Connect with us

বলিউড

ঘরের কাজ নিয়ে রাজকুমারের ওসিডি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

রাজকুমার রাও

রাজকুমার রাও (ছবি: ইনস্টাগ্রাম)

দীর্ঘ ১১ বছর মন দেওয়া-নেওয়ার পর ২০২১ সালের ১৫ নভেম্বর সাত পাকে বাঁধা পড়েন অভিনেতা রাজকুমার রাও এবং পত্রলেখা। বিয়ের পর কেমন কাটছে সংসার জীবন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন রাজকুমার।

বাড়িতে খুব সাধারণ রুটিনে চলেন রাজকুমার রাও। অভিনেতা বলেন, ‘পর্দায় বাস্তব চরিত্রগুলোকে তুলে ধরি। তাই বাড়িতেও বাস্তব হওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ। দু’জনেই ঘরের সমস্ত কাজ সামলাই।’

যোগ করে বলিউডের এই অভিনেতা বলেন, ‘কিন্তু আমার ওসিডি আছে তাই আমি চাই জিনিসগুলো সুসংগঠিত ও পরিষ্কার হোক। ও (পত্রলেখা) হয়ে গিয়েছে বললেও, আমি আবার সেগুলোকে পরিষ্কার করি।’

রাজকুমার রাও ও পত্রলেখা

রাজকুমার রাও ও পত্রলেখা (ছবি: ইনস্টাগ্রাম)

৩৭ বছর বয়সী এই তারকার বাড়িতে বাসন ধোওয়া অন্যতম প্রিয় কাজ। মায়ের সঙ্গে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তার। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘বাসন ধুতে আমার সবথেকে ভালো লাগে। ছোটবেলায় মায়ের সাহায্য করতে এই কাজ করতাম। আর ঘর ঝাড়ু দিতেও ভালো লাগে।’

সবশেষ বাধাই দো সিনেমাতে দেখা গেছে রাজকুমার রাওকে। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন ভূমি পেড়নেকর। এছাড়াও তার হাতে বর্তমানে রয়েছে হিট: দ্য ফার্স্ট কেস, মিস্টার অ্যান্ড মিসেস মাহি ও ভেড-এ।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ