Connect with us

ওটিটি

জয়ার প্রথম হিন্দি সিনেমা গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘কড়ক সিং’ সিনেমার পোস্টারে জয়া আহসান (ছবি: জিফাইভ)

একই সিনেমা দিয়ে বলিউড এবং ওটিটিতে অভিষেক হতে চলেছে নন্দিত অভিনেত্রী জয়া আহসানের। তার অভিনীত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এর দুটি পোস্টার উন্মোচন হয়েছে। এরমধ্যে একটিতে তাকে দেখা গেছে। এটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়েছেন তিনি।

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে আগামী ৮ ডিসেম্বর মুক্তি পাবে ‘কড়ক সিং’। এর আগে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী হবে ভারতের গোয়াতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৪তম আসরে। উৎসবের গালা প্রিমিয়ারে রয়েছে এটি।

অনিরুদ্ধ রায় চৌধুরী ও জয়া আহসান (ছবি: ফেসবুক)

২ ঘণ্টা ১৫ মিনিটের রহস্য ও সাসপেন্স নিয়ে থ্রিলারধর্মী সিনেমাটির গল্পে দেখা যাবে সংকটের মুখে একটি পরিবারের একত্রিত হওয়ার হৃদয়ছোঁয়া গল্প। কলকাতা ও মুম্বাইয়ে এর শুটিং হয়েছে। অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, সানজানা সঙ্গী, পার্বতী থিরুভোথু, পরেশ পাহুজা, বরুণ বুদ্ধদেব, দিলীপ শঙ্করসহ অনেকে। গল্পটি লিখেছেন রিতেশ শাহ, বিরাফ সরকারি ও অনিরুদ্ধ রায় চৌধুরী। চিত্রগ্রহণ করছেন অভিক মুখোপাধ্যায়। সংগীত পরিচালনায় শান্তনু মৈত্র।

‘ফেরেশতে’র দৃশ্যে রিকিতা নন্দিনী শিমু ও জয়া আহসান (ছবি: ইমাশ সিনেমা)

এবারের গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমা অব দ্য ওয়ার্ল্ড শাখায় আমন্ত্রণ পেয়েছে জয়া আহসানের বাংলা সিনেমা ‘ফেরেশতে’। এটি পরিচালনা করেছেন ইরানের মোর্তজা অতাশ জমজম। তার সঙ্গে মিলে চিত্রনাট্য লিখেছেন মুমিত আল রশিদ। সিনেমাটি প্রযোজনা করেছেন শাহীন সুলতানা।

জয়া আহসান (ছবি: এক্স)

৫৪তম আইএফএফআই’র ইন্ডিয়ান প্যানোরামায় রয়েছে জয়া আহসান অভিনীত পশ্চিমবঙ্গের বাংলা সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় এতে বাংলাদেশের উঠতি গায়িকা মেঘনা চরিত্রে দেখা গেছে তাকে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন কৌশিক সেন ও চুর্নি গাঙ্গুলী। আগামী ২০ নভেম্বর শুরু হয়ে ৫৪তম গোয়া উৎসব চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ