দিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী (ছবি: আদর ফটোগ্রাফি)

মেহজাবীন চৌধুরী

ইংরেজ কথাশিল্পী এমিলি ব্রন্টির কবিতার লাইন ‘এভরি লিফ স্পিকস ব্লিস টু মি, ফ্লাটারিং ফ্রম দ্য অটাম ট্রি’ শেয়ার করেছেন মেহজাবীন চৌধুরী (ছবি: আদর ফটোগ্রাফি)

মেহজাবীন চৌধুরী

মালয়েশিয়ার ব্র্যান্ড হিজাব আইকনের পোশাকে সেজেছেন মেহজাবীন চৌধুরী (ছবি: আদর ফটোগ্রাফি)

মেহজাবীন চৌধুরী

কানাডিয়ান ব্র্যান্ড আলডোর ব্যাগ ও ইতালির ভিঞ্চি ব্র্যান্ডের জুতায় মেহজাবীন চৌধুরী (ছবি: ইনস্টাগ্রাম)

মেহজাবীন চৌধুরী

গত ১ অক্টোবর মুক্তিপ্রাপ্ত ‘পুনর্জন্ম ৩’ নাটকে রোকেয়া চরিত্রে মেহজাবীন চৌধুরীর অভিনয় মন কেড়েছে দর্শকদের (ছবি: আদর ফটোগ্রাফি)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ