Connect with us

নাটক

ঝগড়া ভুলে গেছেন তৌসিফ ও তানজিন তিশা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তৌসিফ মাহবুব ও তানজিন তিশা
তৌসিফ মাহবুব ও তানজিন তিশা (ছবি: আকিব রহমান)

তিন বছর পর ফের একসঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। আসন্ন ঈদুল ফিতরের বেশ কয়েকটি নাটকে দেখা যাবে তাদের রসায়ন।

পেশাদারি অভিমান পর্ব চুকিয়ে ফেলে ঈদের জন্য ‘সাইলেন্স’ নামের একটি নাটকে প্রথম অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটকটি প্রচার হবে আরটিভিতে। একই পরিচালকের ‘পালকি’ নামের নতুন একটি নাটকেও কাজ করছেন তারা।

এবারের ঈদে আরও ছয়টি নাটকে একফ্রেমে থাকছেন তৌসিফ ও তানজিন তিশা। এগুলো হলো শিহাব শাহীনের ‘হাফ চান্স’ এবং ‘ভুল কুড়িয়ে নিলাম’, ভিকি জাহেদের ‘চোখ’, মেহেদি হাসান হৃদয়ের ‘বেয়াইন আই লাভ ইউ’, তৌফিকুল ইসলামের ‘নবাবি প্রেম’ এবং মোহাম্মদ মিফতাহ আনানের নাম চূড়ান্ত না হওয়া একটি নাটক।

তৌসিফ মাহবুব ও তানজিন তিশা

তৌসিফ মাহবুব ও তানজিন তিশা (ছবি: ফেসবুক)

তানজিন তিশার সঙ্গে এতদিন কাজ করেননি কেন? তৌসিফের দাবি, ‘আমাদের মধ্যে পেশাদারি পর্যায়ে ঝগড়া বেঁধেছিল। তবে একসঙ্গে এতদিন কাজ না করলেও বন্ধুত্ব ঠিকই ছিল।’

তৌসিফ মাহবুব ও তানজিন তিশা

তৌসিফ মাহবুব ও তানজিন তিশা (ছবি: ফেসবুক)মান-অভিমান ভুলে গেলেন কীভাবে? তৌসিফের উত্তর, ‘সত্যি বলতে মাঝে করোনায় আক্রান্ত হয়ে তিন মাস শয্যাশায়ী ছিলাম। তখন আমার মধ্যে কিছু উপলব্ধি হয়েছিল। ভাবতাম, হুট করে মরে যাই তাহলে কত মানুষের মনেই না দুঃখ দিয়ে যাচ্ছি! তাছাড়া তানজিন তিশা বাবাকে হারানোর কারণে তার প্রতি মায়া জন্মেছে। সেজন্য বন্ধুত্বের জায়গা থেকে পেশাদারি ঝগড়া ভুলে ফের একসঙ্গে কাজ করছি।’

ঝগড়ার আগে সবশেষ ২০১৯ সালে কাজল আরেফিন অমির ‘কলেজ বাঙ্ক’ নাটকে একসঙ্গে অভিনয় করেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ