ঢালিউড
ছেলেকে সামনে আনলেন শাকিব-বুবলী, নাম শেহজাদ খান বীর
গুঞ্জনই সত্যি হলো। ছেলের মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার সন্তানের বাবা ঢালিউড সুপারস্টার শাকিব খান। তাদের ছেলের নাম শেহজাদ খান বীর। আজ (৩০ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় ছেলের নাম ও ছবি শেয়ার করেছেন দুই তারকা।
ঠিক দুপুর ১২টায় হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়ে বুবলী লিখেছেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’
বুবলীর পোস্টে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেড় লাখের বেশি লাইক এবং ৬৩ হাজার কমেন্ট পড়েছে। তার শেয়ার করা ছেলের ছবি শেয়ার হয়েছে ১৪ হাজার বার।
বুবলীর ১৯ মিনিট পর সোশ্যাল মিডিয়ায় শাকিব খান প্রায় একই কথা লিখে ছেলের ছবি শেয়ার করেন। তার পোস্টে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেড় লাখের বেশি লাইক এবং প্রায় ১০ হাজার কমেন্ট পড়েছে। তবে কমেন্ট অপশন সীমিত করে রেখেছেন তিনি।
তবে দুই তারকাই বিয়ের দিনক্ষণ আর বর্তমানে তাদের সম্পর্কের অবস্থার কথা এড়িয়ে গেছেন। ফলে তাদের বিয়ে কিংবা বিচ্ছেদের তথ্য এখনও অজানা।
গত ২৭ সেপ্টেম্বর রাতে ফেসবুকে বেবি বাম্পের (গর্ভাবস্থা) ছবি শেয়ার করে মা হওয়ার আভাস দিয়ে ব্যাপক আলোচিত হন বুবলী। তিনি লিখেছেন, ‘আমার প্রাণের সঙ্গে আমি।’ পাশাপাশি হৃদয় আকৃতির ইমোজি ছয়বার এবং ‘ফিরে দেখা আমেরিকা’ হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন।
পরে রাতে ‘চাদর’ সিনেমার শুটিংয়ের ফাঁকে সংবাদমাধ্যমকে বুবলী বলেন, ‘সবাইকে সম্মানের সঙ্গে হাতজোড় করে বলছি, কয়েকদিনের মধ্যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো।’
বিয়ে করেই সন্তানের মা হওয়ার ইঙ্গিত দেন বুবলী, ‘আমি একজন মুসলিম। সবকিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে। সবকিছু অবশ্যই সুন্দর শালীনভাবেই হয়েছে। কয়েকদিনের মধ্যে আমি পরিষ্কার করবো।’
জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ বীরের জন্ম হয়েছে। সন্তান জন্মদানের একবছর পর দেশে ফিরে আবার সিনেমায় ব্যস্ত হন বুবলী। কিন্তু মা হওয়ার খবর খুব সতর্কতার সঙ্গে গোপন রেখেছিলেন তিনি। শোনা যায়, শাকিব তাকে ছেলের খবর গোপন রাখতে বলেন।
আজ জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমার শুটিং করার কথা ছিল বুবলীর। কিন্তু ছেলের নাম ও ছবি প্রকাশের পর সংবাদমাধ্যমের বাড়তি মনোযোগের কারণে তিনি সেটি বাতিল করেছেন।
এদিকে গতকাল (২৯ সেপ্টেম্বর) ফেসবুকে ‘লিডার: আমিই বাংলাদেশ’-এর গানের শুটিংয়ের জন্য কেনাকাটা করার ছবি শেয়ার করেন বুবলী। তপু খানের পরিচালনায় এটি হতে যাচ্ছে শাকিবের সঙ্গে তার আপাতত শেষ সিনেমা। আগামীকাল (১ অক্টোবর) গানটির শুটিং হওয়ার কথা রয়েছে।
২০১৬ সালে শাকিবের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন সংবাদ পাঠিকা হিসেবে পরিচিত শবনম বুবলী। এরপর ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘বীর’ ও ‘বিদ্রোহী’ সিনেমায় টানা শাকিবের বিপরীতে অভিনয় করেন তিনি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস