Connect with us

শুভেচ্ছা

ঢাকায় নৌভ্রমণে তারকারা, উপলক্ষ এক নির্মাতার জন্মদিন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নির্মাতা আদনান আল রাজীবের জন্মদিন উপলক্ষে বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও পরিচালক ঢাকায় নৌভ্রমণ উপভোগ করলেন। তাকে শুভেচ্ছা জানানোর এই আয়োজন হয়ে ওঠে তারকাদের মিলনমেলা। ইয়টে আড্ডার ফাঁকে ফাঁকে ছিলো খালি গলায় গান, কেক কাটা ও খাওয়া। ১১ মে কোন কোন তারকা আদনান আল রাজীবের জন্মদিনের পার্টিতে অংশ নিয়েছেন চলুন দেখে নেওয়া যাক একঝলকে।

সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা ও তাদের মেয়ে ইলহাম (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

নুসরাত ইমরোজ তিশা, আদনান আল রাজীব, রেদওয়ান রনি ও মেহজাবীন চৌধুরী (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

 

তাসনিয়া ফারিণ ও নীল হুরেরজাহান (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

এলিটা করিম, নুসরাত ইমরোজ তিশা ও মেহজাবীন চৌধুরী (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

কেক কাটছেন আদনান আল রাজীব (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

আশফাক নিপুন, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, এলিটা করিম ও সাবিলা নূরের স্বামী নেহাল সুনন্দ তাহের (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

নুসরাত ইমরোজ তিশা (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ