Connect with us

শুভেচ্ছা

ছেলের হলুদ সন্ধ্যায় গাইলেন আসিফ, বসলো তারার মেলা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আসিফ আকবর

হলুদ সন্ধ্যায় গাইছেন আসিফ আকবর, (ডানে) পরিবারের সঙ্গে জনপ্রিয় এই কণ্ঠশিল্পী (ছবি: ফেসবুক)

সংগীত তারকা কণ্ঠশিল্পী আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণ’র গায়ে হলুদ হয়ে গেলো। অনুষ্ঠানে গান গেয়েছেন আসিফ। তার ছেলেকে শুভকামনা জানাতে বসেছিলো তারার মেলা। আসিফ ও তার পরিবারকে অভিনন্দন জানান বিভিন্ন অঙ্গনের তারকারা।

অতিথিদের অভ্যর্থনা জানানোর পাশাপাশি গোটা অনুষ্ঠান জুড়ে সেলফির আবদার মিটিয়েছেন আসিফ। এরপর তিনি গেয়ে শোনান আবার এলো যে সন্ধ্যা গানটি।

আসিফ আকবর

শাফকাত আসিফ রণ ও ইসমত শেহরীন ঈশিতা (ছবি: ফেসবুক)

রণ-ঈশিতাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন চিত্রনায়ক ওমর সানী, সাইমন সাদিক, সংগীতশিল্পী মনির খান, আরফিন রুমি, অয়ন চাকলাদার, ফোয়াদ নাসের বাবু, ইমন সাহা, ইথুন বাবু, শওকত আলি ইমন, জুয়েল মোর্শেদ, কণ্ঠশিল্পী আলম আরা মিনু, দিলশাদ নাহার কণা, বেলাল খান, মুহিন খান, কিশোর দাশ, সুজন আরিফ, তানজিনা রুমা, লোপা হোসেইন, টিনা রাসেল, ধ্রুব গুহ, গীতিকবি সংঘের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

গত ২৪ সেপ্টেম্বর গোপালগঞ্জের কাশিয়ানীর বাসিন্দা ইমতিয়াজ হোসেন সাহেবের কনিষ্ঠা কন্যা ইসমত শেহরীন ঈশিতার সঙ্গে শাফকাত আসিফ রণ’র বাগদান সম্পন্ন হয়। এর দুই দিন পর সোশ্যাল মিডিয়ায় সুখবরটি দেন আসিফ। বিয়ের যাবতীয় উৎসবের জন্য নিজের কাজ থেকে দশ দিনের ছুটি নিয়েছেন তিনি।

রণ ও ঈশিতা দুইজনই পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন।

আসিফ আকবর

মেয়ে ও স্ত্রী সালমা মিতুর পাশে আসিফ আকবর (ছবি: ফেসবুক)

আসিফের ছোট ছেলের নাম শাফায়াত আসিফ রুদ্র। সম্প্রতি কন্যাসন্তানের বাবা হন আসিফ। তার মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গন। হলুদ সন্ধ্যায় সে ছিলো মা সালমা মিতুর কোলে। তাকেও অতিথিরা শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ