Connect with us

ছবি ও কথা

গ্র্যামির লালগালিচা: ১৪ হাজার স্বর্ণের সেফটিপিনে গায়িকা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৬তম আসরের লালগালিচায় দামি পোশাক ও বেশভূষায় নজর কেড়েছেন গায়িকারা। তাদের জমকালো ফ্যাশন বেশ আলোচিত হচ্ছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় মনোনীতদের পা মাড়ানোর জন্য তাঁবুর নিচে লালগালিচা রেখেছেন গ্র্যামি আয়োজকেরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় ৪ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ৫ ফেব্রুয়ারি সকাল) পুরস্কার বিতরণের আগে লালগালিচায় ক্যামেরাবন্দি হয়েছেন অনেক গায়িকা।

আমেরিকান পপতারকা মাইলি সাইরাস পরেছেন ১৪ হাজার স্বর্ণের সেফটিপিন দিয়ে বানানো ঝলমলে গাউন। ফরাসি ফ্যাশন হাউস মেজোঁ মারজিলার মেটালিক নেটের মতো দেখতে এই পোশাক তৈরিতে লেগেছে ৬৭৫ ঘণ্টা।

মাইলি সাইরাসের সোনালি চুল ফোলাফাঁপা ঢঙে সাজানো।

 

মাইলি সাইরাস (ছবি: গ্র্যামি)

রুপালি ঝিকিমিকি গাউনে ব্রিটিশ-আলবেনিয়ান গায়িকা দুয়া লিপা। নিচু গলার পোশাকটি ডিজাইন করেছে ফরাসি ফ্যাশন হাউস কুরেজ। তার গলার নেকলেসটি আমেরিকান ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোম্পানির।

দুয়া লিপার গলায় দেখা গেছে আমেরিকান ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোম্পানির সুদৃশ্য নেকলেস।

দুয়া লিপা (ছবি: গ্র্যামি)

সাদা কাঁধখোলা গাউন ও কালো অপেরা হাতমোজায় আমেরিকান সুপারস্টার টেলর সুইফট। পা-চেরা পোশাকটির পেছনের অংশ বেশ লম্বা।

টেলর সুইফটের পোশাকটি ডিজাইন করেছেন ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার এলসা স্কিয়াপারেল্লি।

টেলর সুইফট (ছবি: গ্র্যামি)

মসৃণ ক্রিম রঙের সিকুইন গাউন ও গাঢ় লাল লিপস্টিকে আমেরিকান গায়িকা অলিভিয়া রড্রিগো।

অলিভিয়া রড্রিগোর পোশাকটি ডিজাইন করেছে ইতালিয়ান ফ্যাশন হাউস ভেরসাচি।

অলিভিয়া রড্রিগো (ছবি: গ্র্যামি)

ব্রিটিশ গায়িকা এলি গোল্ডিং কালো লেসের ফ্রকে আলো কেড়েছেন।

এলি গোল্ডিংয়ের পোশাকটি ডিজাইন করেছেন লেবানিজ ডিজাইনার জুহের মুরাদ।

আমেরিকান গায়িকা ডোজা ক্যাটের কপালে পোশাকটি তার্কিন-ব্রিটিশ ডিজাইনার দিলারা ফিন্দিকোলুর নাম লেখা। অসংখ্য উল্কি আঁকা এই গায়িকার পায়ে লাল রঙের হিল, চোখে চশমা ও মাথায় উল্টো করে পরা টুপি।

ছবি ও কথা

সোহিনী-শোভন: দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

পশ্চিমবঙ্গের অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলী ঘর বাঁধলেন। দক্ষিণ চব্বিশ পরগনার একটি খামারবাড়িতে আইনিভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আজ (১৫ জুলাই) ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ধুমধাম আয়োজনে এই যুগলের চার হাত এক হলো। ছবিতে দেখুন সোহিনী-শোভনের শুভ পরিণয়।

সোহিনী সরকার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।’

২০২৩ সালের ১৫ জুলাই শোভনের সঙ্গে দেখা হয় সোহিনীর। সেই প্রথম দেখার বর্ষপূর্তিতেই বিয়ের বন্ধনে জড়ালেন তারা।

বিয়েতে বেনারসি ও সোনার গয়নায় বাঙালি সাজে সেজেছিলেন সোহিনী। শোভনের পরনে ছিল সাদা সিল্কের ধুতি ও পাঞ্জাবি।

মালাবদলের পর সোহিনীর গালে ভালোবাসার চুম্বন দেন শোভন।

সম্প্রতি মুক্তি পেয়েছে সোহিনীর নতুন সিনেমা ‘অথৈ’। এতে তার সহ-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

পড়া চালিয়ে যান

ছবি ও কথা

বিয়ের আসরে তারকার ছেলেমেয়েদের ঝলক

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

বিশ্বের অন্যতম ধনী মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ও তার দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে আলাদাভাবে নজর কেড়েছেন তারকাদের সন্তানেরা। 

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলেমেয়ে সুহানা খান ও আরিয়ান খান (ছবি: এক্স)

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলেমেয়ে সুহানা খান ও আরিয়ান খান (ছবি: এক্স)

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ছেলেমেয়ে ইব্রাহিম আলি খান ও সারা আলি খান (ছবি: এক্স)

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ছেলেমেয়ে ইব্রাহিম আলি খান ও সারা আলি খান (ছবি: এক্স)

সোনালি রঙের জমকালো লেহেঙ্গায় প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর জ্যেষ্ঠ কন্যা জানভি কাপুর।

বর অনন্ত আম্বানির পক্ষে থাকার কথা পোশাকে লিখে এনেছিলেন অনন্যা পাণ্ডে (ছবি: এক্স)

বর অনন্ত আম্বানির পক্ষে থাকার কথা পোশাকে লিখে এনেছিলেন বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অভিনেত্রী অনন্যা পাণ্ডে (ছবি: এক্স)

হলুদ পোশাকে ঝলমলে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে (ছবি: এক্স)

বলিউড অভিনেতা অজয় দেবগণ ও তার ছেলে যুগ (ছবি: এক্স)

স্বামী ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে সুনীল শেঠির মেয়ে বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি (ছবি: এক্স)

পড়া চালিয়ে যান

ছবি ও কথা

বিয়েবাড়িতে ঐশ্বরিয়া, আরাধ্য ও বচ্চন পরিবার

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

বিশ্বের অন্যতম ধনী মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের ব্যয়বহুল বিয়ের আসরে হাজির হলো পুরো বচ্চন পরিবার। মুম্বাইয়ের জিয়ো ওয়ার্লড কনভেনশন সেন্টারে গত ১২ জুলাই ছিল এই আয়োজন। তবে স্বামী অভিষেক বচ্চন ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে একফ্রেমে দেখা যায়নি বচ্চনবধূ ঐশ্বরিয়া রাইকে। মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়েই সময় কাটিয়েছেন তিনি। 

ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য (ছবি: এক্স)

ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য (ছবি: এক্স)

(বাঁ থেকে) নব্যা নাভেলি নন্দা, জয়া বচ্চন, অমিতাভ বচ্চন, শ্বেতা নন্দা, অগস্ত্য নন্দা, শ্বেতার স্বামী নিখিল নন্দা ও অভিষেক বচ্চন একসঙ্গে ক্যামেরাবন্দি হন। সুখী পরিবারের ‘পিকচার পারফেক্ট ফ্রেম’ (ছবি: এক্স)

সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: এক্স)

(বাঁ থেকে) নব্যা নাভেলি নন্দা, জয়া বচ্চন, অমিতাভ বচ্চন, শ্বেতা নন্দা ও অগস্ত্য নন্দা (ছবি: এক্স)

ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য (ছবি: এক্স)

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ