বলিউড
দীপিকা-শাহরুখ-জন অমর আকবর অ্যান্টনি!
যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ সিনেমা মুক্তির আগে এর প্রধান নায়ক-নায়িকা ও ভিলেন বিপণন কৌশল হিসেবে গণমাধ্যমের সামনে আসেননি। তার ওপর ‘বেশরম রঙ’ গানে গেরুয়া রঙের বিকিনিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ছবিটিকে বয়কটের ডাক দিয়েছিলো রাজনীতিবিদ থেকে শুরু করে হিন্দুদের কয়েকটি সংগঠন ও পুরোহিতরা। এছাড়া পোস্টার পোড়ানোসহ সিনেমা হল মালিকদের হুমকি দেওয়া হয়। সবকিছুকে পাশ কাটিয়ে পাঁচ দিনে বিশ্বব্যাপী ৫৪২ কোটি রুপি আয় করে ইতিহাস গড়েছে ‘পাঠান’। এমন অভূতপূর্ব সাফল্য উদযাপনের জন্য অবশেষে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন তিন তারকা। গতকাল (৩০ জানুয়ারি) মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ডে ছিলো এই আয়োজন।
গত ২৫ জানুয়ারি ভারতের ৫ হাজার ৫০০টি এবং অন্যান্য দেশের ২ হাজার ৫০০টি মিলিয়ে ৮ হাজার সিনেমা হলে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পায় ‘পাঠান’। প্রথম দিন থেকেই বক্স অফিসে সুনামি তুলেছে সিনেমাটি। চার দিনেই এর আয় ছাড়িয়ে গেছে ৪০০ কোটি রুপির মাইলফলক।
বড় পর্দায় ‘পাঠান’ মুক্তির আগে অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে গেছে। ভারতের সেন্সর বোর্ড (সিবিএফসি) একাধিক সংশোধনী এনেছে, হিন্দু গোষ্ঠীগুলো প্রতিবাদ জানিয়েছে। তবে দর্শকদের সাড়া ঠিকই অর্জন করে নিয়েছে এই সিনেমা।
ধর্মীয় সম্প্রীতি, ঐক্য, ভালোবাসা ও আনন্দের বার্তা ছড়িয়ে দিতে শাহরুখ বলেছেন, ‘আমরা সিনেমায় যা কিছু বলি বা করি, সেগুলোর কোনোটাই কোনো অনুভূতি বা কাউকে আঘাত করার উদ্দেশে নয়। এটা শুধুই বিনোদন। হাসিঠাট্টা ও বিনোদনকে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। এগুলো হাসিঠাট্টা আর বিনোদন হিসেবেই দেখা ভালো। আমরা সবাই এক। এটাই ভ্রাতৃত্ব। আমরা সেই ভালোবাসাকে শুধু একটি সহজ উপায়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। দীপিকা হলো অমর, আমি হলাম আকবর আর জন হলো অ্যান্টনি। এভাবেই সিনেমা তৈরি হয়। আমাদের মাঝে সংস্কৃতি বা জীবনের কোনো দিকের ব্যবধান নেই। আমরা দর্শকদের ভালোবাসি, তাই সিনেমায় কাজ করি। দর্শকরা আমাদের ভালোবাসে বলে আমরাও তাদের ভালোবাসি। দর্শকদের ভালোবাসা পেতে আমরা মুখিয়ে থাকি। আমাদের সিনেমা দেখে দর্শকরা যে আনন্দ পায় সেগুলোর সামনে এসব হাজার কোটি টাকা তুচ্ছ। আর বিনিময়ে দর্শকরা আমাদের যে ভালোবাসা দেয়, এর চেয়ে বড় পুরস্কার আর নেই।’
শাহরুখ বলেন, ‘আমরাও ভুল করি। আমরা যেমন ভালো কাজ করি, তেমনি আমাদের কাজ খারাপও হয়। সত্যি বলতে, উত্তর কিংবা দক্ষিণে যেকোনো ভাষায় যারাই সিনেমা বানায়, সবার উদ্দেশ্য একই- আমরা যেন খুশি, ভ্রাতৃত্ব, ভালোবাসা ও উদারতা ছড়িয়ে দিতে পারি, এমনকি যখন পর্দায় নেতিবাচক চরিত্রে অভিনয় করি তখনো। আমরা কেউই খারাপ নই। আমরা সবাই দর্শকদের খুশি করার জন্য অভিনয় করি।’
শাহরুখ খান বলেন, ‘এমন না যে আমি অহংকারী নই। তার মানে অনুগ্রহ করে ভুলেও ভাববেন না, আমিই সেরা।’
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস