Connect with us

বলিউড

ঢাকায় কী খেয়েছেন, সালমানের বিয়ে নিয়ে কী বলেছেন আরবাজ

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ঢাকায় আরবাজ খান (ছবি: ফেসবুক)

বলিউড সুপারস্টার সালমান খানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’-এর পোশাক ব্র্যান্ডের নতুন শাখা চালু হলো ঢাকায়। ধানমন্ডিতে এটি উদ্বোধন করতে গতকাল (৭ এপ্রিল) সকালের ফ্লাইটে বাংলাদেশে এসেছেন তার মেজ ভাই অভিনেতা-নির্মাতা আরবাজ খান।

এ নিয়ে দ্বিতীয়বার ঢাকা ঘুরে গেলেন আরবাজ খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের আসার অনুভূতি অসাধারণ। কয়েক বছর আগে কাজের সূত্রে প্রথমবার ঢাকায় এসেছিলাম। এখানকার মানুষ খুবই অতিথিপরায়ণ। তাদের অভ্যর্থনা দারুণ। মনেই হচ্ছে না, আপন মানুষদের থেকে দূরে আছি। পরেরবার আরেকটু বেশি সময় নিয়ে আসবো, যাতে বাংলাদেশ ঘুরে দেখতে পারি।’

ঢাকায় কাচ্চি বিরিয়ানি খেয়ে মুগ্ধ হয়েছেন আরবাজ খান। এছাড়া ঢাকার চেনা ইফতারের খাবার খেয়েছেন। যদিও তার কাছে কিছু তেলতেলে লেগেছে সেগুলো।

আরবাজ খানের মুখে বাংলা ভাষা শোনার বায়না ধরেন সংবাদকর্মীরা। ৫৫ বছর বয়সী এই তারকা সবার আবদার রেখে বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’

গত বছরের সেপ্টেম্বরে বনানীতে ‘বিয়িং হিউম্যান ক্লদিং’-এর প্রথম আউটলেট উদ্বোধন করতে ঢাকায় এসেছিলেন সালমানের ছোট ভাই সোহেল খান। এবার এলো মেজ ভাই। পরেরবার কি তাহলে সল্লু আসবেন? আরবাজের উত্তর, ‘ব্যস্ততা একটু কমলেই আশা করি সালমান ঢাকায় আসবে। তিনি আমাকে বলেছেন, তার ভালোবাসা যেন আপনাদের কাছে পৌঁছে দেই।’

সালমানের বিয়ে নিয়ে প্রশ্ন উঠলে আরবাজ রসিকতার সুরে প্রশ্নকর্তাকে বলেন, ‘আপনি বিয়ে করেছেন? আগে আপনি দুটি বিয়ে করুন, সালমান তাহলে একটি বিয়ে করবে।’

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ