বলিউড
‘জওয়ান’: তিন ভাষায় শাহরুখের নতুন গান, বিশ্বব্যাপী ট্রেন্ডিংয়ে

‘জওয়ান’ সিনেমার ‘জিন্দা বান্দা’ গানে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)
বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রত্যাশিত সিনেমা ‘জওয়ান’কে ঘিরে উন্মাদনা নতুন উচ্চতায় পৌঁছেছে। কারণ এর প্রথম গান তিনটি ভাষায় অবমুক্ত হয়েছে আজ (৩১ জুলাই) দুপুরে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিশ্বব্যাপী ট্রেন্ডিংয়ে শীর্ষ দশে আছে এর শিরোনাম ‘জিন্দা বান্দা’।

‘জিন্দা বান্দা’ হ্যাশট্যাগ টুইটারে বিশ্বব্যাপী ট্রেন্ডিংয়ে শীর্ষ দশে
গানটিতে জাঁকজমকপূর্ণ আবহে শাহরুখকে সহস্রাধিক নারীর সঙ্গে দ্রুতলয়ের তালে নাচতে দেখা গেছে। তাদের মধ্যে অন্যতম বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা, দক্ষিণী নায়িকা প্রিয়ামনি, গায়িকা সঞ্জিতা ভট্টাচার্য।
‘জিন্দা বান্দা’য় ৫৭ বছর বয়সী এই অভিনেতার প্রাণচাঞ্চল্য ও নাচের প্রতি নিবেদন দেখে মুগ্ধ দর্শকরা। নৃত্য পরিচালনা করেছেন শোবি। সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি গানটি গেয়েছেন কণ্ঠ দিয়েছেন ‘কোলাভেরি ডি’ খ্যাত অনিরুদ্ধ রবিনচন্দ্র। এটি লিখেছেন ইরশাদ কামিল।

‘জওয়ান’ সিনেমার ‘জিন্দা বান্দা’ গানে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)
‘জিন্দা বান্দা’র শুটিং হয়েছে পাঁচ দিন ধরে। এতে সিনেমাটির মেজাজ, বিশাল পরিসর ও অনুরণন মিলেছে। তামিল ভাষায় ‘বান্দা এদাম’ এবং তেলুগুতে এর শিরোনাম ‘ধুমে ধুলিপেলা’। শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট সিনেমাটির গানের স্বত্ব বিক্রি করেছে ৩৬ কোটি রুপিতে।

‘জওয়ান’ সিনেমার ‘জিন্দা বান্দা’ গানে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)
কিছুদিন আগে প্রকাশিত ‘জওয়ান’-এর প্রিভিউতে পাঁচটি অবয়বে হাজির হয়েছেন শাহরুখ। এরমধ্যে তার টাক মাথা ঝড় তুলেছে নেট দুনিয়ায়।

‘জওয়ান’ সিনেমার ‘জিন্দা বান্দা’ গানে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)
সিনেমাটির মাধ্যমে দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ও অভিনেতা বিজয় সেতুপতির অভিষেক হতে চলেছে বলিউডে। এছাড়া আছেন আলিয়া কুরেশি, রিধি দোগরা, সুনীল গ্রোভার, মুকেশ ছাবরা, গিরিজা ওক, লেহার খান। বিশেষ একটি চরিত্রে থাকছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

‘জওয়ান’ সিনেমার ‘জিন্দা বান্দা’ গানে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)
দক্ষিণী সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় বিশাল বাজেটের অ্যাকশনে ঠাসা রোমাঞ্চকর সিনেমাটির জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ‘জওয়ান’ যৌথভাবে প্রযোজনা করেছেন শাহরুখ-পত্নী গৌরি খান এবং গৌরব ভার্মা। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে এই সিনেমা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস