Connect with us

ওটিটি

টিজারে দুটি কথা মনে রাখতে বলে ট্রেলারে ভুলে যেতে বললেন ওসি হারুন!

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘মহানগর ২’ ওয়েব সিরিজে মোশাররফ করিম (ছবি: হইচই)

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘মহানগর’ ওয়েব সিরিজের বহুল প্রত্যাশিত দ্বিতীয় মৌসুম মুক্তি পেতে যাচ্ছে এবারের ঈদে। ‘মহানগর ২’-এর টিজারে ওসি হারুন রূপে ফিরে অভিনেতা মোশাররফ করিম দর্শকদের উদ্দেশে বলেন, ‘দুইটা কথা মনে রাখবেন। এক, নামটা হচ্ছে হারুন। আর দুই, হারুন এতো সহজে হারে না।’ এবার ট্রেলারে তার মুখে শোনা গেলো, ‘দুইটা কথা ভুলে যাবেন।’ তবে কোন দুটি কথা এবং কেনো ভুলতে বলেছেন তিনি, সেটি চমক হিসেবে রেখে শেষ হয়েছে ট্রেলার। আজ (৭ এপ্রিল) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করেছে হইচই।

প্রথম মৌসুমের গল্প যেখানে শেষ হয়েছিলো, ঠিক সেখান থেকে শুরু হয়েছে ‘মহানগর ২’ সিরিজের ট্রেলার। এতে দেখা যায়, পুলিশের দুর্নীতি এবং ওপর মহলের নোংরা রাজনীতির কারণে বিভিন্ন ধরনের ফন্দিতে আটকা পড়ে মহানগরের অতিসাধারণ কিছু মানুষ। ন্যায়-অন্যায়ের জীর্ণ জালে যখন চুনোপুঁটি আর রাঘববোয়াল সবাই নিজস্ব কিছু বিষয় বাস্তবায়নে ছুটছে, ঠিক সেখানেই স্বরূপে আবির্ভাব ঘটে ওসি হারুনের।

মোশাররফ করিমের আশা, “ওসি হারুনের গল্প যেভাবে এবার ফুটে উঠছে সেটি দর্শকদের অবশ্যই ভালো লাগবে। ওসি হারুন আমার নিজের প্রিয় চরিত্রগুলোর মধ্যে অন্যতম। তার প্রতি মানুষের ভালোবাসা, প্রশংসা এবং ইতিবাচক সাড়া পাওয়া আমার এবং পুরো ‘মহানগর’ টিমের জন্য অনেক বড় পাওয়া। নতুন গল্পে এমন কিছু পাওয়া যাবে, যা আগে কখনো কেউ দেখেনি। ট্রেলারটি কেবল ছোট্ট একটি ঝলক।”

‘মহানগর’-এর মতোই ‘মহানগর ২’ বানিয়েছেন আশফাক নিপুণ। তিনি বলেন, ‘মহানগর আমার হৃদয়ের খুব কাছের একটি সিরিজ। দর্শকরা এটি যেভাবে দেখেছেন, সাড়া দিয়েছেন এবং দ্বিতীয় মৌসুমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেজন্য আমি সত্যি আনন্দিত। এবারই প্রথম হইচইয়ে বাংলাদেশি কোনো সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তি পেতে চলেছে। আমিও বাকি সবার মতো উচ্ছ্বসিত এবং নার্ভাস। শেষ ভালো যার সব ভালো তার। আশা করছি, দর্শকদের প্রত্যাশা অনুযায়ী মানসম্পন্ন একটি গল্প উপহার দিতে পারবো।’

‘মহানগর ২’ ওয়েব সিরিজে মোশাররফ করিম (ছবি: হইচই)

২০২১ সালে প্রথম মৌসুম মুক্তির পর দুই বাংলার দর্শকদের মন জয়ের পাশাপাশি সমালোচক মহলে ব্যাপক সমাদৃত হয় ড্রামা-থ্রিলার সিরিজটি। প্রথম মৌসুমে দেখা যায়, মহানগরে এক রাতে ঘটে যাওয়া অনেক গল্প, কিন্তু শেষে রেখে যায় বেশকিছু অমীমাংসিত প্রশ্ন। সেই রেখে যাওয়া গল্পগুলোর সত্য উন্মোচনের পাশাপাশি ওসি হারুনের চূড়ান্ত পরিণতি দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী ২০ এপ্রিল হইচইয়ে মুক্তি পাচ্ছে এটি।

‘মহানগর ২’ ওয়েব সিরিজে আফসানা মিমি (ছবি: হইচই)

‘মহানগর ২’ সিরিজে আরো অভিনয় করেছেন আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা, বৃন্দাবন দাস, তানজিকা আমিন ও দিব্য জ্যোতিসহ অনেকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ