Connect with us

গান বাজনা

গান গাইলেন নাচের জুটি শিবলী-নীপা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘বৃত্তের বাইরে’ অনুষ্ঠানে শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা (ছবি: বিটিভি)

নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপাকে নতুনভাবে পাবেন দর্শক-শ্রোতারা। তারা একটি দ্বৈত গান গেয়েছেন। এর ভিডিওতে তারাই মডেল হয়েছেন। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘বৃত্তের বাইরে’ অনুষ্ঠানে থাকছে এটি। সম্প্রতি এই আয়োজনের শুটিং হয়েছে।

বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত দেশের স্বনামধন্য ব্যক্তিদের অংশগ্রহণ থাকছে ‘বৃত্তের বাইরে’তে। অনুষ্ঠানে তারা স্ব স্ব পেশার বাইরে পছন্দের বিষয় পরিবেশন করেছেন।

‘বৃত্তের বাইরে’ অনুষ্ঠানে শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ (ছবি: বিটিভি)

শিবলী-নীপা ছাড়াও পুলিশের ডিআইজি মো. আসাদুজ্জামান একটি আধুনিক গান গেয়েছেন। গাইনি চিকিৎসক প্রমা জেড মজুমদার বাঁশি বাজিয়েছেন। শুটার তাসমায়াতি এমা নৃত্য পরিবেশন করেছেন।

‘বৃত্তের বাইরে’ অনুষ্ঠানে শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা (ছবি: বিটিভি)

‘বৃত্তের বাইরে’ উপস্থাপনা করেছেন নারী ফুটবল দলের সাবেক কোচ ডালিয়া আক্তার। বর্তমানে তিনি পুরুষ হ্যান্ডবল দলের কোচ।

বিটিভিতে ঈদের তৃতীয় দিন সকাল ১১টায় প্রচার হবে ‘বৃত্তের বাইরে’। প্রযোজনায় এল রুমা আকতার।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ