হলিউড
কুয়েতের পর লেবাননে আসছে নিষেধাজ্ঞা, ‘বার্বি’র ওপর কেনো ক্ষেপেছে আরব বিশ্ব
হলিউডের সাড়া জাগানো সিনেমা ‘বার্বি’ কুয়েতে নিষিদ্ধ করা হয়েছে। এর সামাজিক মূল্যবোধ নিয়ে আরব বিশ্বে সমালোচনার ঝড় ওঠায় লেবাননে এটি নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।
কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, “জনসাধারণের নৈতিকতা’ রক্ষায় ‘বার্বি’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।”
কুয়েতের তথ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘বার্বি’ দেশটির সমাজ ব্যবস্থা ও জনসাধারণের কাছে পুরোপুরি অচেনা একটি বিশ্বাস তুলে ধরেছে।
কুয়েতের বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের দাবি, সাধারণত কোনো সিনেমায় দেশটির সংস্কৃতিকে তুচ্ছ করা হলে সেসব দৃশ্য কেটে ফেলা হয়। কিন্তু রাষ্ট্রের কাছে অগ্রহণযোগ্য যেকোনো আচরণকে উৎসাহিত করা হলে সেই সিনেমা সরাসরি নিষিদ্ধ করে দেয় বোর্ড।
লেবাননের সংস্কৃতিমন্ত্রী মোহাম্মদ মোরতাদার অভিযোগ, ‘বার্বি’ সমকামিতা ও লিঙ্গ রূপান্তরের প্রচারণা চালাচ্ছে। তার মন্তব্য– বাবার অভিভাবকত্ব প্রত্যাখ্যান, মায়ের ভূমিকাকে অবমূল্যায়ন ও উপহাস করার পাশাপাশি বিয়ের প্রয়োজনীয়তা ও পরিবার প্রথাকে প্রশ্নবিদ্ধ করেছে সিনেমাটি। এ কারণে ‘বার্বি’ নিষিদ্ধ করার জন্য নিজের দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী বাসাম মাওলাভি দেশটির সেন্সরশিপ কমিটিকে এই সিনেমা পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন।
যদিও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশগুলোতে চলছে গ্রেটা গারউইগ পরিচালিত ‘বার্বি’। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় গত ২১ জুলাই মুক্তির পর এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১০০ কোটি ডলারের বেশি আয় করেছে এই সিনেমা।
এর আগে দক্ষিণ চীন সাগর ইস্যুতে ভিয়েতনামে নিষিদ্ধ হয় সিনেমাটি। দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ অংশকে নিজেদের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করেছে চীন। এজন্য দেশটির মানচিত্রে ইংরেজি অক্ষর ইউ আকৃতির নাইন-ড্যাশ লাইন রয়েছে। এতে দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই নিজেদের দাবি করে চীন সরকার সেসব এলাকাকে নয়টি লাল রেখা দিয়ে চিহ্নিত করেছে। এটাই ‘নাইন-ড্যাশ লাইন’ হিসেবে পরিচিত। ‘বার্বি’ সিনেমার একটি দৃশ্যে চীনের এমন মানচিত্র তুলে ধরা হয়েছে। এ কারণে ভিয়েতনাম সরকার এটি প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করে।
আমেরিকান পুতুল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ম্যাটেলের বিখ্যাত বার্বি ডল অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অস্কার মনোনীত নোয়া বাউমবাখ ও গ্রেটা গারউইগ যুগল। এটি পরিচালনা করেছেন ৩৯ বছর বয়সী আমেরিকান নির্মাতা-অভিনেত্রী গ্রেটা গারউইগ।
‘বার্বি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গো রবি। এছাড়া বিভিন্ন পেশার ‘বার্বি’ হিসেবে অভিনয় করেছেন ফরাসি-ব্রিটিশ অভিনেত্রী এমা ম্যাকি, আমেরিকান অভিনেত্রী ইসা রেই, হারি নেফ, আলেকজান্দ্রা শিপ, কেট ম্যাকিনন, আনা ক্রুজ কেইন, আইরিশ অভিনেত্রী নিকোলা কফলান, ব্রিটিশ অভিনেত্রী রিতু আরিয়া, স্কটিশ অভিনেত্রী শ্যারন রুনি ও ব্রিটিশ-আলবেনিয়ান সংগীতশিল্পী দুয়া লিপা।
কেন চরিত্রে দেখা গেছে কানাডিয়ান তারকা রায়ান গসলিংকে। এছাড়া বিভিন্ন কেইন চরিত্রে আছেন কানাডিয়ান অভিনেতা সিমু লিউ, আমেরিকান অভিনেতা জন চেনা, স্কট ইভান্স, রুয়ান্ডান-স্কটিশ অভিনেতা এনকুটি গাটোয়া, ব্রিটিশ অভিনেতা কিংসলে বেন-আডির। ‘বার্বি’তে আরও অভিনয় করেছেন আমেরিকান অভিনেতা উইল ফেরেল, আমেরিকান অভিনেত্রী আমেরিকা ফেরেরা, রিয়া জো পার্লম্যান, আরিয়ানা গ্রিনব্লাট, ব্রিটিশ অভিনেত্রী এমারেল্ড ফেনেল, অভিনেতা কনোর সুইনডেলস, জেমি ডেমেট্রিউ, কানাডিয়ান অভিনেতা মাইকেল চেরা। ধারাবর্ণনা দিয়েছেন বর্ষীয়ান ব্রিটিশ অভিনেত্রী হেলেন মিরেন।
হলিউড
হলিউডে ফুল বিক্রেতা তরুণীর প্রেম
আমেরিকান অভিনেত্রী ব্লেক লাইভলির নতুন সিনেমা ‘ইট এন্ডস উইথ আস’ মুক্তি পেলো। ইংল্যান্ডের লন্ডনে লেইচেস্টার স্কয়ারে গতকাল (৮ আগস্ট) সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিয়েছেন তিনি। ২০১৬ সালে প্রকাশিত আমেরিকান সাহিত্যিক কোলিন হুভারের জনপ্রিয় উপন্যাস ‘ইট এন্ডস উইথ আস’ অবলম্বনে তৈরি হয়েছে এর চিত্রনাট্য।
হলিউড
বক্স অফিসে রেকর্ড গড়েছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’
মারভেল স্টুডিওসের ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ বক্স অফিসে রেকর্ড গড়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে মুক্তির প্রথম সপ্তাহে এর টিকিট বিক্রি থেকে এসেছে ২০ কোটি ৫০ লাখ ডলার (২ হাজার ৪১০ কোটি টাকা)। চলতি বছর উত্তর আমেরিকায় সেরা ওপেনিং (মুক্তির দিন থেকে প্রথম রবিবার পর্যন্ত) এটাই। সর্বকালের হিসাবে প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় এটি আছে আট নম্বরে।
‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ মারভেলের প্রথম আর-রেটেড সিনেমা। আর-রেটেড (প্রাপ্তবয়স্কদের উপযোগী) সিনেমা হিসেবেও মুক্তির প্রথম সপ্তাহে অভূতপূর্ব সাফল্য পেয়েছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডেডপুল’-এর ১৩ কোটি ৪০ লাখ ডলার (১ হাজার ৫৭৫ কোটি টাকা) আয়কে টপকে গেছে নতুন সিনেমাটি। পরিবেশনা সংস্থা ওয়াল্ট ডিজনি এই তথ্য জানিয়েছে।
গত ২৪ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। উত্তর আমেরিকার বাইরে বিশ্বের অন্যান্য দেশে টিকিট বিক্রি থেকে এসেছে ২৩ কোটি ৩৩ লাখ ডলার (২ হাজার ৭৪২ কোটি টাকা)।
ডেডপুল চরিত্রে যথারীতি অভিনয় করেছেন কানাডিয়ান তারকা রায়ান রিনোল্ডস। উলভারিনের ভূমিকায় অনেকদিন পর বড় পর্দায় ফিরেছেন অস্ট্রেলিয়ান তারকা হিউ জ্যাকম্যান।
‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ দেখতে সিনেমাহলে ভিড় করায় ভক্তদের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ধন্যবাদ জানিয়েছেন রায়ান রিনোল্ডস। তার বন্ধু গায়িকা টেলর সুইফট গত সপ্তাহে দর্শকদের সিনেমাহলে যাওয়ার আহ্বান জানান। তার মতে, রায়ান রিনোল্ডস ক্যারিয়ারসেরা নৈপুণ্য দেখিয়েছেন নতুন পর্বে।’
নতুন গল্পে দেখা যায়, ডেডপুল নিজের সুপারহিরো অতীত থেকে পালানোর চেষ্টা করছে। কিন্তু মাল্টিভার্সের কারণে উলভারিনের সঙ্গে দেখা হয়ে যায় তার।
‘ডেডপুল’কেন্দ্রিক তৃতীয় সিনেমা ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ পরিচালনা করেছেন শন লেভি। ২০১৮ সালে মুক্তি পায় ডেভিড লিচ পরিচালিত ‘ডেডপুল টু’।
‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ বলা চলে মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সকে (এমসিইউ) পুনরুজ্জীবিত করলো। কারণ গত বছর ‘দ্য মারভেলস’ মুক্তির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে মাত্র ৪ কোটি ৭০ লাখ ডলার (৫৫২ কোটি টাকা) আয় করতে পেরেছে। এমসিইউ’র সবচেয়ে নিম্ন ওপেনিং এটাই।
ডিজনির আরেক সিনেমা ‘ইনসাইড আউট টু’ গত জুনে উত্তর আমেরিকায় মুক্তির প্রথম সপ্তাহে ১৫ কোটি ৪২ লাখ ডলার (১ হাজার ৮১৫ কোটি টাকা) আয় করে।
হলিউড
‘আয়রন ম্যান’ থেকে ভিলেন ডক্টর ডুম হচ্ছেন রবার্ট ডাউনি জুনিয়র
‘আয়রন ম্যান’ তারকা রবার্ট ডাউনি জুনিয়র চমকে দিলেন ভক্তদের। মারভেল কমিকসের অন্যতম পরাক্রমশালী ভিলেন ডক্টর ভিক্টর ভন ডুম রূপে বড় পর্দায় আসার ঘোষণা দিয়েছেন তিনি। জাদুবিদ্যা ও বিজ্ঞান উভয় ক্ষেত্রে এই চরিত্রের দক্ষতার জুড়ি নেই। এর মধ্য দিয়ে পাঁচ বছর পর আবার মারভেল দুনিয়ায় দেখা যাবে অস্কারজয়ী এই তারকাকে।
গতকাল (২৭ জুলাই) সান দিয়েগো কমিক-কনে হল-এইচ প্যানেলে হাজির হন ৫৯ বছর বয়সী রবার্ট ডাউনি জুনিয়র। তিনি বলেন, ‘জটিল চরিত্রে অভিনয় করতে ভালো লাগে আমার।’ তখন ভক্তরা তার নাম ধরে শোরগোল করছিলো। অনুষ্ঠানে ছিলেন মারভেল স্টুডিওসের সভাপতি কেভিন ফাইগি।
মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ (মে, ২০২৬) ও ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ারস’ (মে, ২০২৭) ছবি দুটিতে থাকবেন রবার্ট ডাউনি জুনিয়র। এগুলো পরিচালনা করবেন রুশো ভ্রাতৃদ্বয়। তাদের পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (২০১৯) সিনেমায় টনি স্টার্ক তথা আয়রন ম্যান চরিত্রের মৃত্যু দেখানো হয়। ২০০৮ সাল থেকে ১১ বছর আয়রন ম্যানের ভূমিকায় দেখা গেছে তাকে।
নতুন দুটি ‘অ্যাভেঞ্জার্স’ মুক্তির আগে দর্শকদের তিনটি সিনেমা উপহার দেবে মারভেল স্টুডিওস। এগুলোর তারকারা সান দিয়েগো কমিক-কনে হাজির হন। তারা হলেন ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমার অ্যান্থনি ম্যাকি ও হ্যারিসন ফোর্ড, ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ তারকা ভ্যানেসা কার্বি ও পেদ্রো পাসকাল ও ‘থান্ডারবোল্টস’-এর ফ্লোরেন্স পিউ ও ডেভিড হারবার।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা11 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস