Connect with us

বলিউড

টাইগার-পাঠানের গোয়েন্দা দুনিয়ায় আলিয়া ও শর্বরী

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

আলিয়া ভাট (ছবি: ইনস্টাগ্রাম)

টাইগার, পাঠান ও কবিরের মতো যশরাজ ফিল্মসের গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজে নারী চরিত্র নিয়ে আলাদা সিনেমা তৈরির গুঞ্জন ছড়িয়েছে বলিউডে অনেকদিন ধরে। অবশেষে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা এলো। এর নাম রাখা হয়েছে ‘আলফা’। এতে দুই গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট ও শর্বরী বাগ।

আজ (৫ জুলাই) ‘আলফা’র নাম ঘোষণার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এতে আলিয়ার হেঁয়ালিমাখা কণ্ঠে শোনা গেছে, ‘গ্রিক ভাষার প্রথম অক্ষর এবং আমাদের উদ্দেশ্য এক: সবার শীর্ষে, সবচেয়ে দ্রুতগামী, সবচেয়ে শক্তিশালী। মন দিয়ে দেখলে সব শহরেই একটি জঙ্গল পাওয়া যাবে। আর জঙ্গলে রাজত্ব করে আলফা।’

সোশ্যাল মিডিয়ায় এই টিজ়ার পোস্ট করে আলিয়া লিখেছেন, ‘এখন আলফা মেয়েদের সময়।’

শর্বরী বাগ (ছবি: ইনস্টাগ্রাম)

শোনা যাচ্ছে, ‘আলফা’য় আলিয়া ও শর্বরীর প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করতে পারেন অনিল কাপুর।

আলিয়া ভাট (ছবি: ইনস্টাগ্রাম)

বলার অপেক্ষা রাখে না, নতুন সিনেমায় প্রচুর অ্যাকশন দৃশ্য থাকবে। ইতোমধ্যে শুটিং শুরু হয়েছে মুম্বাইয়ে। ‘আলফা’ পরিচালনা করছেন শিব রাওয়াইল। তিনি এর আগে ‘দ্য রেলওয়ে মেন’ ওয়েব সিরিজ় পরিচালনা করে সাড়া ফেলেছেন।

শর্বরী বাগ (ছবি: ইনস্টাগ্রাম)

শর্বরী বাগ যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘বান্টি অউর বাবলি টু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। সম্প্রতি তার অভিনীত ‘মুনজিয়া’ ব্যবসায়িক সাফল্য পেয়েছে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ