ঢালিউড
জয় ঘুমানোর সময় শাকিবের পথে বসে থাকার ছবিটি ভাইরাল
লোহার বেঞ্চে জিন্স, টি-শার্ট ও কেডস পরে শুয়ে ঘুমাচ্ছে আব্রাম খান জয়। তার সামনে দুই হাত ভাঁজ করা হাঁটুর ওপর রেখে পথে বসেই ঘুমের ভান ধরে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার চোখে সানগ্লাস। চুলগুলো এলোমেলো। জয় ঘুমানোর সময় শাকিবের পথে বসে থাকার ছবিটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজের শিল্পীরা এটি শেয়ার করেছেন। বাবা হিসেবে এই তারকার প্রশংসা করেছেন অনেকে।
শাকিব আজ (২৫ জুলাই) দুপুরে ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘আমার পাপাটার প্রথম আমেরিকা ভ্রমণ!’ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও এটি শেয়ার করেছেন তিনি।
ইনস্টাগ্রামে শাকিবের এই পোস্টে লাইক পড়েছে প্রায় ৪৪ হাজারের বেশি। ইনস্টাগ্রামে তার অন্যান্য পোস্টের তুলনায় এই সংখ্যা কয়েক গুণ বেশি। এছাড়া ফেসবুকে লাইক পড়েছে ১ লাখ ৬৩ হাজারের বেশি। ফেসবুকেও এই অভিনেতার অন্যান্য পোস্টের তুলনায় এই সংখ্যা অনেক হাজার বেশি।
চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে প্রথমবার যুক্তরাষ্ট্রে গেছে জয়। তাদের বেশ কিছুদিন আগে থেকেই আমেরিকায় অবস্থান করছেন শাকিব। বাবা-ছেলে মিলে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছে। তবে আজই প্রথম ছেলের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন তিনি। নায়াগ্রা জলপ্রপাতের কাছের এলাকায় এটি মোবাইল ফোনে তুলে দিয়েছেন পরিচিত একজন। যদিও অনেকে অনুমান করেছে, অপু বিশ্বাস বাবা-ছেলের ছবিটি তুলেছেন। তারা এখন আছেন নিউইয়র্কে।
এদিকে মুক্তির চতুর্থ সপ্তাহেও হাউসফুল যাচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’। কানাডা ও যুক্তরাষ্ট্রের সিনেমাহলেও চলছে এটি। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমার নায়িকা ইধিকা পাল ঢাকায় এসে দেখে আবার কলকাতায় ফিরে গেছেন।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা11 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস