Connect with us

ঢালিউড

ট্রেলারে মাসুদ রানা চরিত্রে এবিএম সুমন, সঙ্গে হলিউড-বলিউড তারকারা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘এমআর-নাইন: ডু অর ডাই’ সিনেমায় এবিএম সুমন (ছবি: জাজ মাল্টিমিডিয়া)

জনপ্রিয় গোয়েন্দা মাসুদ রানা চরিত্রে এবিএম সুমনের প্রথম ঝলক দেখা গেলো। ‘এমআর-নাইন: ডু অর ডাই’ সিনেমার ট্রেলারে হলিউড-বলিউড তারকাদের সঙ্গে তার উপস্থিতি আলোচিত হচ্ছে। আগামী ২৫ আগস্ট বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে একসঙ্গে মুক্তি পাবে এটি।

রুদ্ধশ্বাস অ্যাকশনে ভরপুর বাংলা ও ইংরেজি ভাষার টিজার ট্রেলারটি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গত ২৫ জুলাই। এতে এবিএম সুমনের সঙ্গে জুটি হিসেবে দেখা গেছে ভারতের টিভি অভিনেত্রী সাক্ষী প্রধানকে। রিয়েলিটি শো ‘এমটিভি স্প্লিটসভিলা’র দ্বিতীয় মৌসুমে বিজয়ী হন তিনি। জিফাইভের ‘পয়জন’ (২০১৯) ওয়েব সিরিজের রানি চরিত্রে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে।

‘এমআর-নাইন: ডু অর ডাই’ সিনেমায় সাক্ষী প্রধান ও এবিএম সুমন (ছবি: জাজ মাল্টিমিডিয়া)

‘থ্রি ইডিয়টস’-এর চতুর সাইলেন্সার চরিত্রের অভিনেতা ওমি বৈদ্য গোয়েন্দা দলের সদস্য হিসেবে অভিনয় করেছেন। টিজার ট্রেলারে এবিএম সুমনের সঙ্গে দেখা গেছে তাকে।

‘এমআর-নাইন: ডু অর ডাই’ সিনেমায় এবিএম সুমন ও ওমি বৈদ্য (ছবি: জাজ মাল্টিমিডিয়া)

মূল খল চরিত্র রোমান রস হিসেবে আছেন হলিউডের মারভেল স্টুডিওসের ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’ (২০১৪) এবং ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এর (২০১৬) অভিনেতা ফ্রাঙ্ক গ্রিলো। সিআইএ সদস্য ডিউক চরিত্রে দেখা যাবে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট’ সিনেমার অভিনেতা মাইকেল জেই হোয়াইটকে।

‘এমআর-নাইন: ডু অর ডাই’ সিনেমার দৃশ্যে (বাঁ থেকে) এবিএম সুমন, মাইকেল জেই হোয়াইট ও নিকো ফস্টার (ছবি: জাজ মাল্টিমিডিয়া)

গল্পে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের (বিসিআই) দক্ষ গোয়েন্দা এবিএম সুমন। তার কোড নেম এমআর-নাইন। আন্তর্জাতিক গোয়েন্দা এজেন্টের একটি চৌকস দলে নেওয়া হয় তাকে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) দুই সদস্য ডিউক ও টেলর একটি যৌথ অপারেশনের জন্য দলটি গঠন করে। তাদের সঙ্গে আরো আছে ভারতীয় গোয়েন্দা দেবী। লাস ভেগাসকে লক্ষ্য করে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা প্রতিরোধের মিশনে নামে তারা। অপরাধী রোমান রসের উচ্চ প্রযুক্তি সম্পন্ন কর্পোরেশন আরএনআর থেকে এই হামলার পরিকল্পনা করা হয়।

‘এমআর-নাইন: ডু অর ডাই’ সিনেমার দৃশ্যে (বাঁ থেকে) ফ্রাঙ্ক গ্রিলো (ছবি: জাজ মাল্টিমিডিয়া)

১৯৬৬ সালে প্রকাশিত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের প্রথম উপন্যাস ‘মাসুদ রানা: ধ্বংস পাহাড়’ অবলম্বনে গোয়েন্দা থ্রিলারধর্মী সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ আকবার। চিত্রনাট্য লিখেছেন আসিফ আকবার, আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। এর শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস ও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এবং বাংলাদেশের ঢাকায়। আবহ সংগীত করেছেন গ্র্যামিজয়ী ভারতীয় সুরকার রিকি কেজ।

‘এমআর-নাইন: ডু অর ডাই’ সিনেমায় ম্যাট পাসমোর (ছবি: জাজ মাল্টিমিডিয়া)

‘এমআর-নাইন’ সিনেমায় ফ্রাঙ্ক গ্রিলোর ছেলে রেমি গ্রিলোকে দেখা যাবে। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে তার। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ‘জিগসো’ সিনেমার অস্ট্রেলিয়ান অভিনেতা ম্যাট পাসমোর। এছাড়া আছেন হলিউডের নিকো ফস্টার, কেলি গ্রেসন, ইউক্রেনিয়ান-আমেরিকান সাবেক পেশাদার রেসলার ওলেগ প্রুডিয়ুস। এবিএম সুমন ছাড়াও বাংলাদেশের অভিনয়শিল্পীদের মধ্যে থাকছেন আনিসুর রহমান মিলন ও শহিদুল আলম সাচ্চু।

‘এমআর-নাইন: ডু অর ডাই’ সিনেমার দৃশ্যে (বাঁ থেকে) মাইকেল জেই হোয়াইট (ছবি: জাজ মাল্টিমিডিয়া)

সিনেমাটিতে যৌথভাবে লগ্নি করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, দ্য ফিল্ম পোস্ট, চেজিং বাটারফ্লাইস পিকচার্স, লস অ্যাঞ্জেলস ভিত্তিক আল ব্র্যাভো ফিল্মস এবং প্রিমিয়ার এন্টারটেইনমেন্ট। নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন নিকো ফস্টার, পিটার নুয়েন, এনায়েত আকবার মিলন ও এয়ার ফানটিপ। প্রযোজনায় আব্দুল আজিজ, আসিফ আকবার, কলিন বেটস, ফিলিপ ট্যান, হেমডি কিওয়ানুকা এবং আল ব্র্যাভো।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ