Connect with us

ঢালিউড

দ্বিতীয় সপ্তাহে আরও বেশিসংখ্যক সিনেমা হলে ‘দামাল’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

দামাল

‘দামাল’ তারকা (বাঁ থেকে) ইন্তেখাব দিনার, বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, শাহনাজ সুমি, সিয়াম আহমেদ, একে আজাদ সেতু ও সুমিত সেনগুপ্ত (ছবি: ফেসবুক)

রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ সিনেমার দর্শক সংখ্যা বেড়ে চলেছে। ফলে মুক্তির দ্বিতীয় সপ্তাহে আরও বেশিসংখ্যক সিনেমা হলে চলছে এটি। সাধারণ দর্শকদের চোখে, ‘দামাল’ চলতি বছরের অন্যতম সেরা সিনেমা। অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা, আবহ সংগীতসহ সবকিছুর প্রশংসা করেছেন তারা। অনেকের মতে, এমন ছবি বাংলাদেশে আগে হয়নি বললেই চলে। কারও মতে, এটি দেশপ্রেমের দারুণ অনুপ্রেরণাদায়ক সিনেমা। সব মিলিয়ে মুখে মুখে ছড়িয়ে পড়েছে এসব গুণগান।

গত ২৮ অক্টোবর ঢাকাসহ দেশের ২২টি সিনেমা হলে মুক্তি পায় ‘দামাল’। দ্বিতীয় সপ্তাহে এসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫। জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় ‘দামাল’ আজ (৪ নভেম্বর) থেকে এটি উপভোগ করা যাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ), সনি স্কয়ার (মিরপুর), সীমান্ত সম্ভার (ধানমন্ডি), এসকেএস টাওয়ার (মহাখালী), সামরিক জাদুঘর (বিজয় সরণি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), মধুমিতা, শ্যামলী, সৈনিক ক্লাব, বিজিবি, চিত্রামহল, লায়ন সিনেমাস, সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্টনমেন্ট), নারায়ণগঞ্জের সিনেস্কোপ, সিলেটের গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স, চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা, ময়মনসিংহের ছায়াবাণী, রংপুরের শাপলা, পাবনার রূপকথা, খুলনার শঙ্খ ও লিবার্টি, বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ও মম-ইন এবং সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবে।

দামাল

‘দামাল’ সিনেমার বিভিন্ন দৃশ্য (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের সত্যি ঘটনায় অনুপ্রাণিত ‘দামাল’ সিনেমার চিত্রনাট্য। স্বাধীন বাংলা ফুটবল দল কীভাবে খেলার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রেখেছে এবং সেই অবদানে কিভাবে গোটা বাংলার মানুষকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে সেটাই মূলত তুলে ধরা হয়েছে সিনেমায়। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমার গতানুগতিক অবয়ব বদলে দিয়েছেন নির্মাতা রায়হান রাফী।

দামাল

‘দামাল’ তারকা সিয়াম আহমেদ ও শরিফুল রাজ (ছবি: ফেসবুক)

সিনেমায় ফুটবল দলের অধিনায়ক মুন্না চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। ‘গুণিন’, ‘পরাণ’ ও ‘হাওয়া’র পর চলতি বছর এটি তার চতুর্থ সিনেমা। ‘পরাণ’ ও ‘হাওয়া’র মতো আবার দারুণ সাফল্য পাওয়ায় হ্যাটট্রিক করলেন তিনি। দর্শকদের ‘পরাণ’ ভরিয়ে ‘হাওয়া’য় ভেসে ‘দামাল’ হয়ে নৈপুণ্য দেখালেন এই তারকা।

দামাল

‘দামাল’ সিনেমার বিভিন্ন দৃশ্য (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)

স্ট্রাইকার দুর্জয়ের ভূমিকায় আছেন সিয়াম আহমেদ। শরিফুল রাজ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য পেয়েছেন ‘পরাণ’ সিনেমায়। আর সিয়াম বড় পর্দায় পথচলা শুরু করেন রায়হান রাফীর পরিচালনায় ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে। এরপর ‘দহন’ সিনেমায় তারা একসঙ্গে কাজ করেন। তবে শরিফুল রাজ ও সিয়াম এবারই প্রথম একসঙ্গে অভিনয় করলেন।

‘পরাণ’-এর পর ‘দামাল’ সিনেমায় শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম আবার জুটি বেঁধেছেন। হাসনা চরিত্রে প্রেমিকা, গৃহবধূ, নির্যাতিতা ও একজন মুক্তিযোদ্ধা হিসেবে মিমের অভিনয় প্রশংসিত হয়েছে।

দামাল

‘দামাল’ তারকা (বাঁ থেকে) বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, সিয়াম আহমেদ ও সুমিত সেনগুপ্ত (ছবি: ফেসবুক)

এতে গোলরক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত। এছাড়াও আছেন ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমি, একে আজাদ সেতু, সাঈদ বাবু, নাসির উদ্দিন খান, আহসান হাবিব নাসিম, সামিয়া অথৈ, পূজা আনিয়েস ক্রুজ, সারওয়াত আজাদ বৃষ্টি, কায়েস চৌধুরী, সমু চৌধুরী, মিলি বাশার, নাজিবা বাশার, ফরহাদ লিমন, টাইগার রবি, আজম খান, দাউদ নূর, ইন্দ্রানী ঘাতক, বৈদ্যনাথ সাহা, কামরুজ্জামান তপু, শেখ মাহবুবুর রহমান, হামিদুর রহমান ও সৈয়দ নাজমুস সাকিব।

‘দামাল’ গল্পটি লিখেছেন ফরিদুর রেজা সাগর। নিজের প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে তিনিই সিনেমাটি প্রযোজনা করেছেন। রায়হান রাফীর সঙ্গে মিলে চিত্রনাট্য তৈরি করেছেন নাজিম উদ্দৌলা।

দামাল

‘দামাল’ সিনেমার দৃশ্যে বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)

সিনেমাটিতে রয়েছে ‘ঘুরঘুর পোকা’, ‘আমি দুর্জয়’ ও ‘মন পোষ মানে না’ শিরোনামের তিনটি গান। এগুলো গেয়েছেন মমতাজ বেগম, প্রীতম হাসান, দিলশাদ নাহার কণা ও ইমরান মাহমুদুল। এছাড়া প্রচারণার অংশ হিসেবে সাজানো ‘দামাল দামাল’ শিরোনামের একটি গান গেয়েছেন সাকিব চৌধুরী ও ঐশী। সবক’টি লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত পরিচালনায় আরাফাত মহসিন নিধি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ