ওয়ার্ল্ড সিনেমা
গোল্ডেন গ্লোবস ২০২৩: মনোনয়ন তালিকায় যাদের নাম
হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন ১৯৪৩ সাল থেকে প্রতি বছর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা এবং টেলিভিশন অঙ্গনের সেরা কাজগুলোকে স্বীকৃতি দিতে প্রদান করে থাকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। এর ৮০তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে সোমবার (১২ ডিসেম্বর)।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বেভারলি হিলটনে মনোনীতদের নাম জানিয়েছেন আমেরিকান অভিনেত্রী মায়ান লোপেজ ও সেলিনেস লেইভা। আগামী বছরের ১০ জানুয়ারি বেভারলি হিলসে জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এবারের আসরে সর্বাধিক ৮টি শাখায় মনোনীত হয়েছে মার্টিন ম্যাকডোনার ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’। ছয়টি মনোনয়ন পেয়েছে ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট পরিচালিত ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। পাঁচটি করে মনোনয়ন এসেছে ‘ব্যাবিলন’ ও ‘দ্য ফেবলম্যানস’ সিনেমার ঘরে। তিনটি করে মনোনয়ন পেয়েছে ‘এলভিস’, “গিয়ের্মো দেল তোরো’স পিনোকিও” এবং ‘টার’।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের পুরো মনোনয়ন তালিকা
সেরা সিনেমা (ড্রামা)
অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার
টপ গান: ম্যাভেরিক
দ্য ফেবলম্যানস
এলভিস
টার
সেরা সিনেমা (মিউজিক্যাল অথবা কমেডি)
ব্যাবিলন
ট্রায়াঙ্গেল অব স্যাডনেস
দ্য বানশিজ অব ইনিশেরিন
এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
গ্লাস ওনিয়ন: অ্যা নাইভস আউট মিস্টেরি
সেরা অভিনেতা (ড্রামা)
ব্রেনড্যান ফ্রেজার (দ্য ওয়েল)
হিউ জ্যাকম্যান (দ্য সান)
অস্টিন বাটলার (এলভিস)
জেরেমি পোপ (দ্য ইন্সপেকশন)
বিল নাই (লিভিং)
সেরা অভিনেত্রী (ড্রামা)
কেট ব্ল্যানচেট (টার)
আনা ডি আরমাস (ব্লন্ড)
ভায়োলা ডেভিস (দ্য ওম্যান কিং)
মিশেল উইলিয়ামস (দ্য ফেবলম্যানস)
অলিভিয়া কোলম্যান (এম্পায়ার অব লাইট)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
ড্যানিয়েল ক্রেগ (গ্লাস ওনিয়ন: অ্যা নাইভস আউট মিস্টেরি)
কলিন ফেরেল (দ্য বানশিজ অব ইনিশেরিন)
অ্যাডাম ড্রাইভার (হোয়াইট নয়েজ)
দিয়েগো কালবা (ব্যাবিলন)
রাল্ফ ফাইনস (দ্য মেন্যু)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
মারগট রোবি (ব্যাবিলন)
আনিয়া টেলর-জয় (দ্য মেন্যু)
এমা থম্পসন (গুড লাক টু ইউ, লিও গ্র্যান্ডে)
লেসলি ম্যানভিল (মিসেস হ্যারিস গোজ টু প্যারিস)
মিশেল ইও (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা পার্শ্ব অভিনেতা
ব্র্যাড পিট (ব্যাবিলন)
এডি রেডমেইন (দ্য গুড নার্স)
ব্রেনড্যান গ্লিসন (দ্য বানশিজ অব ইনিশেরিন)
ব্যারি কিওগ্যান (দ্য বানশিজ অব ইনিশেরিন)
কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা পার্শ্ব অভিনেত্রী
জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
অ্যাঞ্জেলা ব্যাসেট (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার)
কেরি কন্ডন (দ্য বানশিজ অব ইনিশেরিন)
ডলি দে লিয়ন (ট্রায়াঙ্গেল অব স্যাডনেস)
ক্যারি মালিগ্যান (শি সেইড)
সেরা পরিচালক
ব্যাজ লারম্যান (এলভিস)
স্টিভেন স্পিলবার্গ (দ্য ফেবলম্যানস)
মার্টিন ম্যাকডোনা (দ্য বানশিজ অব ইনিশেরিন)
জেমস ক্যামেরন (অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার)
ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা চিত্রনাট্য
ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
স্টিভেন স্পিলবার্গ ও টনি কাশনার (দ্য ফেবলম্যানস)
মার্টিন ম্যাকডোনা (দ্য বানশিজ অব ইনিশেরিন)
সারা পলি (উইমেন টকিং)
টড ফিল্ড (টার)
সেরা অ্যানিমেটেড সিনেমা
টার্নিং রেড (ডিজনি)
ইনু-ও (সায়েন্স সারু, জাপান)
গিয়ের্মো দেল তোরো’স পিনোকিও (নেটফ্লিক্স)
মারসেল দ্য শেল উইথ শুজ অন (অ্যা টোয়েন্টিফোর)
পুস ইন বুটস: দ্য লাস্ট উইশ (ড্রিমওয়ার্কস অ্যানিমেশন)
সেরা বিদেশি ভাষার সিনেমা
আর্জেন্টিনা নাইনটিন এইটি ফাইভ (আর্জেন্টিনা)
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)
ক্লোজ (বেলজিয়াম/ফ্রান্স/নেদারল্যান্ডস)
ডিসিশন টু লিভ (দক্ষিণ কোরিয়া)
আরআরআর (ভারত)
সেরা মৌলিক সুর
গিয়ের্মো দেল তোরো’স পিনোকিও (আলেকজান্দ্রা দেসপ্লা)
কার্টার বারওয়েল (দ্য বানশিজ অব ইনিশেরিন)
দ্য ফেবলম্যানস (জন উইলিয়ামস)
উইমেন টকিং (হিলদুর গুনাদত্তির)
ব্যাবিলন (জাস্টিন হারউইৎজ)
সেরা মৌলিক গান
ক্যারোলাইনা (হোয়্যার দ্য ক্রোড্যাডস সিং, টেলর সুইফট)
হোল্ড মাই হ্যান্ড (টপ গান: ম্যাভেরিক; লেডি গাগা ও ব্লাড পপ)
লিফট মি আপ (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার; রিয়ানা, টেমস, রায়ান কুগলার, লুদবিগ ইওরানসন)
নাটু নাটু (আরআরআর; সুরকার ও সংগীত পরিচালক এমএম কিরাবাণী, গীতিকার কালা ভৈরবা ও রাহুল সিপলিগুঞ্জ)
চাও পাপা (গিয়ের্মো দেল তোরো’স পিনোকিও, সুর-সংগীত আলেকজান্দ্রা দেসপ্লা, কথা রোয়েবান কাৎজ ও গিয়ের্মো দেল তোরো)
টেলিভিশন
সেরা টিভি সিরিজ (ড্রামা)
ওজার্ক
দ্য ক্রাউন
সেভারেন্স
বেটার কল সল
হাউস অব দ্য ড্রাগন
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
কেভিন কস্টনার (ইয়েলোস্টোন)
বব ওডেনকার্ক (বেটার কল সল)
জেফ ব্রিজেস (দ্য ওল্ড ম্যান)
অ্যাডাম স্কট (সেভারেন্স)
দিয়েগো লুনা (অ্যান্ডর)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
লরা লিনি (ওজার্ক)
জেন্ডায়া (ইউফোরিয়া)
ইমেল্ডা স্টনটন (দ্য ক্রাউন)
হিলারি সোয়াঙ্ক (আলাস্কা ডেইলি)
এমা ডার্সি (হাউস অব দ্য ড্রাগন)
সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং
অ্যাবট এলিমেন্টারি
ওয়েডনেসডে
দ্য বিয়ার
হ্যাকস
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
স্টিভ মার্টিন (অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং)
মার্টিন শর্ট (অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং)
জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)
ডোনাল্ড গ্লোভার (আটলান্টা)
বিল হাডার (ব্যারি)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
সেলেনা গোমেজ (অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং)
ক্যালি কুওকো (দ্য ফ্লাইট অ্যাটেনড্যান্ট)
কিন্টা ব্রানসন (অ্যাবট এলিমেন্টারি)
জেনা ওর্তেগা (ওয়েডনেসডে)
জিন স্মার্ট (হ্যাকস)
সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি
ব্ল্যাক বার্ড
দ্য ড্রপআউট
পাম অ্যান্ড টমি
দ্য হোয়াইট লোটাস
ডাহার-মনস্টার: দ্য জেফ্রি ডামার স্টোরি
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি)
টেরন এজারটন (ব্ল্যাক বার্ড)
কলিন ফার্থ (দ্য স্টেয়ারকেস)
সেবাস্তিয়ান স্তান (পাম অ্যান্ড টমি)
অ্যান্ড্রু গারফিল্ড (আন্ডার দ্য ব্যানার অব হ্যাভেন)
ইভান পিটারস (ডাহার-মনস্টার: দ্য জেফ্রি ডামার স্টোরি)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি)
জুলিয়া রবার্টস (গ্যাসলিট)
লিলি জেমস (পাম অ্যান্ড টমি)
জুলিয়া গার্নার (ইনভেন্টিং আনা)
আমান্ডা সেফ্রিড (দ্য ড্রপআউট)
জেসিকা চ্যাস্টেইন (জর্জ অ্যান্ড ট্যামি)
সেরা পার্শ্ব অভিনেতা (সিরিজ, লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি)
ডোনাল গ্লিসন (দ্য প্যাশেন্ট)
স্যাফ রোগেন (পাম অ্যান্ড টমি)
পল ওয়াল্টার হাউজার (ব্ল্যাক বার্ড)
এফ মারে অ্যাব্রাহাম (দ্য হোয়াইট লোটাস)
রিচার্ড জেনকিন্স (ডাহার-মনস্টার: দ্য জেফ্রি ডামার স্টোরি)
সেরা পার্শ্ব অভিনেত্রী (সিরিজ, লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি)
অব্রে প্লাজা (দ্য হোয়াইট লোটাস)
জেনিফার কুলিজ (দ্য হোয়াইট লোটাস)
ক্লেয়ার ডেইন্স (ফ্লাইশম্যান ইজ ইন ট্রাবল)
নিসি নাশ (ডাহার-মনস্টার: দ্য জেফ্রি ডামার স্টোরি)
ডেইজি এডগার-জোন্স (আন্ডার দ্য ব্যানার অব হ্যাভেন)
সেরা পার্শ্ব অভিনেতা (মিউজিক্যাল, কমেডি অথবা ড্রামা টিভি সিরিজ)
জন লিথগো (দ্য ওল্ড ম্যান)
জনাথন প্রাইস (দ্য ক্রাউন)
জন টুরটুরো (সেভারেন্স)
হেনরি উইঙ্কলার (ব্যারি)
টাইলার জেমস উইলিয়ামস (অ্যাবট এলিমেন্টারি)
সেরা পার্শ্ব অভিনেত্রী (মিউজিক্যাল, কমেডি অথবা ড্রামা টিভি সিরিজ)
জুলিয়া গার্নার (ওজার্ক)
হানা আইনবাইন্ডার (হ্যাকস)
এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন)
জেনেল জেমস (অ্যাবট এলিমেন্টারি)
শেরিল লি রাল্ফ (অ্যাবট এলিমেন্টারি)
* এছাড়া চলচ্চিত্রে আজীবন সম্মাননা হিসেবে সেসিল বি ডিমিল অ্যাওয়ার্ড এবং টেলিভিশন অঙ্গনের আজীবন স্বীকৃতি ক্যারল বারনেট অ্যাওয়ার্ড দেওয়া হবে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস