Connect with us

ওটিটি

আইস্ক্রিনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ৭ সিনেমা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ প্রাপ্ত ৭টি সিনেমার পোস্টারের কোলাজ

বিভিন্ন শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ প্রাপ্ত ৭টি সিনেমা দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এগুলো হলো ‘হাওয়া’, ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’, ‘বিউটি সার্কাস’, ‘পাপ-পুণ্য’, ‘দামাল’, ‘অপারেশন সুন্দরবন’ ও ‘পায়ের ছাপ’। এসব সিনেমা দেখতে সাবস্ক্রাইব করতে হবে আইস্ক্রিন।

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমার সুবাদে সেরা অভিনেতা হয়েছেন চঞ্চল চৌধুরী। একই সিনেমার জন্য সেরা শব্দগ্রাহক হয়েছেন রিপন নাথ।

মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমার মাধ্যমে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন জয়া আহসান। গিয়াসউদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’ সিনেমার জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী হয়েছেন আফসানা মিমি।

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ পেয়েছে সেরা সিনেমাসহ তিনটি পুরস্কার। মুহাম্মদ আবদুল কাইয়ুম সেরা প্রযোজক ও সেরা চিত্রনাট্যকার হয়েছেন। এছাড়া শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পেয়েছে ফারজিনা আক্তার।

সাইফুল ইসলাম মাননু পরিচালিত ‘পায়ের ছাপ’ গানের তিনটি শাখায় সেরা হয়েছে। সিনেমাটির ‘এই শহরের পথে পথে’ গানের জন্য শওকত আলী ইমন সেরা সুরকার ও আতিয়া আনিসা সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন। আর সেরা সংগীত পরিচালক হয়েছেন রিপন খান।

দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ও তিনটি পুরস্কার জিতেছে। এরমধ্যে ‘এ মন ভিজে যায়’ গানটি বাপ্পা মজুমদারকে এনে দিয়েছে সেরা গায়কের সম্মান। এছাড়া সাইফুল দীপু ইমাম সেরা কৌতুক অভিনেতা এবং খোকন মোল্লা সেরা রূপসজ্জাকর হয়েছেন।

রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ সিনেমার জন্য সেরা কাহিনিকার হয়েছেন ফরিদুর রেজা সাগর।

সিনেমাওয়ালা প্রচ্ছদ