Connect with us

ঢালিউড

শাকিবের অপেক্ষার অবসান, হাতে গ্রিন কার্ড

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শাকিব খান

শাকিব খান (ছবি: ফেসবুক)

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতির জন্য টানা সাত মাস ধরে সেখানে অবস্থান করছেন চিত্রনায়ক শাকিব খান। অবশেষে দেশটির গ্রিন কার্ড পেলেন তিনি।

একাধিক ঘনিষ্ঠ সূত্রে খবরটি জানা গেলেও এখনো মুখ খুলেননি শাকিব। ২০২১ সালের নভেম্বরে দেশ ছাড়েন ঢালিউডের এই সুপারস্টার।

শাকিব খান

শাকিব খান (ছবি: ফেসবুক)

শোনা যাচ্ছে, গ্রিন কার্ডের মিশন সফল হওয়ায় জুলাইয়ের প্রথম দিকে দেশে ফিরবেন শাকিব। নিজের প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমার শুটিং করতে পারেন তিনি। এর মহরত হয়েছিল নিউইয়র্কে। হিমেল আশরাফের পরিচালনায় এতে তার বিপরীতে থাকছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি।

গত ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমাটি মুক্তি পায় প্রেক্ষাগৃহে। কিন্তু তিনি দেশে না থাকায় অংশ নিতে পারেননি প্রচারণায়।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ