Connect with us

বলিউড

জন্মদিনে শাহরুখ বললেন, ‘আপনাদের চেয়ার বেঁধে নিন’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

পাঠান

‘পাঠান’ সিনেমার পোস্টার দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান ও জন আব্রাহাম (ছবি: টুইটার)

পাঁচ বছরের বিরতি শেষে বড় পর্দায় ফিরতে যাচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে তার অ্যাকশনধর্মী নতুন সিনেমা ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এতে একজন গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে তাকে। যশরাজ ফিল্মসের সুবর্ণজয়ন্তীর অংশ হিসেবে তৈরি হয়েছে এটি।

আজ (২ নভেম্বর) শাহরুখের ৫৭তম জন্মদিন উপলক্ষে ‘পাঠান’ সিনেমার টিজার উন্মুক্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি এটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘আপনাদের চেয়ার বেঁধে নিন।’

শাহরুখের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা ভক্তদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে টিজারটি। ‘পাঠান’ সিনেমায় শাহরুখের বিপরীতে থাকছেন দীপিকা পাড়ুকোন। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার পর আবারও তাদের রসায়ন দেখা যাবে। খলচরিত্রে আসছেন জন আব্রাহাম।

গত জুনে বলিউডে ৩০ বছর পূর্ণ করেন শাহরুখ। তার অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫) আজ কয়েকটি সিনেমা হলে মুক্তি দিয়েছে যশরাজ ফিল্মস।

শাহরুখ খান

নিজের বাড়িতে শাহরুখ খান, পেছনে জনসমুদ্র (ছবি: টুইটার)

জন্মদিনের প্রথম প্রহরে নিজের মান্নাতের সামনে অগণিত ভক্তের ভালোবাসায় সিক্ত হন বলিউড বাদশা। সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন ফলোয়ার এবং বি-টাউনের বাসিন্দারা।

শাহরুখকে কিছুদিন আগে করণ জোহর প্রযোজিত ও অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে। তার অভিনীত ৯ মিনিট বিনামূল্যে দেখতে অবমুক্ত করেছে ডিজনি প্লাস হটস্টার। আগামী ৪ নভেম্বর সিনেমাটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে। এতে প্রধান চরিত্রে আছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন ও মৌনি রয়।

শাহরুখ খান

নিজের বাড়িতে শাহরুখ খান, সামনে জনসমুদ্র (ছবি: টুইটার)

চলতি বছর ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’, ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়ও অতিথি চরিত্রে দেখা গেছে শাহরুখকে। প্রধান চরিত্রে তার সবশেষ সিনেমা আনন্দ এল. রাই পরিচালিত ‘জিরো’ মুক্তি পায় ২০১৮ সালে।

২০২৩ সালে অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’ এবং রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাংকি’ সিনেমা দুটিতেও শাহরুখকে দেখা যাবে। ‘জাওয়ান’ মুক্তি পাবে ২০২৩ সালের ২ জুন। এতে দ্বৈত চরিত্রে থাকছেন তিনি। এছাড়াও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার।

‘ডাংকি’ সিনেমা হলে আসবে ২০২৩ সালের ২২ ডিসেম্বর। এতে আরও অভিনয় করছেন তাপসী পান্নু, সতীষ শাহ ও বোমান ইরানি। অভিবাসন নিয়ে সামাজিক বক্তব্য থাকছে এই সিনেমায়। বুদাপেস্ট, লন্ডন ও মুম্বাইয়ের পর সৌদি আরবে এর শুটিং হবে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ