Connect with us

ওটিটি

‘এই মুহূর্তে’: অনেক বছর পর সারা যাকের, ওটিটিতে সুনেরাহর অভিষেক

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

দেশের আলোচিত তিন পরিচালক পিপলু আর খান, মেজবাউর রহমান সুমন ও আবরার আতহারের কাজ প্রথমবার একফ্রেমে দেখা যাবে। তিনটি পৃথক গল্প নিয়ে তাদের সংকলিত ওয়েব ফিল্মটির নাম ‘এই মুহূর্তে’। আগামীকাল ২৩ জুন রাত ৮টায় চরকিতে দেখা যাবে এটি। এর মাধ্যমে অভিনয়ে ফিরেছেন সারা যাকের। এছাড়া ওটিটিতে সুনেরাহ বিনতে কামালের অভিষেক হচ্ছে। চলুন ওয়েব ফিল্মটির গল্পগুলো জেনে নেওয়া যাক।

এই মুহূর্তে

‘এই মুহূর্তে’ ওয়েব ফিল্মের ‘কল্পনা’ গল্পের পোস্টার (ছবি: চরকি)

কল্পনা
দুটি অপরিচিত মানুষের আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে একটি মুহূর্তের গল্প আবর্তিত হয়েছে ‘কল্পনা’য়। এতে আরও দুইজন মানুষের আবির্ভাব হয়, যারা নিজেদের মতো নতুনভাবে দেখে। বিজ্ঞাপন জগতে পরিচিত পিপলু আর খান এটি পরিচালনা করেছেন।

‘কল্পনা’র মাধ্যমে প্রায় দেড় দশক পর সারা যাকেরের অভিনয় দেখবে দর্শক। তার সঙ্গে আছেন জাহিদ হাসান। এছাড়া আছেন নবীন অভিনয়শিল্পী তানজিম সাইয়ারা তটিনী ও দিব্য জ্যোতি।

পিপলু আর খান বলেন, ‘এক অর্থে এটি আমার প্রথম ফিকশন। এর যে সামাজিক সচেতনতা আছে তা সময়োপযোগী। এই মুহূর্তে হচ্ছে আমাদের সমাজের এক ধরনের পরাজয়ের গল্প, হেরে যাওয়ার গল্প। এটাই আমরা সৃজনশীলভাবে দর্শকের কাছে তুলে ধরতে চেয়েছি।’

এই মুহূর্তে

‘এই মুহূর্তে’ ওয়েব ফিল্মের ‘কোথায় পালাবে বলো রূপবান’ গল্পের পোস্টার (ছবি: চরকি)

কোথায় পালাবে বলো রূপবান
লোকগাথার রূপবানকে রাজার আদেশে ১২ দিনের শিশু কোলে নিয়ে যেতে হয়েছিল বনবাসে। তবে বর্তমান সময়ের রূপবান সেই রূপবানের চেয়ে অনেক আলাদা। যদিও তার কোলেও আছে এক শিশু। যে শিশুকে সে স্বেচ্ছায় বয়ে নিয়ে চলেছে কংক্রিটের বনে।

‘কোথায় পালাবে বলো রূপবান’-এ একজন নারীর লড়াই দেখিয়েছেন পরিচালক মেজবাউর রহমান সুমন। রূপবান-এর মূল চরিত্রে আছেন প্রিয়ন্তী উর্বী। এর মাধ্যমে ওটিটিতে অভিষেক হচ্ছে তার।

রূপবান চরিত্রের জন্য কী প্রস্তুতি নিয়েছেন জানতে চাইলে প্রিয়ন্তী উর্বী বলেন, ‘প্রায় তিন মাস ধরে আমার গ্রুমিং চলেছে। হাসতে বারণ ছিল, কারণ বাস্তবে আমি কারণে অকারণে খুব হাসি। শুটিংয়ের সাতদিন আমার ফোন ব্যবহার করা নিষেধ ছিল। এছাড়া সারাদিন আমার কোলে একটা নবজাতক ছিল। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে কাজটি করে। দর্শকদের কেমন লাগবে সেই অপেক্ষায় আছি।’

প্রায় একযুগ পর ফিকশন বানালেন মেজবাউর রহমান সুমন। তাই ‘এই মুহূর্তে’ নিয়ে তিনি বেশ আনন্দিত। তার কথায়, ‘ওয়েব ফিল্মটির মধ্য দিয়ে আমাদের তিন পরিচালকের একে অপরের মধ্যে চিন্তার জায়গাগুলোর আদান-প্রদান হয়েছে।’

‘কোথায় পালাবে বলো রূপবান’-এ উর্বীর পাশাপাশি আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, রাশেদা রাখি, কামরুজ্জামান তপু, দৃষ্টি প্রামাণিকসহ অনেকে।

এই মুহূর্তে

‘এই মুহূর্তে’ ওয়েব ফিল্মের ‘ওয়ান পিস মেড কারিগর ইজ ডেড’ গল্পের পোস্টার (ছবি: চরকি)

ওয়ান পিস মেড কারিগর ইজ ডেড
আবরার আতহার পরিচালিত ‘ওয়ান পিস মেড কারিগর ইজ ডেড’-এ প্রায় ২৫ জন অভিনয়শিল্পী কাজ করেছেন। তাদের মধ্যে অন্যতম ‘ন ডরাই’ সিনেমার সুনেরাহ বিনতে কামাল। এর মাধ্যমে ওটিটিতে অভিষেক হচ্ছে তার। এছাড়া দীর্ঘদিন পর শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী দম্পতিকে একসঙ্গে দেখা যাবে।

গল্পটিতে পুরো বংশ মিলে পরিকল্পনা করে ফারহা’র পারিবারিক জীবন নিয়ে সালিশ বসায়। তখন বাবা, মা, টাকাওয়ালা প্রভাবশালী আঙ্কেল, শাশুড়ি আর একজন কাজিন জড়িয়ে যায় জটিল ন্যারেটিভের খেলায়। একই সময়ে পাশের বাড়িতে ঘটে যায় তুলকালাম কাণ্ড।

পরিচালক আবরার আতহার বলেন, ‘পিপলু ভাই ও সুমন ভাইয়ের সঙ্গে কাজ করা ছিলো আমার জন্য ভয়ের, চ্যালেঞ্জিং ও রোমাঞ্চকর। অনেক কিছু শেখারও ছিলো। আমরা সবাই প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ঘটে এমন সমসাময়িক বিষয় নিয়ে কাজ করেছি।’

‘ওয়ান পিস মেড কারিগর ইজ ডেড’-এ আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, ইয়াশ রোহান, তাসলিমা হোসেন নদী, আশীষ খন্দকার, ইরফান সাজ্জাদ, শরীফ সিরাজ, তৌফিকুল ইসলাম ইমন, আরিক আনাম খান, নাওয়াফ নাসের, সায়রাজ মেহেদি রিংকু, শরিফুল ইসলাম, সৈয়দ গোলাম সারওয়ার, ইউনুস আলী, সৈয়দ নাজমুস সাকিব, ইফতেখার ইমাজ, ফাহি তানু, রিমন হোসেন খান, বিজয়া রত্নাবলি, সোহান রহমান, রিয়াসাত সালেকিন, আবরার জাহিন রাফি, ইমান প্রধান, আতহার মিজবাহ অর্ণব প্রমুখ।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ