বলিউড
নতুন ছবির নাম জানাতে কী মজাই না করলেন শাহরুখ!
একটি অফিসে ফ্রেমে সাজিয়ে রাখা ‘পিকে’, ‘মুন্নাভাই এম.বি.বিএস’, ‘থ্রি ইডিয়টস’, ‘লাগে রহো মুন্নাভাই’ এবং ‘সঞ্জু’ ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে আছেন শাহরুখ খান। এসব দেখে তার মুখ থেকে বেরিয়ে আসে, ‘বাহ! কী দারুণ সব সিনেমা।’ এরমধ্যে তার পাশে এসে দাঁড়ান পরিচালক রাজকুমার হিরানি। তিনি প্রশ্ন করেন, ‘কী দেখছো শাহরুখ?’ বলিউড বাদশার উত্তর, ‘তেমন কিছু না। এই যে সঞ্জুর নাম ভূমিকায় রণবীর কাপুর, পিকের ভূমিকায় আমির খান, মুন্নাভাই এমবিবিএসের ভূমিকায় সঞ্জয় দত্ত। অনন্য সব চরিত্র।’
এরপরই শাহরুখ মনের ইচ্ছে প্রকাশ করেন, ‘স্যার, আমার জন্য কি এমন কিছু আছে?’ হিরানি আশা জাগানো উত্তর দেন, ‘আমার কাছে একটা চিত্রনাট্য আছে।’ তার কথা শুনে চোখমুখ জ্বলজ্বল করে ওঠে শাহরুখের, ‘সত্যি?’ তার কৌতূহল, ‘কমেডি আছে এতে?’ হিরানির উত্তর, ‘অনেক কমেডি আছে।’ শাহরুখের কৌতূহল বেড়ে যায়, ‘আবেগ আছে?’ হিরানির উত্তর, ‘সেটাও আছে।’ এবার দু’হাত প্রসারিত করে নিজের চেনা ভঙ্গি দেখিয়ে জিজ্ঞেস করলেন শাহরুখ, ‘প্রেম আছে?’ হিরানি প্রেম আছে উল্লেখ করলেও জানিয়ে দিলেন, ‘তবে তোমার চেনা ভঙ্গি এড়িয়ে চলতে হবে।’ শাহরুখ মুখে হাসি রেখে আশ্বস্ত করলেন, ‘আপনি চাইলে হাতই কেটে ফেলবো!’
সবশেষে সিনেমার নাম জিজ্ঞেস করলেন শাহরুখ। হিরানির উত্তর, ‘ডাংকি’। মুখ চুপসে গেলো শাহরুখের, ‘ডংকি?’ হিরানি শুধরে দিলেন, ‘ডংকি নয় শাহরুখ, ডাংকি।’ এবার হাসি এলো শাহরুখের মুখে, ‘ও আচ্ছা ডাংকি। আমি তো ভেবেছি ডংকি।’ নাম ভূমিকায় কে? প্রশ্ন করে পাশে তাকিয়ে শাহরুখ দেখলেন হিরানি চলে গেছেন। তার কপালে ভাঁজ। পোস্টারগুলো ছেড়ে যেতে যেতে নিজেকে নিজে বিড়বিড় করে তিনি বললেন, ‘কে জানে কী বানাচ্ছেন তিনি। যেটাই বানাক লুফে নাও।’
শাহরুখ চলে যাওয়ার পর পোস্টারগুলোর সামনে আসে একটি পর্দা। সেখানে দেখানো হয়, মরুভূমিতে হেঁটে যাচ্ছেন কয়েকজন মানুষ। তাদের ওপর দিয়ে উড়ে যায় বিমানের ছায়া পড়ে বালিতে। এরপর মরুতে ফুটে ওঠে ‘ডাংকি’ সিনেমার নাম। সেইসঙ্গে উল্লেখ করা হয় এটি মুক্তি পাবে ২০২৩ সালের ২২ ডিসেম্বর।
সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেলো এসব দৃশ্য। এর মাধ্যমে রাজকুমার হিরানির পরিচালনায় প্রথমবার কাজ করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন তিনি। তার কথায়, “প্রিয় রাজকুমার হিরানি স্যার, আপনি আমার কাছে সান্তাক্লজের মতো। আপনি শুরু করেন, আমি সময়মতো পৌঁছে যাবো। সত্যি বলতে আমি তো সেটেই থাকতে শুরু করবো! অবশেষে আপনার সঙ্গে কাজ করতে যাচ্ছি বলে আমি উচ্ছ্বসিত। আপনাদের সবার জন্য ‘ডাংকি’ নিয়ে আসছি ২০২৩ সালের ২২ ডিসেম্বর।”
রাজকুমার হিরানি টুইটারে লিখেছেন, “শাহরুখ, অবশেষে আমরা একসঙ্গে সিনেমা তৈরির সিদ্ধান্ত নিয়েই ফেললাম। ‘ডাংকি’র ঘোষণা দিতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। ২০২৩ সালের বড়দিন উপলক্ষে মুক্তি পাবে এটি।”
‘ডাংকি’তে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তাপসী পান্নু। এবারই প্রথম তারা জুটি বাঁধলেন। হিরানির পরিচালনায় তাপসীরও এটি প্রথম কাজ। এর শুটিং শুরু হয়েছে এ মাসে।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে রাজকুমার হিরানি ফিল্মস এবং শাহরুখপত্নী গৌরি খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। চিত্রনাট্য লিখেছেন রাজকুমার হিরানি, কনিকা ধিলন ও অভিজাত জোশি।
মুন্না ভাই চরিত্রে শাহরুখকেই প্রথম প্রস্তাব দিয়েছিলেন হিরানি। কিন্তু ব্যাটে-বলে মেলেনি। অনেকদিন ধরে গুঞ্জন চলছিল, তারা একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। অবশেষে সেই ঘোষণা এলো।
চার বছর বিরতির পর ২০২৩ সালের জানুয়ারিতে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরবেন শাহরুখ। এতে আরও থাকছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা12 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস