Connect with us

ওটিটি

চরকির দ্বিতীয় বর্ষপূর্তি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

কর্মীদের বন্ধনে চরকির লোগো (ছবি: চরকি)

বাংলা কন্টেন্ট বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে ২০২১ সালের ১২ জুলাই যাত্রা শুরু করে ‘চরকি’। দেশের এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম আজ দুই বছর পূর্ণ করে তৃতীয় বছরে পা রাখলো।

গত দুই বছরে প্রায় ৮০টির বেশি মৌলিক কন্টেন্ট মুক্তি দিয়েছে চরকি। এরমধ্যে ওয়েব সিরিজ ‘গুটি’, ‘ইন্টার্নশিপ’, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, ‘শাটিকাপ’, ‘সিন্ডিকেট’, ‘ঊনলৌকিক’, ‘জাগো বাহে’ এবং ওয়েব ফিল্ম ‘ঊনিশ২০’, ‘আন্তঃনগর’, ‘দুই দিনের দুনিয়া’, ‘টান’, ‘রেডরাম’, ‘এই মুহূর্তে’ দর্শকপ্রিয়তা পেয়েছে। ফলে প্রবীণ পরিচালকদের কাজ যেমন সমাদৃত হয়েছে, তেমনি নবীনরাও আলোচিত হয়েছেন।

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে নাসিরউদ্দিন খান (ছবি: চরকি)

মৌলিক কন্টেন্টের পাশাপাশি বিদেশি ভাষার সিনেমা ও সিরিজ বাংলায় ডাব করে মুক্তি দিয়েছে চরকি। ১৯৮টি দেশ থেকে ৩১টি মুদ্রা (কারেন্সি) দিয়ে চরকির সাবস্ক্রিপশন কেনা ও উপভোগ করছে দর্শকেরা।

চরকির কর্মীরা (ছবি: চরকি)

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা ও মূল স্বপ্নদ্রষ্টা রেদওয়ান রনি বলেন, ‘চরকি দুই বছরে দর্শকদের যে ভালোবাসা পেয়েছে, যে সাফল্য ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে তাতে আমরা ধন্য। এগুলো সম্ভব হয়েছে চরকির দুর্দান্ত সব কন্টেন্টের সুবাদে।’

তমা মির্জা

‘খাঁচার ভেতর অচিন পাখি’তে ফজলুর রহমান বাবু ও তমা মির্জা (ছবি: চরকি)

দুই বছরে চরকির ঝুলিতে এসেছে বেশ কিছু দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসে তিনটি শাখায় জিতেছে চরকি। এগুলো হলো সেরা ফিচার ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’, সেরা ড্রামা সিরিজ ‘জাগো বাহে’ এবং সেরা পরিচালক (ফিকশন) মোহাম্মদ তাওকীর ইসলাম (শাটিকাপ)।

শাটিকাপ

‘শাটিকাপ’ সিরিজের পোস্টার (ছবি: চরকি)

চলতি বছর রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে জায়গা পায় নুহাশ হুমায়ূন পরিচালিত চরকির মৌলিক সংকলিত সিরিজ ‘পেট কাটা ষ’। এর ১১০ মিনিটের সিনেমা সংস্করণ দেখানো হয় উৎসবটিতে।

এর আগে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১-এ শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম ও শ্রেষ্ঠ ওয়েব সিরিজসহ মোট ৮টি পুরস্কার জিতে নেয় চরকি। এছাড়া মেরিল প্রথম আলো পুরস্কার ২০২১-এ সমালোচক দৃষ্টিতে তিনটি ও তারকা জরিপে ১টি পুরস্কার জিতেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।

‘ঊনিশ২০’ ফিল্মে আরিফিন শুভ ও আফসান আরা বিন্দু (ছবি: চরকি)

ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২-এ বিশেষ পুরস্কার পেয়েছে চরকি। বাংলাদেশের প্রধান ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে চরকি ‘বেস্ট ইনিশিয়েটিভ টু অ্যাকুয়ার সাবস্ক্রাইবার’ শাখায় সম্মানজনক স্বীকৃতি পায়।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ