বলিউড
জন্মদিনে শাহরুখ বললেন, ‘আপনাদের চেয়ার বেঁধে নিন’
পাঁচ বছরের বিরতি শেষে বড় পর্দায় ফিরতে যাচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে তার অ্যাকশনধর্মী নতুন সিনেমা ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এতে একজন গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে তাকে। যশরাজ ফিল্মসের সুবর্ণজয়ন্তীর অংশ হিসেবে তৈরি হয়েছে এটি।
আজ (২ নভেম্বর) শাহরুখের ৫৭তম জন্মদিন উপলক্ষে ‘পাঠান’ সিনেমার টিজার উন্মুক্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি এটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘আপনাদের চেয়ার বেঁধে নিন।’
Apni kursi ki peti baandh lijiye…#PathaanTeaser OUT NOW! Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you on 25th January, 2023. Releasing in Hindi, Tamil and Telugu. @deepikapadukone | @TheJohnAbraham | #SiddharthAnand | @yrf pic.twitter.com/eZ0TojKGga
— Shah Rukh Khan (@iamsrk) November 2, 2022
শাহরুখের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা ভক্তদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে টিজারটি। ‘পাঠান’ সিনেমায় শাহরুখের বিপরীতে থাকছেন দীপিকা পাড়ুকোন। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার পর আবারও তাদের রসায়ন দেখা যাবে। খলচরিত্রে আসছেন জন আব্রাহাম।
গত জুনে বলিউডে ৩০ বছর পূর্ণ করেন শাহরুখ। তার অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫) আজ কয়েকটি সিনেমা হলে মুক্তি দিয়েছে যশরাজ ফিল্মস।
জন্মদিনের প্রথম প্রহরে নিজের মান্নাতের সামনে অগণিত ভক্তের ভালোবাসায় সিক্ত হন বলিউড বাদশা। সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন ফলোয়ার এবং বি-টাউনের বাসিন্দারা।
শাহরুখকে কিছুদিন আগে করণ জোহর প্রযোজিত ও অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে। তার অভিনীত ৯ মিনিট বিনামূল্যে দেখতে অবমুক্ত করেছে ডিজনি প্লাস হটস্টার। আগামী ৪ নভেম্বর সিনেমাটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে। এতে প্রধান চরিত্রে আছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন ও মৌনি রয়।
চলতি বছর ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’, ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়ও অতিথি চরিত্রে দেখা গেছে শাহরুখকে। প্রধান চরিত্রে তার সবশেষ সিনেমা আনন্দ এল. রাই পরিচালিত ‘জিরো’ মুক্তি পায় ২০১৮ সালে।
২০২৩ সালে অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’ এবং রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাংকি’ সিনেমা দুটিতেও শাহরুখকে দেখা যাবে। ‘জাওয়ান’ মুক্তি পাবে ২০২৩ সালের ২ জুন। এতে দ্বৈত চরিত্রে থাকছেন তিনি। এছাড়াও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার।
‘ডাংকি’ সিনেমা হলে আসবে ২০২৩ সালের ২২ ডিসেম্বর। এতে আরও অভিনয় করছেন তাপসী পান্নু, সতীষ শাহ ও বোমান ইরানি। অভিবাসন নিয়ে সামাজিক বক্তব্য থাকছে এই সিনেমায়। বুদাপেস্ট, লন্ডন ও মুম্বাইয়ের পর সৌদি আরবে এর শুটিং হবে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা11 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস