ঢালিউড
ক্ষমা চাইলেন পূজা, ভুলের কথা স্বীকার
চিত্রনায়িকা পূজা চেরি প্রকাশ্যে ক্ষমা চেয়ে সাড়া ফেলে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি নিজের একটি ভুলের কথা স্বীকার করেছেন। তবে কী সেই ভুল এবং কেনো ক্ষমা চেয়েছেন জানাননি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জাজ মাল্টিমিডিয়ার গুনগান গেয়েছেন তিনি। চার বছর ধরে প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করতে দেখা যায়নি তাকে। সেটাই তার ভুল এবং সেজন্যই তিনি ক্ষমা চেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আজ (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসটি দেন পূজা চেরি। এতে লাইক পড়েছে ৪৩ হাজার। কমেন্ট এসেছে প্রায় সাত হাজার। দুই শতাধিকবার এটি শেয়ার হয়েছে।
ঢালিউডের এই নায়িকা লিখেছেন, ‘আমি পূজা চেরী। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে সুযোগ দেয়। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়া, রমিম ভাইয়া, মেজবাহ ভাইয়াসহ আরো অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।’
জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে রুপালি পর্দায় এসেছেন পূজা চেরি। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে তার অভিষেক। এতে শিশুশিল্পী হিসেবে ছিলেন তিনি। জাজ মাল্টিমিডিয়ার আরো দুটি সিনেমায় শিশুশিল্পী হিসেবে দেখা গেছে তাকে। এগুলো হলো ‘তবুও ভালোবাসি’ (২০১৩) এবং ‘অগ্নি’ (২০১৪)।
২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘নূরজাহান’ সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে পথচলা শুরু করেন পূজা। একই বছর জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন টু’ ও ‘দহন’ মুক্তি পায়। রায়হান রাফীর পরিচালনায় দুটি সিনেমাতেই প্রধান নায়িকা ছিলেন তিনি। এ তালিকায় ২০১৯ সালে যুক্ত হয় ‘প্রেম আমার টু’। এরপর থেকে জাজ মাল্টিমিডিয়ার বাইরে কাজ করতে দেখা গেছে তাকে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস