ঢালিউড
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১: ‘নোনাজলের কাব্য’ শীর্ষে, অভিনয়ে সেরা বাঁধন-সিয়াম
দেশীয় সিনেমার সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ বিজয়ীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৬ জানুয়ারি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। এতে স্বাক্ষর করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। শিগগিরই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এবার ২৭টি বিভাগে বেশ কয়েকটি সিনেমা পুরস্কৃত হয়েছে। এরমধ্যে সর্বাধিক সাতটি শাখায় পুরস্কার পেয়েছে জলবায়ু পরিবর্তনের বক্তব্যধর্মী সিনেমা ‘নোনা জলের কাব্য’। এগুলো হলো সেরা সিনেমা (যৌথভাবে), সেরা অভিনেত্রী (তাসনোভা তামান্না, যৌথভাবে), সেরা পরিচালক ও সেরা কাহিনিকার (রেজওয়ান শাহরিয়ার সুমিত), সেরা পার্শ্ব-অভিনেতা (ফজলুর রহমান বাবু), সেরা শিল্প নির্দেশক (শিহাব নূরুন নবী) এবং সেরা পোশাক পরিকল্পনা (ইদিলা ফারিদ তুরিন)।
দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি পুরস্কার পাচ্ছে ‘লাল মোরগের ঝুঁটি’। তিনটি করে পুরস্কার পেতে যাচ্ছে ‘পদ্মপুরাণ’ এবং ‘যৈবতী কন্যার মন’। দুটি করে পুরস্কার পাচ্ছে ‘মৃধা বনাম মৃধা’ এবং কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে স্থান পাওয়া ‘রেহানা মরিয়ম নূর’। আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
আজীবন সম্মাননাপ্রাপ্তদের ৩ লাখ টাকা করে সম্মানী দেওয়া হবে। এছাড়া সেরা পূর্ণদের্ঘ্য সিনেমার প্রযোজক ও সেরা পরিচালকের জন্য ২ লাখ টাকা করে রয়েছে। অন্যান্য শাখার বিজয়ীদের ১ লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া নির্বাচিত প্রত্যেকে ১৮ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে তৈরি একটি পদক, পদকের রেপ্লিকা ও সম্মাননাপত্র পাবেন।
একনজরে বিজয়ী তালিকা
আজীবন সম্মাননা: ডলি জহুর, ইলিয়াস কাঞ্চন
সেরা সিনেমা: লাল মোরগের ঝুঁটি, নোনাজলের কাব্য
সেরা অভিনেতা: সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা), মীর সাব্বির (রাতজাগা ফুল)
সেরা অভিনেত্রী: আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর), তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য)
সেরা পরিচালক: রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)
সেরা পার্শ্ব-অভিনেতা: ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য)
সেরা পার্শ্ব-অভিনেত্রী: শম্পা রেজা (পদ্মপুরাণ)
সেরা খল অভিনেতা: জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)
সেরা কৌতুক অভিনেতা: মিলন ভট্টাচার্য্য (মৃধা বনাম মৃধা)
সেরা শিশুশিল্পী: আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর)
বিশেষ পুরস্কার (শিশুশিল্পী শাখা): জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)
সেরা গায়ক: মুহিন (শোনাতে এসেছি আজ, সিনেমা: পদ্মপুরাণ)
সেরা গায়িকা: চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি, সিনেমা: পদ্মপুরাণ)
সেরা সুরকার: সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা, সিনেমা: যৈবতী কন্যার মন)
সেরা সংগীত পরিচালক: সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন)
সেরা গীতিকার: প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা, সিনেমা: যৈবতী কন্যার মন)
সেরা কাহিনিকার: রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)
সেরা চিত্রনাট্যকার: নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি)
সেরা সংলাপ রচয়িতা: তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ)
সেরা সম্পাদক: সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি)
সেরা শিল্প নির্দেশক: শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য)
সেরা চিত্রগ্রাহক: সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি)
সেরা শব্দগ্রাহক: শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর)
সেরা পোশাক পরিকল্পনা: ইদিলা তুরিন ফরিদ (নোনাজলের কাব্য)
সেরা রূপসজ্জাকর: মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি)
সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমা: ধড় (আকা রেজা গালিব)
সেরা প্রামাণ্যচিত্র: বধ্যভূমিতে একদিন (কাওসার চৌধুরী)
* সেরা নৃত্য পরিচালক শাখায় কেউই বিচারকদের চোখে যোগ্য বিবেচিত হননি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা11 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস