ওয়ার্ল্ড সিনেমা
ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা উঠলো
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে শুরু হলো ২১তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। আজ (১৪ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে এই আয়োজন উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। উদ্বোধনী সিনেমা ‘জেকে ১৯৭১’-এর অভিনেতা সব্যসাচী মুখার্জি ছিলেন মঞ্চে।
উদ্বোধনী সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের ফিল্মমেকাররা।
‘জেকে ১৯৭১’ পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খান। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ব্যাগে বোমা ও হাতে রিভলবার নিয়ে ফ্রান্সের অর্লি বিমানবন্দরে দাঁড়ানো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বোয়িং ৭২০ বিমানের ককপিটে উঠে পড়েন ২৮ বছর বয়সী জ্যঁ ক্যুয়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে শরণার্থীদের জন্য ২০ টন ওষুধ ও ত্রাণসামগ্রী পাঠানোর দাবি জানান তিনি। দুঃসাহসী এই ফরাসি তরুণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে বিমানটিকে পাঁচ ঘণ্টা রানওয়েতে দাঁড় করিয়ে রেখেছিলেন। সেই ঐতিহাসিক ঘটনা অবলম্বনে সাজানো হয়েছে সিনেমাটি।
রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ২১তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। ৯ দিনের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা শাখা, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, ট্রিবিউট, বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ সিনেমা, স্পিরিচুয়াল সিনেমা, উইমেন্স ফিল্মমেকার্স, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন সিনেমা বিভাগে ৭১টি দেশের ২৫২টি সিনেমা প্রদর্শিত হবে। এরমধ্যে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র ১২৩টি। বাংলাদেশের সিনেমা রয়েছে ৮১টি।
প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে পাঁচটি ভেন্যুতে দেখা যাবে। ভেন্যুগুলো হলো জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন। উৎসবের সব সিনেমা আসন ফাঁকা থাকা সাপেক্ষে সবার জন্য উন্মুক্ত।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস